ঢাকা , শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ , ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সুষ্ঠু ভোটের পরিবেশ চান সাধারণ শিক্ষার্থীরা তারেক রহমান-বাবর খালাস আস্থার সংকটে প্রশাসন ও অর্থনীতি অন্তর্বর্তী সরকারের দায়হীন কর্মকাণ্ডে বিপন্ন মানবাধিকার ক্ষমতা বদলের জন্য জুলাই বিপ্লব হয়নি- জামায়াত গাইবান্ধায় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ ধূমপান নিয়ে তর্ক, পরিবহন কাউন্টারে হামলা-ভাঙচুর দুদকের মামলায় খালাস মীর নাসির ও মীর হেলাল রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানকে এগিয়ে আসার আহ্বান স্বর্ণ ব্যবসায়ীরাই টার্গেট ডাকাতদের গ্রেফতার ৭ আদাবরে পুলিশের ওপর হামলা কারাগারে ১১ আসামি নির্বাচন না হলে অনাকাক্সিক্ষত পরিস্থিতি তৈরি হবে- সাইফুল হক প্রধান শিক্ষকের ২১৬৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল দাবি ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৭ সিদ্ধান্তহীনতায় আটকে আছে পরিবহন চালকদের বিশ্রামাগার তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার কোনো বিকল্প নেই ভেজাল ওষুধ সেবনে বাড়ছে মৃত্যুর হার পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত পোরশায় বিএনপি'র উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রাজধানীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

শেরপুরে অধ্যক্ষ নিয়োগ পরীক্ষার কেন্দ্রে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৫ ০৯:৪১:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৫ ০৯:৪১:৩৪ অপরাহ্ন
শেরপুরে অধ্যক্ষ নিয়োগ পরীক্ষার কেন্দ্রে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজে অনুষ্ঠিত অধ্যক্ষ নিয়োগ পরীক্ষার কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় প্রশ্ন উঠেছে পরীক্ষার স্বচ্ছতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে। গত শনিবার এই নিয়োগ পরীক্ষা শুরু হওয়ার কথা। তথ্য সংগ্রহের উদ্দেশ্যে সেখানে স্থানীয় কয়েকজন সংবাদকর্মী পৌছেন।
কিন্তু কলেজ ক্যাম্পাসের গেট ভেতর থেকে বন্ধ দেখতে পান তারা। সাংবাদিকরা গেটের ভেতরে প্রবেশ করতে চাইলে তাদের বাধা দেয়া হয় এবং জানানো হয় যে, পরীক্ষার কারণে সাংবাদিকদের প্রবেশ নিষেধ। পরে সাংবাদিকরা ফোনে যোগাযোগ করলে ফয়সাল মাহমুদ নামে একজন ব্যক্তি জানান, তিনি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি হিসেবে উপস্থিত রয়েছেন এবং সাংবাদিকদের পরীক্ষার সময় ভেতরে প্রবেশে অনুমতি নেই।
জানা যায়, ফয়সাল মাহমুদ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষানবিশ) এবং জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে নিয়োগ পরীক্ষার তদারকির দায়িত্ব পালন করছেন।ওই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের ভেতরে কেউ প্রবেশ করতে পারবেন না। পরীক্ষা শেষে প্রয়োজনীয় তথ্য কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন।
সাংবাদিকরা প্রায় দেড় ঘণ্টা গেটের বাইরে অপেক্ষা করেন এবং শেষ পর্যন্ত বিকেল সাড়ে চারটার দিকে তাদের প্রবেশের অনুমতি দেয়া হয়। এরপর সাংবাদিকরা প্রশ্ন তোলেন, সরকারি কোনো আদেশ বা ১৪৪ ধারা জারি করা হয়েছে কিনা, যার কারণে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা দেয়া হলো। উত্তরে ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ জানান, কোনো পাবলিক পরীক্ষার কেন্দ্রেও সংশ্লিষ্ট ছাড়া অন্য কারো প্রবেশের অনুমতি থাকে না। এই নিয়োগ পরীক্ষাতেও একই নীতিমালা অনুসরণ করা হয়েছে। তিনি আরও জানান, এটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। পরিবেশ নষ্ট হতে পারে এমন কোনো আশঙ্কা আমরা নিতে পারি না। সব প্রশ্নের উত্তর পরীক্ষার পর পাওয়া যাবে।এই ঘটনায় শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সরকার তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদেরকে তথ্য সংগ্রহে বাধা দেয়ার মাধ্যমে কর্তৃপক্ষ অগণতান্ত্রিক আচরণ করেছে। এহেন ঘটনার নিন্দা জানাই। ঘটনার বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান বলেন, আমরা সাধারণত তথ্য সংগ্রহের জন্য পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দিয়ে থাকি। কিন্তু এখানে কেন প্রবেশের অনুমতি দেয়া হয়নি, তা সংশ্লিষ্ট কর্মকর্তারাই বলতে পারবেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য