ঢাকা , শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ , ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
চীন-রাশিয়া-ভারতের ভবিষ্যৎ সমৃদ্ধ হোক: ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত ২৬ দেশ ভারত ভাগের ডাক নিরাপদ আশ্রয় মিলছে না গাজার কোথাও হাত নেড়ে বিদায় নিলেন মেসি স্লোভাকিয়ার কাছে হারের স্বাদ পেলো জার্মানি জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করলো স্পেন ব্রাজিলের সামনে খড়কুটোর মতো উড়ে গেল চিলি অবসর ভেঙে আবারও মাঠে নামতে যাচ্ছেন রস টেলর রেকর্ড বইয়ে নাম লেখালেন ব্রিটজকে রসের কোচ প্রশিক্ষণ কর্মশালা থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ নির্বাচনে অংশ না নেয়ার জন্য হুমকি দেওয়া হলো বুলবুলকে! সুষ্ঠু ভোটের পরিবেশ চান সাধারণ শিক্ষার্থীরা তারেক রহমান-বাবর খালাস আস্থার সংকটে প্রশাসন ও অর্থনীতি অন্তর্বর্তী সরকারের দায়হীন কর্মকাণ্ডে বিপন্ন মানবাধিকার ক্ষমতা বদলের জন্য জুলাই বিপ্লব হয়নি- জামায়াত গাইবান্ধায় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ ধূমপান নিয়ে তর্ক, পরিবহন কাউন্টারে হামলা-ভাঙচুর দুদকের মামলায় খালাস মীর নাসির ও মীর হেলাল
আতঙ্কে এলাকাবাসী

কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৫ ১২:০৯:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৫ ১২:০৯:৪০ অপরাহ্ন
কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন
সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ফলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গতকাল রোববার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর কুড়িকাহুনিয়া লঞ্চ টার্মিনাল ঘাটের দক্ষিণ পাশের প্রায় ২০০ ফুট স্থানজুড়ে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে এ ভাঙন ধ্বংস দেখা দেয়। এলাকাবাসীরা বলেন, ‘আমরা ত্রাণ চাই না, চাই টেকসই বেড়িবাঁধ। গত বৃহস্পতিবার দিবাগত শেষরাতে ভাটার টানে এই বেড়িবাঁধ ভেঙে যায়। ভাঙন এলাকা ভোষকা মাটি আর চোরাবালি ঝুঁকিপূর্ণ থাকায় এই বেড়িবাঁধ বারবারই ভেঙে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয় এলাকাবাসী। ইতিপূর্বে এ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একের তিন অংশ কপোতাক্ষ নদের গর্ভে বিলীন হয়ে গিয়েছিল। সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়েছেন মানুষ, নিঃস্ব হয়েছে পরিবার। এদিকে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ইতোমধ্যে কাজ শুরু করেছে। তাৎক্ষণিক বেড়িবাঁধ ভাঙনের এ খবর অবগত হয়ে ভাঙন এলাকা পরিদর্শনে আসেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাছকিয়া। তিনি বলেন, ‘ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে কলগেট, শ্রমিকদের মাধ্যমে জিও ব্যাগে বালুভর্তি করে ডাম্পিং কার্যক্রম শুরু করা হয়েছে। খুবই তাড়াতাড়ি এই বেড়িবাঁধ আমরা মেরামত করতে সক্ষম হবো। তবে ভেঙে যাওয়ার আর কোনও আশঙ্কা নেই।’

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য