ঢাকা , শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫ , ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
চীন-রাশিয়া-ভারতের ভবিষ্যৎ সমৃদ্ধ হোক: ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত ২৬ দেশ ভারত ভাগের ডাক নিরাপদ আশ্রয় মিলছে না গাজার কোথাও হাত নেড়ে বিদায় নিলেন মেসি স্লোভাকিয়ার কাছে হারের স্বাদ পেলো জার্মানি জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করলো স্পেন ব্রাজিলের সামনে খড়কুটোর মতো উড়ে গেল চিলি অবসর ভেঙে আবারও মাঠে নামতে যাচ্ছেন রস টেলর রেকর্ড বইয়ে নাম লেখালেন ব্রিটজকে রসের কোচ প্রশিক্ষণ কর্মশালা থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ নির্বাচনে অংশ না নেয়ার জন্য হুমকি দেওয়া হলো বুলবুলকে! সুষ্ঠু ভোটের পরিবেশ চান সাধারণ শিক্ষার্থীরা তারেক রহমান-বাবর খালাস আস্থার সংকটে প্রশাসন ও অর্থনীতি অন্তর্বর্তী সরকারের দায়হীন কর্মকাণ্ডে বিপন্ন মানবাধিকার ক্ষমতা বদলের জন্য জুলাই বিপ্লব হয়নি- জামায়াত গাইবান্ধায় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ ধূমপান নিয়ে তর্ক, পরিবহন কাউন্টারে হামলা-ভাঙচুর দুদকের মামলায় খালাস মীর নাসির ও মীর হেলাল

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ সবারই মৃত্যু

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ০৪:৩১:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ০৪:৩১:৩৭ অপরাহ্ন
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ সবারই মৃত্যু
গাজীপুর প্রতিনিধি গাজীপুরের জয়দেবপুর থানার মোগরখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচ জনের সবাই মারা গেছেন। সর্বশেষ গত রোববার রাত ১১টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ১০ বছর বয়সী শিশু তানজিলা। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য জানান। তিনি বলেন, তানজিলার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। ওই দুর্ঘটনায় দগ্ধ পাঁচ জনের সবাই মারা গেছেন। গত ২৭ এপ্রিল রাতে মোগরখাল এলাকার একটি বাসার রান্নাঘরে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটে। সিলিন্ডারের লিকেজ থেকে ঘরে গ্যাস জমে ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। আগুন জ্বালাতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে ঘরের ভেতর। বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পাঁচ জনকেই রাত সাড়ে ১০টার দিকে উদ্ধার করে ঢাকার বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তারা সবাই একই পরিবারের সদস্য। দগ্ধদের মধ্যে ছিলেন- সিমা আক্তার (৩০), পারভিন আক্তার (৩৫), পারভিন আক্তারের ছেলে আয়ান, তাসলিমা বেগম (৩০), তার মেয়ে তানজিলা (১০)। এছাড়া তাসলিমা ছিলেন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। হাসপাতালে ভর্তির পরদিন ২৮ এপ্রিল মারা যান সিমা আক্তার। ২৯ এপ্রিল মারা যান তাসলিমা, ৩ মে সকালে শিশু আয়ান। তার একদিন পর মা পারভিন আক্তার মারা যান। সর্বশেষ ৪ মে রাতে মারা গেলো শিশু তানজিলা। নিহত পারভিনের স্বামী মাজহারুল ইসলাম জানান, তারা ওই বাসায় ভাড়া থাকতেন। ঘটনার সময় তিনি বাইরে ছিলেন। তিনি বলেন, যতটুকু জানতে পেরেছি, সিলিন্ডারের লিকেজ থেকে ঘরে গ্যাস জমে ছিল। চুলায় আগুন জ্বালাতে গেলে বিস্ফোরণ ঘটে। পরে বিস্ফোরণের পর প্রতিবেশীরা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সবাই দগ্ধ হয়।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য