ঢাকা , শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ , ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সুষ্ঠু ভোটের পরিবেশ চান সাধারণ শিক্ষার্থীরা তারেক রহমান-বাবর খালাস আস্থার সংকটে প্রশাসন ও অর্থনীতি অন্তর্বর্তী সরকারের দায়হীন কর্মকাণ্ডে বিপন্ন মানবাধিকার ক্ষমতা বদলের জন্য জুলাই বিপ্লব হয়নি- জামায়াত গাইবান্ধায় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ ধূমপান নিয়ে তর্ক, পরিবহন কাউন্টারে হামলা-ভাঙচুর দুদকের মামলায় খালাস মীর নাসির ও মীর হেলাল রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানকে এগিয়ে আসার আহ্বান স্বর্ণ ব্যবসায়ীরাই টার্গেট ডাকাতদের গ্রেফতার ৭ আদাবরে পুলিশের ওপর হামলা কারাগারে ১১ আসামি নির্বাচন না হলে অনাকাক্সিক্ষত পরিস্থিতি তৈরি হবে- সাইফুল হক প্রধান শিক্ষকের ২১৬৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল দাবি ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৭ সিদ্ধান্তহীনতায় আটকে আছে পরিবহন চালকদের বিশ্রামাগার তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার কোনো বিকল্প নেই ভেজাল ওষুধ সেবনে বাড়ছে মৃত্যুর হার পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত পোরশায় বিএনপি'র উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রাজধানীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
প্রতিপক্ষকে হেনস্তা

ভাই-বোন সিন্ডিকেটের বিরুদ্ধে বসতবাড়ি দখলের অভিযোগ

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০১:১২:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০১:১২:৩৩ অপরাহ্ন
ভাই-বোন সিন্ডিকেটের বিরুদ্ধে বসতবাড়ি দখলের অভিযোগ
রাজধানীর ডেমরায় ব্যক্তি মালিকানাধীন বসতবাড়ি দখল অপচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় ভাই-বোন সিন্ডিকেটের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী ৪ পরিবারের পক্ষে অভিযুক্ত সোহরাব গংদের বিরুদ্ধে ডেমরা থানায় গত ৫ মে রাতে জিডি করেন (জিডি নং ২৮৪, ৫-৫-২০২৫) মিনহাজ ইফতেখার নামে এক ব্যবসায়ী। গত ৩ মে শুকরশী এলাকার ওয়াহিদুজ্জামান গংদের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। এদিকে সোহরাব গংদের মধ্যে অভিযুক্তরা হলেন, ওই এলাকার মৃত হামিদ ভূঁইয়ার ছেলে মো. মোজাম্মেল হক ভূঁইয়া, মো. রফিক ভূঁইয়া, মো. আক্তার ভূঁইয়া, মো. সোহরাব ভূঁইয়া, মেয়ে হনুফা বেগম ওরফে শেফালী বেগম ও হাসিনা বেগম, রহিমা খাতুন ও সালমা খাতুনসহ অজ্ঞাতনামা ৩-৪ জন। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালীদের মদদে অভিযুক্তরা সুকুরশী এলাকার ৫-৬ পরিবারসহ স্থানীয় শিল্প কারখানাও জিম্মি রাখার অপচেষ্টা করে। এক্ষেত্রে প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হেনস্থাসহ আর্থিক সুবিধা নেয়ার একাধিক অভিযোগ রয়েছে ওই সিন্ডিকেটের বিরুদ্ধে। শুকুরসি এলাকায় বসবাস না করায় তাদের খুঁজে পাওয়াও যায় না। বসতবাড়ির মালিক ভুক্তভোগী হাজী ওয়াহিদুজ্জামান, মুরাদ, মিনহাজ ও শরীফ জানান, বিগত ১৯৭৯ সালের ২০ সেপ্টেম্বর অভিযুক্তদের মা মোছা. সিরিয়া বেগমের কাছ থেকে ওই বসতবাড়ি ক্রয় করেন তৎকালীন ব্যবসায়ী মৃত আফির উদ্দিন। এক্ষেত্রে আদালতের নির্দেশে ১৯৭৮ সালের ২৩ মার্চ উক্ত না-বালক, না-বালিকা অভিযুক্তদের অভিভাবক নিযুক্ত হন তাদের মা সিরিয়া বেগম। পরবর্তীতে তিনি আইনি সক্ষমতায় আফির উদ্দিনের কাছে উক্ত বসতবাড়ি সহ অন্যান্য জমি বিক্রি করেন বিভিন্ন ক্রেতাদের কাছে। ভুক্তভোগীরা আরও জানান, অভিযুক্তরা পিতার মৃত্যু সনদ ও বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র জাল জালিয়াতি করে তাদের মা-বাবার কাছ থেকে ক্রয়কৃত সম্পদের মালিকদের নানা কৌশলে হেনস্তা করে আর্থিক সুবিধা নেয়ার জন্য। আর তাদের জালিয়াতির বিষয়ে আদালতকে অবগত করা হয়েছে। তাই আদালত থেকে অস্থায়ী নিষেধাজ্ঞার অনুমতি আনতে বারবার ব্যর্থ হয় তারা। বিষয়টি সত্যতা স্বীকার করে ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, সরেজমিন অভিযুক্তদের এলাকায় খুঁজে পাওয়া যায়নি। তারা বহিরাগত বলে জানতে পেরেছি। তাই ওই অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে জমি সংক্রান্ত বিষয়ে আদালত সিদ্ধান্ত দিবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স