ঢাকা , রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫ , ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ও বৈশ্বয়িক নাগরিক সমাজের উদ্বেগ হাজার কোটি টাকা খরচেও বাড়েনি গ্যাসের মজুদ ওসি-এসআই’র ৬ লাখ টাকা আত্মসাতের অডিও ফাঁস আমরা কি জুলাই আন্দোলনে ললিপপ খাচ্ছিলাম- রিজভী আমরা কি জুলাই আন্দোলনে ললিপপ খাচ্ছিলাম- রিজভী চবির আহত দুই শিক্ষার্থীর চিকিৎসার খোঁজ নিলেন স্বাস্থ্য উপদেষ্টা চবির আহত দুই শিক্ষার্থীর চিকিৎসার খোঁজ নিলেন স্বাস্থ্য উপদেষ্টা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মৃত্যুবার্ষিকী পালিত গণশিক্ষা সচিবের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা জুলাই ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িত যুবলীগ নেতা গ্রেফতার জমজমাট প্রচারণায় উৎসবমুখর ক্যাম্পাস মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে-প্রধান উপদেষ্টা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ন্যায়বিচার-মানবিক মর্যাদা রক্ষায় মুহাম্মদ (সা.) আমাদের জন্য অনন্য আদর্শ-প্রধান বিচারপতি পেশাগত দায়িত্বপালনে মৃত্যু ঝুঁকিতে গণমাধ্যমকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নানা শঙ্কা মৎস্য খাতে দেশের বিজ্ঞানীদের অবদান গর্ব করার মতো- প্রাণিসম্পদ উপদেষ্টা বেশির ভাগ সময়ই বন্ধ রেলের কংক্রিট সিøপার কারখানা টেকনাফে ২ রোহিঙ্গা ডাকাত গ্রেফতার স্কুলে সংগীত শিক্ষক নিয়োগে কঠোর হুঁশিয়ারি হেফাজতের

‘অপারেশন সিঁদুর’কে সমর্থন দিলেন আকাশ চোপড়া-গৌতম গম্ভীর

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০৮:০৮:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০৮:০৮:২০ অপরাহ্ন
‘অপারেশন সিঁদুর’কে সমর্থন দিলেন আকাশ চোপড়া-গৌতম গম্ভীর
পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের হামলাকে সমর্থন জানিয়েছেন ভারতীয় সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর ও আকাশ চোপড়া। নিজেদের অবস্থান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তারা। গত মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি স্থাপনায় হামলা চালায় ভারত। এই হামলাকে ‘অপারেশন সিঁদুর’ নাম দেয় ভারতের সশস্ত্র বাহিনী। পাকিস্তানে হামলা চালানোয় ভারতীয় বাহিনীকে ‘স্যালুট’ জানান গম্ভীর-আকাশ চোপড়া। তারা ভারতের বাহিনীর সমর্থনে ‘জয় হিন্দ’ স্লোগান তোলেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে গম্ভীর লেখেন, ‘জয় হিন্দ’। ওই পোস্টে একটি ছবিও যোগ করেন, যা ভারতীয় সেনাবাহিনী কর্তৃক ইনস্টাগ্রামে প্রকাশিত ছবি। যেখানে লেখা- ‘অপারেশন সিঁদুর’। গম্ভীর-আকাশদের সঙ্গে সুর মিলিয়েছেন ভারতের আরও কয়েকজন ক্রিকেটার। তাদের অন্যতম হলেন- প্রাগইয়ান ওঝা ও কলকাতা নাইট রাইডার্সের ম্পিনার বরুণ চক্রবর্তী। সবাই ‘অপারেশন সিঁদুর’ লেখা সেই ছবিটি নিজেদের স্যোসাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন। গত মঙ্গলবার পাকিস্তানের পাঞ্চাব ও আজাদ কাশ্মীরের ৬টি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এই হামলায় নারী ও শিশুসহ পাকিস্তানের ৮ জন বেসামরিক নাগরিক নিহত ও ৩৫ জন আহত হয়। ভারতের এই হামলাকে কাপুরুষোচিত বলে মন্তব্য করেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ভারতের হামলার জবাবে রাতেই পাল্টা হামলা চালায় পাকিস্তান। দেশটির সেনাবাহিনী দাবি করে, তারা হামলায় অংশ নেওয়া ভারতের পাঁচটি জঙ্গি বিমান ভূপাতিত করেছে। কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর ও তল্লাশিচৌকি গুঁড়িয়ে দিয়েছে। ভারতের সেনাবাহিনী বলছে, কাশ্মীরে পাকিস্তানি সেনাদের ছোড়া গোলার আঘাতে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর আগে গেল ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। পাকিস্তান ভারতের এই দাবি অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায়। এরপরই দু’দেশের পাল্টাপাল্টি অভিযোগে উত্তেজনা বাড়তে থাকে। যার সর্বশেষ পরিণতি গত মঙ্গলবার রাতের হামলা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স