ঢাকা , মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ , ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আমতলীতে বিএনপি'র ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন আর্থিক অন্তর্ভুক্তি ও রাজস্ব আহরণে ধস জুলাই আহতরা এখনো হাসপাতালে মানসিকভাবে বিপর্যয়ে ৬৭ শতাংশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪২৯ ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ শনাক্তে ডিসি-ইউএনও অফিসে টাঙানো হচ্ছে তালিকা তৃতীয় ধাপে এনসিপিসহ ৮২ দলকে চিঠি দিচ্ছে ইসি দেশের ইতিহাসে প্রথমবার ‘নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ -দেবপ্রিয় ভট্টাচার্য উচ্চকক্ষ নিয়ে দুদিনের মধ্যে সিদ্ধান্ত-আলী রীয়াজ দলের প্রধান হলে প্রধানমন্ত্রী হওয়া যাবে না- এটা গণতন্ত্রবিরোধী-সালাহউদ্দিন শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক, মানুষ তাকে ক্ষমা করবে না-মির্জা ফখরুল ১১০৫ কোটি টাকা ভূমি উন্নয়ন কর আদায়-আলী ইমাম মজুমদার পরিস্থিতির কারণে গোপালগঞ্জে গুলি করেছে সেনাবাহিনী-স্বরাষ্ট্র উপদেষ্টা অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার পার্বত্য অঞ্চল নিয়ে দেয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন সারজিস দুর্গাপুরে দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার সৎ মা-মেয়ে হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড চট্টগ্রাম বন্দরের সার্ভিস চার্জের ভাগ চায় চসিক বিএনপি হলো ছ্যাঁচড়া চাঁদাবাজ- ফয়জুল করীম ৪০ বছরের ব্যবসায় এমন সংকট দেখিনি : এ কে আজাদ স্ত্রী-সন্তান-শিক্ষার্থীদের দিয়ে খাতা দেখালে ২ বছর জেল

ক্ষমা চাইলেন রিশাদ হোসেন

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৭:১৫:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৭:১৫:৫৪ অপরাহ্ন
ক্ষমা চাইলেন রিশাদ হোসেন
প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে গিয়েছিলেন রিশাদ হোসেন। কিন্তু পাকিস্তান ফ্র্যাঞ্জাইজি লিগে প্রথম মৌসুমেই বাজে অভিজ্ঞতা হলো এই টাইগার লেগস্পিনারের। খেলার মাঠে সবকিছু ঠিকঠাকই ছিল। লাহোর কালান্দার্সের হয়ে রিশাদও ভালো খেলেছেন। ৫ ম্যাচে শিকার করেছেন ৯ উইকেট। কিন্তু বিপত্তি বাধিয়েছে যুদ্ধ। রিশাদরা যখন খেলায় মত্ত, তখনই শুরু হয় পাকিস্তান-ভারত সামরিক উত্তেজনা। দু’দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। সংঘাতের জেরে গত শুক্রবার এক সপ্তাহের জন্য স্থগিত করা হয় আইপিএল। কয়েক ঘণ্টা পর পিএসএল মুলতবি ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওইদিন রাতেই বিদেশি ক্রিকেটারদের আরব আমিরাত সরিয়ে নেয় পিসিবি। দুবাই বিমানবন্দরে অবতরণ করে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় পাকিস্তানে বিভীষিকাময় দিনগুলোর অভিজ্ঞতা বর্ণনা করেন বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেন। সাক্ষাৎকারে পাকিস্তানের সার্বিক পরিস্থিতি ও লাহোরে কালান্দার্সে তার সতীর্থদের আতংক নিয়ে কথা বলতে গিয়ে বেফাঁস মন্তব্য করেন রিশাদ। ২২ বছর বয়সী এই স্পিনারের মন্তব্য নিয়ে ক্রিকেটপাড়ায় শুরু হয় আলোচনা-সমালোচনা। সতীর্থ ড্যারিল মিচেল ও টম কারেনকে নিয়ে করা সেই মন্তব্যের জেরে এবার ক্ষমা চেয়েছেন রিশাদ। ফেসবুকে এক পোস্টে কারেন ও মিচেলের কাছে নিঃশর্ত ক্ষমা চান তিনি। রিশাদ লেখেন, ‘আমি জানি, আমার একটি সাম্প্রতিক মন্তব্য বিভ্রান্তির সৃষ্টি করেছে এবং দুর্ভাগ্যবশত এটি মিডিয়াতে ভুলভাবে উপস্থাপিত হয়েছে। যার ফলে একটি ভুল ধারণা তৈরি হয়েছে।’ তিনি আরও লেখেন, ‘এই মন্তব্যটি আমি বাংলাদেশের কয়েকজন সাংবাদিকের সাথে দুবাই বিমানবন্দরে ট্রানজিট অবস্থায় একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকারে দিয়েছিলাম। মন্তব্যটি পূর্ণ প্রেক্ষাপট ছাড়া ছিল এবং অনিচ্ছাকৃতভাবে অনুভূতিগুলোকে অতিরঞ্জিত করে তুলেছিল।’ মিচেল-কারেনের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে রিশাদ লেখেন, ‘আমি যেকোনো ভুল বোঝাবুঝির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি ড্যারিল মিচেল এবং টম কারানকে নিঃশর্তভাবে দুঃখ প্রকাশ করেছি। আমি আমার সতীর্থদের প্রতি গভীর শ্রদ্ধা এবং কালান্দার্স পরিবারের মূল্যবোধকে খুবই গুরুত্ব দিই। যেকোনো পরিস্থিতিতে আমরা একে অপরের পাশে থাকি।’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থায় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পর ফের পিএসএল শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে। পিএসএল আবার শুরু হলে খেলার ইচ্ছে প্রকাশ করে রিশাদ বলেন, ‘আমি পাকিস্তান সুপার লিগ পুনরায় শুরু হলে আমার দলের সাথে যোগ দেওয়ার অপেক্ষায় আছি।’ এর আগে রিশাদ বলেছিলেন, ‘বিদেশি খেলোয়াড়দের মধ্যে স্যাম বিলিংস, ড্যারিল মিচেল, কুশল পেরেরা, ডেভিস ভিসা, টম কারেন...তারা সবাই আতঙ্কিত হয়ে পড়েছিল। মিচেল আমাকে বলেছিল, সে আর কখনো পাকিস্তানে যাবে না। টম কারেন বাচ্চাদের মতো কাঁদছিল। তাকে দুই-তিনজন মিলে সামলাতে হয়েছিল।’
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ