ঢাকা , মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ , ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
তরবারি হাতে উমা থারম্যানের প্রত্যাবর্তন: ‘দ্য ওল্ড গার্ড ২’-এ নতুন চরিত্রে চমক জোভান-আইশার ‘আবেগ’: পর্দায় বাস্তব জীবনের ছোঁয়া ওয়েব ফিল্মে প্রথমবার সাদিয়া ইসলাম মৌ, ‘গহীন অতল’ নিয়ে নতুন যাত্রা ‘সিরিয়াল কিসার’ ইমরান: ঘনিষ্ঠ দৃশ্যে স্ত্রীর আপত্তি, তবুও মেনে নিয়েছে পরিবার সুস্থ হয়ে বাসায় ফিরলেন লালন শিল্পী ফরিদা পারভীন বিএনপি নেতা শামীম আসার সংবাদ পেয়ে পাথরঘাটা-বামনায় একদিকে উৎসবের আমেজ, অন্যদিকে বইছে হতাশার কালোমেঘ বিকট শব্দের পর আগুন, মুহূর্তেই ঝলসে যায় আমার মুখ নাতনিকে হারিয়ে আহাজারি আমার কলিজারে আজরাইলে নিছে সিএমএইচে মৃত্যুকে আলিঙ্গন করলেন পাইলট শিক্ষক-শিক্ষার্থীদের বর্ণনায় বিভীষিকাময় মুহূর্ত এফ-৭ : কী আছে এই চীনা যুদ্ধবিমানে? বিমানটি ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নিতে চেয়েছিলেন পাইলট বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত ভারত : মোদি আহতদের চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন প্রধান উপদেষ্টা ২০ জনের মৃত্যু আহত দেড় শতাধিক আমতলীতে বিএনপি'র ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন আর্থিক অন্তর্ভুক্তি ও রাজস্ব আহরণে ধস জুলাই আহতরা এখনো হাসপাতালে মানসিকভাবে বিপর্যয়ে ৬৭ শতাংশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪২৯ ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ শনাক্তে ডিসি-ইউএনও অফিসে টাঙানো হচ্ছে তালিকা

জগন্নাথপুরে সমলয়ে আবাদকৃত বোরো ধান কর্তন উৎসব

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৯:৫৭:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৯:৫৭:৩১ অপরাহ্ন
জগন্নাথপুরে সমলয়ে আবাদকৃত বোরো ধান কর্তন উৎসব
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
জগন্নাথপুরে সরকারিভাবে ভর্তুকি দিয়ে সমলয়ে আবাদকৃত বোরো ধান কর্তন উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২০২৪/২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বাস্তবায়িত সমলয় চাষাবাদের ব্লক প্রদশর্নীর বোরো ধান কম্বাইন হারভেস্টার যন্ত্রের সাহায্যে কর্তন উপলক্ষে ধান কর্তন উৎসব ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার দুপুরে জগন্নাথপুর উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাংগিয়ারগাঁও গ্রামের মাঠে এ উৎসব ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ। জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদের সভাপতিত্বে ও কৃষি অফিসের তপন চন্দ্র শীলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া। বক্তব্য রাখেন, প্যানেল চেয়ারম্যান আবদুল হাসিম, প্রবীণ মুরব্বি আবদুল হান্নান, যুবদল নেতা জহিরুল ইসলাম লেবু, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, সাংবাদিক হুমায়ূন কবির ফরিদী, কৃষক আংগুর মিয়া, জহিরুল ইসলাম, ছুরুক মিয়া প্রমুখ।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ বলেন, দেশের খাদ্যের স্বয়ংসম্পন্নতা অর্জনে উৎপাদন বৃদ্ধি করতে হবে। কৃষিকে বাঁচিয়ে রাখতে বৈজ্ঞানিক পদ্ধতিতে জমি চাষাবাদ করতে হবে। সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, দেশের সব থেকে বেশি পতিত জমি সিলেট অঞ্চলে। এসব পতিত জমি আবাদের আওতায় আনতে সবার সমন্বিত সহযোগিতা প্রয়োজন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ