ঢাকা , মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ , ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সমু চৌধুরীর হাসির নাটক ‘নামে চালাক কামে বোকা’ ছুটি কাটাতে গিয়ে স্রোতের টানে প্রাণ হারালেন মার্কিন অভিনেতা ম্যালকম-জামাল ওয়ার্নার বাংলাদেশে প্রথমবার পারফর্ম করবেন বিশ্বখ্যাত ডিজে জাই উলফ তরবারি হাতে উমা থারম্যানের প্রত্যাবর্তন: ‘দ্য ওল্ড গার্ড ২’-এ নতুন চরিত্রে চমক জোভান-আইশার ‘আবেগ’: পর্দায় বাস্তব জীবনের ছোঁয়া ওয়েব ফিল্মে প্রথমবার সাদিয়া ইসলাম মৌ, ‘গহীন অতল’ নিয়ে নতুন যাত্রা ‘সিরিয়াল কিসার’ ইমরান: ঘনিষ্ঠ দৃশ্যে স্ত্রীর আপত্তি, তবুও মেনে নিয়েছে পরিবার সুস্থ হয়ে বাসায় ফিরলেন লালন শিল্পী ফরিদা পারভীন বিএনপি নেতা শামীম আসার সংবাদ পেয়ে পাথরঘাটা-বামনায় একদিকে উৎসবের আমেজ, অন্যদিকে বইছে হতাশার কালোমেঘ বিকট শব্দের পর আগুন, মুহূর্তেই ঝলসে যায় আমার মুখ নাতনিকে হারিয়ে আহাজারি আমার কলিজারে আজরাইলে নিছে সিএমএইচে মৃত্যুকে আলিঙ্গন করলেন পাইলট শিক্ষক-শিক্ষার্থীদের বর্ণনায় বিভীষিকাময় মুহূর্ত এফ-৭ : কী আছে এই চীনা যুদ্ধবিমানে? বিমানটি ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নিতে চেয়েছিলেন পাইলট বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত ভারত : মোদি আহতদের চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন প্রধান উপদেষ্টা ২০ জনের মৃত্যু আহত দেড় শতাধিক আমতলীতে বিএনপি'র ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন আর্থিক অন্তর্ভুক্তি ও রাজস্ব আহরণে ধস

আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন মিরাজ

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ০৮:৩৩:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ০৮:৩৩:৩৭ অপরাহ্ন
আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন মিরাজ
ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। তৃতীয় বাংলাদেশি হিসেবে এই পুরস্কার জিতলেন টাইগার অলরাউন্ডার। মিরাজের আগে বাংলাদেশ থেকে সর্বশেষ আইসিসির মাসসেরা ক্রিকেটার হয়েছিলেন সাকিব আল হাসান। সেটিও আবার দুই বছর আগে ২০২৩ সালে। বাঁহাতি অলরাউন্ডার এই পুরস্কার জিতেছিলেন ওই বছরের মার্চে। সাকিব ও মিরাজের আগে প্রথম বাংলাদেশি হিসেবে মাসসেরার সম্মাননা পেয়েছিলেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। এবার ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে এই পুরস্কার অর্জন করেন মিরাজ। অসাধারণ পারফরম্যান্সের সুবাদে প্রথমবারের মতো আইসিসি টেস্ট অলরাউন্ডার র?্যাংকিংয়ে দুই নম্বরে উঠে আসেন তিনি। ২৭ বছর বয়সী মিরাজ সিরিজসেরা খেলোয়াড় নির্বাচিত হন। জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টে ১৫ উইকেট নেন, যার মধ্যে তিনবার ফাইফার (৫ উইকেট) পূর্ণ করেন। দ্বিতীয় টেস্টে চট্টগ্রামে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি (১০৪ রান) করেন। ওই ম্যাচ বাংলাদেশ ইনিংস ও ১০৬ রানে জিতে সিরিজ ১-১ সমতায় শেষ করে। চট্টগ্রাম টেস্টে ম্যাচসেরা হওয়া মিরাজ এই পুরস্কার জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি এবং নিউজিল্যান্ডের বেন সিয়ার্সকে হারিয়ে জেতেন। সম্মননা পেয়ে মিরাজ বলেন, ‘আইসিসি মাসসেরা পুরুষ ক্রিকেটার হওয়া সত্যিই অবিশ্বাস্য সম্মান। আইসিসি পুরস্কার যেকোনো ক্রিকেটারের জন্য চূড়ান্ত স্বীকৃতি। বিশ্বজুড়ে ভক্তদের ভোটে এই পুরস্কার পাওয়া আমার জন্য অনেক অর্থবহ। ২০১৬ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হওয়া আমার ক্যারিয়ারের শুরুতে বিশাল অনুপ্রেরণা ছিল। আর এই পুরস্কার ঠিক ততটাই বিশেষ।’ টাইগার অলরাউন্ডার আরও বলেন, ‘আমি সত্যিই আনন্দিত। এই পুরস্কার আমাকে আরও অনুপ্রাণিত করবে যাতে আমি বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে আরও সাফল্য এনে দিতে পারি। আমরা ক্রিকেটাররা স্বপ্ন দেখি পারফর্ম করার, মানুষের মুখে হাসি ফোটানোর। আইসিসির এমন স্বীকৃতি আমাকে আরও কঠোর পরিশ্রম করতে এবং ধারাবাহিকভাবে দেশের হয়ে ভালো খেলতে উৎসাহিত করে। আমি আমার সতীর্থ, কোচ এবং ভক্তদের ধন্যবাদ জানাই-এই পুরস্কার তাদের সবার।’ নারী ক্যাটাগরিতে এই পুরস্কার জেতেন স্কটল্যান্ডের অধিনায়ক ক্যাথরিন ব্রাইস।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ