ঢাকা , মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ , ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আমতলীতে বিএনপি'র ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন আর্থিক অন্তর্ভুক্তি ও রাজস্ব আহরণে ধস জুলাই আহতরা এখনো হাসপাতালে মানসিকভাবে বিপর্যয়ে ৬৭ শতাংশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪২৯ ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ শনাক্তে ডিসি-ইউএনও অফিসে টাঙানো হচ্ছে তালিকা তৃতীয় ধাপে এনসিপিসহ ৮২ দলকে চিঠি দিচ্ছে ইসি দেশের ইতিহাসে প্রথমবার ‘নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ -দেবপ্রিয় ভট্টাচার্য উচ্চকক্ষ নিয়ে দুদিনের মধ্যে সিদ্ধান্ত-আলী রীয়াজ দলের প্রধান হলে প্রধানমন্ত্রী হওয়া যাবে না- এটা গণতন্ত্রবিরোধী-সালাহউদ্দিন শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক, মানুষ তাকে ক্ষমা করবে না-মির্জা ফখরুল ১১০৫ কোটি টাকা ভূমি উন্নয়ন কর আদায়-আলী ইমাম মজুমদার পরিস্থিতির কারণে গোপালগঞ্জে গুলি করেছে সেনাবাহিনী-স্বরাষ্ট্র উপদেষ্টা অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার পার্বত্য অঞ্চল নিয়ে দেয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন সারজিস দুর্গাপুরে দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার সৎ মা-মেয়ে হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড চট্টগ্রাম বন্দরের সার্ভিস চার্জের ভাগ চায় চসিক বিএনপি হলো ছ্যাঁচড়া চাঁদাবাজ- ফয়জুল করীম ৪০ বছরের ব্যবসায় এমন সংকট দেখিনি : এ কে আজাদ স্ত্রী-সন্তান-শিক্ষার্থীদের দিয়ে খাতা দেখালে ২ বছর জেল

ভারতে না ফেরার সিদ্ধান্ত নিলেন ফ্রেজার-ম্যাকগার্ক

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ০৯:২০:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ০৯:২০:০১ অপরাহ্ন
ভারতে না ফেরার সিদ্ধান্ত নিলেন ফ্রেজার-ম্যাকগার্ক
আইপিএলের বাকি অংশ খেলতে ভারতে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। দ্বিতীয় বিদেশি খেলোয়াড় হিসেবে এ সিদ্ধান্ত নেন তিনি। এর আগে আগামী ১৭ মে থেকে পুনরায় শুরু হতে যাওয়া এই আসর থেকে প্রথম বিদেশি নাম হিসেবে সরে দাঁড়িয়েছেন চেন্নাই সুপার কিংসের ইংলিশ ক্রিকেটার জেমি ওভারটন। ফ্রেজার-ম্যাকগার্ককে ২০২৪ সালের মেগা নিলামে ৯ কোটি ভারতীয় রুপিতে (প্রায় ১.০৭ মিলিয়ন মার্কিন ডলার) দলে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজিকে ইতোমধ্যেই না ফেরার বিষয়টি জানিয়ে দিয়েছেন অসি টপঅর্ডার। আইপিএলের গত আসরে মৌসুমের শেষ দিকে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করে দিল্লির গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে উঠেছিলেন ফ্রেজার-ম্যাকগার্ক। তবে এবার ব্যাট হাতে খারাপ পারফরম্যান্সের কারণে মৌসুমের মাঝপথেই দিল্লির কাছে কার্যত অপ্রয়োজনীয় হয়ে পড়েন তিনি। ২৩ বছর বয়সী এই ওপেনার দিল্লির হয়ে প্রথম ৬ ম্যাচে খেলেন। যার মধ্যে পাঁচ ম্যাচেই এক অঙ্কে আটকে যান। তার সর্বোচ্চ ইনিংস ছিল ৩৮ রানের।আর মোট রান মাত্র ৫৫। যে কারণে পরের ম্যাচগুলোতে তাকে বেঞ্চে বসিয়ে রাখা হয়। পারফরম্যান্স খারাপ হলেও ফ্রেজার-ম্যাকগার্কের না ফেরার সিদ্ধান্ত দিল্লির নেতিবাচক প্রভাব ফেলবে। কারণ প্লে-অফের দৌড়ে থাকা ফ্র্যাঞ্জাইজিটি তাদের প্রথম একাদশে থাকা একাধিক বিদেশি খেলোয়াড়কে ফেরানোর বিষয়ে এখনো অনিশ্চিত। অনিশ্চয়তার তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ান বাঁহাতি পেসার মিচেল স্টার্ক এবং দক্ষিণ আফ্রিকার দুই খেলোয়াড় ফাফ ডু প্লেসি ও ট্রিস্টান স্টাবস। স্টাবস দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের সদস্য। ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অংশ নিতে দলের সঙ্গে ইংল্যান্ড সফরে যাওয়ার কথা তার। ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) জানিয়েছে, যারা এই ফাইনালে অংশ নেবে, তাদের প্রাথমিক এনওসি অনুযায়ী ২৫ মে পর্যন্তই আইপিএলে খেলার অনুমতি আছে, যেটি আইপিএলের প্রাথমিক নির্ধারিত ফাইনাল তারিখ। পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনা না হলে, অর্থাৎ স্বাভাবিকভাবে আইপিএল চললে ২৫ মে ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হওয়ার কথা ছিল। তবে পাকিস্তানের সঙ্গে পাল্টাপাল্টি হামলার জেরে এক সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যুদ্ধবিরতির পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক মনে হওয়ায় গতকাল নতুন সূচি ঘোষণা করে আইপিএল কর্তৃপক্ষ। নতুন সূচি অনুসারে, মাঝখানে ৯ দিন বিরতির পর আগামী ১৭ মে থেকে ফের শুরু হতে যাচ্ছে আইপিএলের এবারের আসর। যার ফাইনাল ৩ জুন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ