ঢাকা , মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ , ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সমু চৌধুরীর হাসির নাটক ‘নামে চালাক কামে বোকা’ ছুটি কাটাতে গিয়ে স্রোতের টানে প্রাণ হারালেন মার্কিন অভিনেতা ম্যালকম-জামাল ওয়ার্নার বাংলাদেশে প্রথমবার পারফর্ম করবেন বিশ্বখ্যাত ডিজে জাই উলফ তরবারি হাতে উমা থারম্যানের প্রত্যাবর্তন: ‘দ্য ওল্ড গার্ড ২’-এ নতুন চরিত্রে চমক জোভান-আইশার ‘আবেগ’: পর্দায় বাস্তব জীবনের ছোঁয়া ওয়েব ফিল্মে প্রথমবার সাদিয়া ইসলাম মৌ, ‘গহীন অতল’ নিয়ে নতুন যাত্রা ‘সিরিয়াল কিসার’ ইমরান: ঘনিষ্ঠ দৃশ্যে স্ত্রীর আপত্তি, তবুও মেনে নিয়েছে পরিবার সুস্থ হয়ে বাসায় ফিরলেন লালন শিল্পী ফরিদা পারভীন বিএনপি নেতা শামীম আসার সংবাদ পেয়ে পাথরঘাটা-বামনায় একদিকে উৎসবের আমেজ, অন্যদিকে বইছে হতাশার কালোমেঘ বিকট শব্দের পর আগুন, মুহূর্তেই ঝলসে যায় আমার মুখ নাতনিকে হারিয়ে আহাজারি আমার কলিজারে আজরাইলে নিছে সিএমএইচে মৃত্যুকে আলিঙ্গন করলেন পাইলট শিক্ষক-শিক্ষার্থীদের বর্ণনায় বিভীষিকাময় মুহূর্ত এফ-৭ : কী আছে এই চীনা যুদ্ধবিমানে? বিমানটি ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নিতে চেয়েছিলেন পাইলট বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত ভারত : মোদি আহতদের চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন প্রধান উপদেষ্টা ২০ জনের মৃত্যু আহত দেড় শতাধিক আমতলীতে বিএনপি'র ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন আর্থিক অন্তর্ভুক্তি ও রাজস্ব আহরণে ধস

আনচেলত্তিকে নিয়ে অসন্তুষ্ট ব্রাজিল প্রেসিডেন্ট!

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ০৯:২১:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ০৯:২১:৩০ অপরাহ্ন
আনচেলত্তিকে নিয়ে অসন্তুষ্ট ব্রাজিল প্রেসিডেন্ট!
রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে নিয়োগের ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, জাতীয় দলকে কোচিং করাতে বিদেশিদের প্রয়োজন নেই। গত সোমবার আনুষ্ঠানিকভাবে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেন আনচেলত্তি। ১৯৬৫ সালের পর সেলেসাওদের প্রথম বিদেশি কোচ তিনি। আগামী বছর বিশ্বকাপ জয়ের লক্ষ্যে দলকে প্রস্তুত করবেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। আনচেলত্তিকে নিয়োগ দিতে কম লড়াই করতে হয়নি ব্রাজিল ফুটবল ফেডারেশনকে। অবশেষে যখন রিয়ালের এই কোচকে পেয়ে গেল ব্রাজিল, তখনই রহস্যজনক মন্তব্য করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা। চীনে সাংবাদিকদের লুলা বলেন, সত্যি বলতে, আমি বিদেশি হওয়া নিয়ে কিছু বলছি না... তবে আমি মনে করি, আমাদের দেশে এমন কোচ রয়েছেন, যারা সেলেসাওদের পরিচালনা করার যোগ্য। লুলার করা মন্তব্যের একটি ভিডিও ব্রাজিলিয়ান মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যা নিয়ে আলোচনা শুরু হয়েছে লাতিন আমেরিকার দেশটিতে। আনচেলত্তির নিয়োগ অপছন্দ নাকি দেশীয় কোচদের সক্ষমতা বোঝাতে এমনটি বলেছেন লুলা, তা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। ফুটবলের একজন আগ্রহী অনুসারী হিসেবে লুলা অতীতেও আনচেলত্তিকে নিয়োগ দেওয়ার সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন, যা কয়েক বছর ধরেই আলোচনায় ছিল। ২০২৩ সালে লুলা বলেছিলেন, ‘তিনি (আনচেলত্তি) কখনোই ইতালির জাতীয় দলের কোচ ছিলেন না.. কেন ইতালির সমস্যাগুলো সমাধান করেন না, যে দল ২০২২ বিশ্বকাপেই কোয়ালিফাই করতে পারেনি?’ তবে গত মঙ্গলবার লুলা আনচেলত্তিকে ‘চমৎকার টেকনিশিয়ান’ হিসেবে বর্ণনা করেন লুলা। বলেন, ‘আমি আশা করি তিনি ব্রাজিল দলকে সাহায্য করতে পারবেন-প্রথমে বিশ্বকাপে কোয়ালিফাই করতে এবং তারপর সম্ভব হলে জয়ী হতে।’ ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন আমেরিকা আঞ্চলিক লড়াইয়ে ব্রাজিল চতুর্থ স্থানে রয়েছে। ১৪ ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সংগ্রহ ২১ পয়েন্ট। যা ইকুয়েডর, উরুগুয়ে এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার চেয়ে কম। উল্লেখ্য, লাতিন আমেরিকার শীর্ষ ৬ দল ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ