ঢাকা , শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ , ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সুষ্ঠু ভোটের পরিবেশ চান সাধারণ শিক্ষার্থীরা তারেক রহমান-বাবর খালাস আস্থার সংকটে প্রশাসন ও অর্থনীতি অন্তর্বর্তী সরকারের দায়হীন কর্মকাণ্ডে বিপন্ন মানবাধিকার ক্ষমতা বদলের জন্য জুলাই বিপ্লব হয়নি- জামায়াত গাইবান্ধায় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ ধূমপান নিয়ে তর্ক, পরিবহন কাউন্টারে হামলা-ভাঙচুর দুদকের মামলায় খালাস মীর নাসির ও মীর হেলাল রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানকে এগিয়ে আসার আহ্বান স্বর্ণ ব্যবসায়ীরাই টার্গেট ডাকাতদের গ্রেফতার ৭ আদাবরে পুলিশের ওপর হামলা কারাগারে ১১ আসামি নির্বাচন না হলে অনাকাক্সিক্ষত পরিস্থিতি তৈরি হবে- সাইফুল হক প্রধান শিক্ষকের ২১৬৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল দাবি ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৭ সিদ্ধান্তহীনতায় আটকে আছে পরিবহন চালকদের বিশ্রামাগার তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার কোনো বিকল্প নেই ভেজাল ওষুধ সেবনে বাড়ছে মৃত্যুর হার পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত পোরশায় বিএনপি'র উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রাজধানীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
সিরাজগঞ্জে ঈদ উল আজহায় সাড়ে ৬ লাখ পশু ক্রেতার অপেক্ষায়

সড়ক ও নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০১:০৮:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০১:০৮:৩৩ অপরাহ্ন
সড়ক ও নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা
* সড়ক পথের চেয়ে নদীপথে কোরবানির গরু পরিবহনে ব্যবসায়ীরা বেশি নিরাপদ মনে করে। কারণ, সড়ক পথের চেয়ে নদীপথে পরিবহন ব্যয় কম ও অধিক নিরাপদ। * এবার নৌপথে ডাকাতি, ছিনতাই ও ঘাটে ঘাটে চাঁদা নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা। * অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় জানান, আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ইজারাকৃত পশুর হাট ব্যতীত কোনো ধরনের অস্থায়ী পশুর হাট বসালেই আইনগত ব্যবস্থা নেয়া হবে সিরাজগঞ্জ থেকে নজরুল আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সিরাজগঞ্জ জেলায় এবার প্রায় সাড়ে ৬ লাখ গবাদিপশু কোরবানির জন্য ক্রেতার অপেক্ষায় রয়েছে। এসব পশু নিজ জেলার চাহিদা মিটিয়েও দেশের বিভিন্ন অঞ্চলে নেয়া হবে। বিভিন্ন পরিবহনের মাধ্যমে এসব পশু বিক্রির জন্য নিজ জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলের হাট বাজারে নেয়ার ক্ষেত্রে সড়ক, মহাসড়ক ও নৌপথে পথে পথে ঘাটে ঘাটে অনিরাপত্তা ও হয়রানির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। সদর রতন কান্দি হাটে আসা গরুর ব্যাপারী আব্দুর রহিম, খালেক, ছালামসহ অনেকেই অভিযোগ করে বলেন, সড়ক পথের চেয়ে নদীপথে কোরবানির গরু পরিবহনে ব্যবসায়ীরা বেশি নিরাপদ মনে করে। কারণ, সড়ক পথের চেয়ে নদীপথে পরিবহন ব্যয় কম ও অধিক নিরাপদ। তবে এবার নৌপথে ডাকাতি, ছিনতাই ও ঘাটে ঘাটে চাঁদা নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা। উল্লাপাড়া বোয়ালিয়া ও রায়গঞ্জ চান্দাইকনা পশুর হাটে আসা গরুর ব্যাপারী সোলেমান, আজগর, আলমগীর, সাইদুলসহ অনেকেই অভিযোগ করে বলেন, এসব পশু পরিবহনের ক্ষেত্রে ট্রাক, মিনি ট্রাক, ইন্জিন চালিত নছিমন, করিমন, ভটভটিতে সড়ক মহাসড়ক দিয়ে বিভিন্ন অঞ্চলের হাট বাজারে নিতে গেলে পথে পথে নানা হয়রানি ও চাঁদা দিতে হয়। সেই সাথে ডাকাতি ও ছিনতাই তো রয়েছেই। শাহজাদপুরের জামিরতা বাজারের গরু ব্যবসায়ী মুন্সী আবুল কালাম আজাদ বলেন, যমুনা নদী পথ দিয়ে ইঞ্জিন চালিত নৌকায় ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন পশুর হাটে বেপারীরা গরু ছাগল নিয়ে যায়। এ নৌপথে বিভিন্ন স্থানে কোরবানির আগে অস্থায়ী গরু ছাগলের হাট বসায় তাদেরকে এসকল পশুর হাটে জোর করে থামিয়ে নৌকা থেকে গরু ছাগল নামিয়ে গরু ছাগল বিক্রির জন্য বাধ্য করা হয়। এ কারণে তাদের অধিকাংশ সময় লোকসান গুনতে হয়। এ সব ব্যবসায়ীরা সড়ক, মহাসড়ক ও নৌপথে পশু পরিবহনে হয়রানি বন্ধসহ ডাকাতি-ছিনতাই রোধে নিরাপত্তা প্রদানে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, জেলার ৯ টি উপজেলায় এবার কোরবানির জন্য প্রস্তুত গবাদিপশুর সংখ্যা ৬ লাখ, ৫৫ হাজার ৯ শত। এর মধ্যে ষাঁড়, বলদ ও গাভী রয়েছে ১ লাখ ৮৪ হাজার ৮ শত, ছাগল প্রায় ৪ লাখ, মহিষ ৩ হাজার ৮ শত ৭৫ ও ভেড়া ৬৭ হাজার ৩ শত ৩ টি। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা, এ, কে, এম, আনোয়ারুল হক সবুজ বলেন, জেলায় এবার কোরবানির যোগ্য গবাদিপশুর সংখ্যা ৬৫৫৯০৪। এর প্রায় অর্ধেকই চরাঞ্চলে পালিত হয়েছে। চাহিদা রয়েছে ২৫৯২৪১ টি। অবশিষ্ট ৩৯৬৬৬৩ টি পশু দেশের বিভিন্ন অঞ্চলে নেয়া হবে। তিনি আরও বলেন, যমুনার চরাঞ্চলে পর্যাপ্ত পরিমাণ ঘাস উৎপাদন হওয়ায় জেলার চরাঞ্চলে কোরবানি উপলক্ষে গবাদিপশু পালনে খামারীরা ঝুঁকে পড়ে। প্রাকৃতিক উপায়ে চরাঞ্চলে গরু ছাগল পালন করায় সারা দেশে এ অঞ্চলের গরু ছাগলের ব্যাপক চাহিদা রয়েছে। টাঙ্গাইল অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপার মো, সোহেল রানা জানান, পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে নৌ পথে যাত্রী, পণ্য ও কোরবানির পশু পরিবহনের ক্ষেত্রে নদীতে নিয়মিত টহলের পাশাপাশি ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। যাতে তারা নদী পথে নির্বিঘ্নে চলাচল করতে পারে। সেই সাথে হাট - ঘাটের ইজারাদার, গবাদিপশু ও পণ্য ব্যবসায়ীসহ নদী পথে চলাচলরত সাধারণ মানুষের মাঝে এ সময় বিভিন্নভাবে সচেতন করা হচ্ছে। বগুড়া অঞ্চলের হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ অবৈধ যানে পশু পরিবহন না করার অনুরোধ জানিয়ে বলেন, ঈদ উল আজহা উপলক্ষে উত্তরাঞ্চলের মহাসড়কগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নেয়া হয়েছে। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কিত হওয়ার কারণ নেই। সেই সাথে কোরবানির পশু পরিবহনের ক্ষেত্রে ক্রেতা - বিক্রেতা উভয়কেই সচেতনতা অবলম্বন করে চলতে হবে। নগদ টাকা না নিয়ে ব্যাংকের মাধ্যমে সবাইকে লেনদেন করার অনুরোধ জানান এ কর্মকর্তা। তিনি আরও বলেন, মহাসড়কগুলোতে যে কোনো ধরনের চাঁদাবাজী করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. ফারুক হোসেন এ বিষয়ে বলেন, কোরবানির পশুর হাট কেন্দ্রীক ক্রেতা - বিক্রেতা ও পশু পরিবহনে ডাকাতি, ছিনতাই ও হয়রানি যাতে না ঘটে সে ব্যাপারে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় জানান, আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ইজারাকৃত পশুর হাট ব্যতীত কোনো ধরনের অস্থায়ী পশুর হাট বসালেই আইনগত ব্যবস্থা নেয়া হবে। এবং কোরবানির পশুর হাট কেন্দ্রীক কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সজাগ দৃষ্টি থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য