ঢাকা , মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ , ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সমু চৌধুরীর হাসির নাটক ‘নামে চালাক কামে বোকা’ ছুটি কাটাতে গিয়ে স্রোতের টানে প্রাণ হারালেন মার্কিন অভিনেতা ম্যালকম-জামাল ওয়ার্নার বাংলাদেশে প্রথমবার পারফর্ম করবেন বিশ্বখ্যাত ডিজে জাই উলফ তরবারি হাতে উমা থারম্যানের প্রত্যাবর্তন: ‘দ্য ওল্ড গার্ড ২’-এ নতুন চরিত্রে চমক জোভান-আইশার ‘আবেগ’: পর্দায় বাস্তব জীবনের ছোঁয়া ওয়েব ফিল্মে প্রথমবার সাদিয়া ইসলাম মৌ, ‘গহীন অতল’ নিয়ে নতুন যাত্রা ‘সিরিয়াল কিসার’ ইমরান: ঘনিষ্ঠ দৃশ্যে স্ত্রীর আপত্তি, তবুও মেনে নিয়েছে পরিবার সুস্থ হয়ে বাসায় ফিরলেন লালন শিল্পী ফরিদা পারভীন বিএনপি নেতা শামীম আসার সংবাদ পেয়ে পাথরঘাটা-বামনায় একদিকে উৎসবের আমেজ, অন্যদিকে বইছে হতাশার কালোমেঘ বিকট শব্দের পর আগুন, মুহূর্তেই ঝলসে যায় আমার মুখ নাতনিকে হারিয়ে আহাজারি আমার কলিজারে আজরাইলে নিছে সিএমএইচে মৃত্যুকে আলিঙ্গন করলেন পাইলট শিক্ষক-শিক্ষার্থীদের বর্ণনায় বিভীষিকাময় মুহূর্ত এফ-৭ : কী আছে এই চীনা যুদ্ধবিমানে? বিমানটি ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নিতে চেয়েছিলেন পাইলট বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত ভারত : মোদি আহতদের চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন প্রধান উপদেষ্টা ২০ জনের মৃত্যু আহত দেড় শতাধিক আমতলীতে বিএনপি'র ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন আর্থিক অন্তর্ভুক্তি ও রাজস্ব আহরণে ধস

হাটহাজারীতে অগ্নিকাণ্ডে প্রতিষ্ঠান পুড়ে ছাই

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০২:১৩:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০২:১৩:৪৬ অপরাহ্ন
হাটহাজারীতে অগ্নিকাণ্ডে প্রতিষ্ঠান পুড়ে ছাই
হাটহাজারী প্রতিনিধি হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় একটি প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৬০ লক্ষাধিক টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান প্রতিষ্ঠান মালিক সাইফুল। গতকাল বুধবার সকালে উপজেলার ইছাপুর ফয়জিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকালের দিকে উপজেলার ৮নং মেখল ইউনিয়নের ইছাপুর ফয়জিয়া বাজারের ১নং ওয়ার্ড এলাকায় মো. সাইফুলের মালিকানাধীন ‘মধুবন সুইটস’ নামক প্রতিষ্ঠানে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিযন্ত্রণে আনতে সক্ষম হলেও তার আগেই এই প্রতিষ্ঠানের সমস্ত আসবাবপত্রসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে সময় মতো আগুন নিযন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় ওই প্রতিষ্ঠানের আশে পাশের অসংখ্যা ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায়। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান মালিক সাইফুল গতকাল বুধবার দুপুরের দিকে কাঁন্না জড়িত কন্ঠে এ প্রতিবেদককে বলেন, এ ঘটনায় আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম। অগ্নিকাণ্ডের ঘটনায় আমার ৬০ লক্ষাধিক টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। হাটহাজারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার আবদুল মান্নান গতকাল বুধবার বেলা এগারটার দিকে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি আর ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানানো সম্ভব হবে বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ