ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

‘খলনায়ক’ ইয়াশ দায়ালই বেঙ্গালুরুরের নায়ক

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৪ ০৯:৪৮:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৪ ০৯:৪৮:১০ অপরাহ্ন
‘খলনায়ক’ ইয়াশ দায়ালই বেঙ্গালুরুরের নায়ক ‘খলনায়ক’ ইয়াশ দায়ালই বেঙ্গালুরুরের নায়ক
স্পোর্টস ডেস্ক
শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ৩৫ রানতবে চেন্নাই সুপার কিংসের মূল্য লক্ষ্য আসলে এর অর্ধেকেরও কম৬ বলে ১৭ করলেই নিশ্চিত হয়ে যাবে তাদের প্লে অফে খেলারয়্যাল চ্যালেঞ্জোর্স বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ দু প্লেসি বল তুলে দিলেন ইয়াশ দায়ালের হাতেবাঁহাতি পেসার ওভারের প্রথম বলটি করলেন লো ফুলটসমাহেন্দ্র সিং ধোনি সপাটে চালিয়ে দিলেন ব্যাটবল আছড়ে পড়ল গ্যালারিতেগত মৌসুমের স্মৃতিও যেন উঁকি দিতে শুরু করল! গত আইপিএলে দায়াল ছিলেন গুজরাট টাইটান্সেশেষ ওভারে কলকাতা নাইট রাইডার্সের যখন প্রয়োজন ২৯ রান, বোলিংয়ে আনা হয় তাকেওভারের প্রথম বলে সিঙ্গেল নেন উমেশ ইয়াদাভপরের পাঁচ বলে টানা পাঁচ ছক্কায় কলকাতাকে অবিশ্বাস্য এক জয় এনে দেন রিঙ্কু সিংআইপিএল তো বটেই, ক্রিকেটের ইতিহাসেই অবিস্মরণীয় ম্যাচ সেটিকিন্তু দায়ালের জন্য সেটি ছিল অনাকাক্সিক্ষত এক রাত, দুঃস্বপ্ন হয়ে যা হানা দেয় প্রায়ইএবার যখন প্রথম বলে সেই দায়াল হজম করলেন ছক্কা, গতবারের সেই স্মৃতি ফিরে আসাই স্বাভাবিকশঙ্কায় তার কাবু হয়ে যাওয়াও অস্বাভাবিক নয়বেঙ্গালুরু তখন যেন স্বপ্নভঙ্গের দুয়ারে, প্লে অফে পৌঁছে যাওয়ার আশা উজ্জ্বল চেন্নাইয়ের৫ বলে ১১ রানের সমীকরণ তো এই যুগে নস্যিকিন্তু দায়ালের হৃদয়ে ছিল হয়তো অন্য প্রতিজ্ঞাএটিকেই দেখেছিলেন হয়তো সুযোগ হিসেবে, সেই পাঁচ ছক্কার যন্ত্রণাকে চাপা দেওয়ার সুযোগওভারের দ্বিতীয় বলে আরেকটি বড় শটের চেষ্টায় ধোনি আউট ১৩ বলে ২৫ রান করেপরের বলটি দায়াল করলেন স্লোয়ার, স্রেফ ১০৬ কিলোমিটার গতিরশার্দুল ঠাকুর ব্যাটে-বলেই করতে পারলেন নাচতুর্থ বলে ব্যাটের কানায় লেগে একটি রান নিতে পারলেন শার্দুলদুই বলে প্রয়োজন তখন ১০ রানতখনও খুবই সম্ভবস্ট্রাইকে ফিরেছেন রবীন্দ্র জাদেজা, ২০ বলে ৪২ রান করে যিনি তখন ক্রিজেআর দায়ালের তো এসব মুহূর্তে ভেঙে পড়ার অভিজ্ঞতা আছেই! কিন্তু দায়াল এবার হয়ে উঠলেন বাধার দেয়ালওভার পঞ্চম বলটিও তিনি করলেন স্লোয়ারজাদেজা ব্যাটেই লাগাতে পারলেন নাবিষম ভার যেন নেমে গেল দায়ালেরম্যাচ তখনও শেষ হয়নি, কিন্তু তিনি উদযাপন শুরু করলেন ডানা মেলে ভাসতে ভাসতেছোট্ট উদযাপনের পর ম্যাচের শেষটাও দারুণ করলেন তিনিআরও একটি স্লোয়ার এবং আবারও ব্যাটে লাগাতে ব্যর্থ জাদেজাএবার উদযাপন হলো বুনো, খ্যাপাটে, বাঁধনহারাসেখানে দায়ালের সঙ্গী দু প্লেসি, ভিরাট কোহলিসহ বেঙ্গালুরুর সবাইযে দল প্রথম আট ম্যাচের সাতটিতে হেরে পয়েন্ট তালিকার তলানিতে ছিল, আর একটি ম্যাচে হারলে আনুষ্ঠানিক বিদায়ও হয়ে যেত, সেই দলই অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়ে টানা ছয় জয়ে নাটকীয়ভাবে পৌঁছে গেল প্লে অফে৫৪ রানের ইনিংসের সঙ্গে চোখধাঁধানো এক ক্যাচ নিয়ে এ দিন ম্যাচ সেরা হন ফাফ দু প্লেসিকিন্তু বেঙ্গালুরু অধিনায়ক বললেন, তার চোখে ম্যাচ সেরা ইয়াশ দায়ালশেষ দিকে একটু বেশিই কাছাকাছি চলে গিয়েছিলৃ এমএস (ধোনি) ছিল ক্রিজে, মনে হচ্ছিল, ‘এভাবে আবার চলে যেতে দিতে পারি নাৃ এসব পরিস্থিতিতে সে এতবার সফল হয়েছেৃ.! তবে আজকে আমরা শেষ সময়টায় যেভাবে বোলিং করেছি ভেজা বল নিয়ে ৃ আমরা কয়েক বার চেষ্টা করেছি বল বদলাতেবোলারদের জন্য কাজটা ছিল খুবই কঠিনআমার মতেৃ আমি এই ম্যান অব দা ম্যাচ উৎসর্গ করতে চাই ইয়াশ দায়ালকেআজকে সে যেভাবে বল করেছে, অবিশ্বাস্য ছিল তাতার জন্য এই ভূমিকাটা অনেকটাই নতুনকিন্তু যেভাবে সে শেষ সময়ের চাপ সামলেছে, ম্যান অব দা ম্যাচ তারই প্রাপ্য দু প্লেসি জানালেন, একের পর এক স্লোয়ার ডেলিভারি করা তাদের পরিকল্পনারই অংশ ছিলআমি তাকে বলেছিলাম, এই উইকেটে গতি কমিয়ে নেওয়াই সেরা বিকল্পবলেছিলাম, ‘নিজের স্কিলে ভরসা রাখোখুব ভালো বল করছো, সময়টা উপভোগ করোএই মুহূর্তগুলির জন্যই তো এত অনুশীলন, এত পরিশ্রম করো সে প্রথম বলটি ইয়র্ক করার চেষ্টা করেছিকিন্তু পুরো রাতেই ইয়র্কার খুব একটা কাজে দেয়নিতাকে তখন বললাম গতি কমাতে এবং সে অবিশ্বাস্যরকমের ভালো করেছে ফাইনালেল লড়াইয়ে টিকে থাকার চেষ্টায় আগামী বুধবার এলিমিনেটর ম্যাচে খেলবে বেঙ্গালুরু, প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ