ঢাকা , মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ , ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আমতলীতে বিএনপি'র ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন আর্থিক অন্তর্ভুক্তি ও রাজস্ব আহরণে ধস জুলাই আহতরা এখনো হাসপাতালে মানসিকভাবে বিপর্যয়ে ৬৭ শতাংশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪২৯ ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ শনাক্তে ডিসি-ইউএনও অফিসে টাঙানো হচ্ছে তালিকা তৃতীয় ধাপে এনসিপিসহ ৮২ দলকে চিঠি দিচ্ছে ইসি দেশের ইতিহাসে প্রথমবার ‘নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ -দেবপ্রিয় ভট্টাচার্য উচ্চকক্ষ নিয়ে দুদিনের মধ্যে সিদ্ধান্ত-আলী রীয়াজ দলের প্রধান হলে প্রধানমন্ত্রী হওয়া যাবে না- এটা গণতন্ত্রবিরোধী-সালাহউদ্দিন শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক, মানুষ তাকে ক্ষমা করবে না-মির্জা ফখরুল ১১০৫ কোটি টাকা ভূমি উন্নয়ন কর আদায়-আলী ইমাম মজুমদার পরিস্থিতির কারণে গোপালগঞ্জে গুলি করেছে সেনাবাহিনী-স্বরাষ্ট্র উপদেষ্টা অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার পার্বত্য অঞ্চল নিয়ে দেয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন সারজিস দুর্গাপুরে দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার সৎ মা-মেয়ে হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড চট্টগ্রাম বন্দরের সার্ভিস চার্জের ভাগ চায় চসিক বিএনপি হলো ছ্যাঁচড়া চাঁদাবাজ- ফয়জুল করীম ৪০ বছরের ব্যবসায় এমন সংকট দেখিনি : এ কে আজাদ স্ত্রী-সন্তান-শিক্ষার্থীদের দিয়ে খাতা দেখালে ২ বছর জেল
পল্লী বিদ্যুৎ এসোসিয়েশনের নিন্দা

চার মাসে চার হাজার কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ০৬:৫১:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ০৬:৫১:৫৪ অপরাহ্ন
চার মাসে চার হাজার কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
পল্লী বিদ্যুৎ সমিতিতে গত চার মাসে প্রায় চার সহস্রাধিক কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে চাকরিচ্যুতি, বদলি সংযুক্তিসহ হয়রানি মুলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির ভুক্তভোগী কর্মকর্তা করর্মচারীদের সংগঠন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ এসোসিয়েশন-বাপবিএ। সংগঠনটি এজন্য নিন্দাও জানিয়েছে।
গত বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি দাবি করে, শহর থেকে গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহের মতো জরুরী  সেবা খাতের সংস্কার চাওয়ায় তাদের নিয়ন্ত্রক সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ড- বিআরইবি কর্তৃক বিনা নোটিশে ২৯ জনকে চাকরিচ্যুত, মামলা-রিমান্ড-গ্রেফতার, বরখাস্ত ও সংযুক্তির পাশাপাশি গত চার মাসে প্রায় চার হাজার সহকর্মীকে শাস্তিমূলকভাবে নিজে জেলা হতে কয়েকশত কিলোমিটার দূরত্বে বদলি করা হয়েছে। এর মধ্যে হয়রানিমূলক বদলির শিকার লাইনক্রু প্রায় ৬৭৩জন, জুনিয়র ইঞ্জিনিয়ার ৫৮৯জন, ইসি ২৯০জন, পিউসি ১২১ জন, বিলিং সুপারভাইজার ৩০৮ জন, এজিএম ৫৮০ জন , ডিজিএম ১৭৯ জন, সিনিয়র জিএম/জিএম ৩৬জন, অন্যান্য ৯০৭ জনসহ সর্বমোট ৩৬৮৩জন। সংগঠনটির দাবি, সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্যই আন্দোলনের অযুহাতে বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতি থেকে শাস্তিমূলকভাবে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এই বদলি করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে বাপবিএ নেতারা অভিযোগ করেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) এর বিদ্যমান দীর্ঘদিনের সংকট সমাধানে অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্থ/ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সমিতির জনবলের উপর আরইবির দমন-পীড়ন ও নির্যাতন চরম পর্যায়ে পৌঁছেছে।  সংগঠনটি জানায়, পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতিতে ও অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন এবং  সকল অনিয়মিতদের নিয়মিত করনের দাবীতে ২০২৪ সালের জানুয়ারী মাস থেকে বিদ্যুৎ সেবা চালু রেখে গণস্বাক্ষর সংগ্রহ, স্মারকলিপি প্রদানসহ, আন্দোলন করে আসছে সমিতির ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারীরা। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থা আরইবির অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধেও তদন্ত দাবি করেন তারা। দাবির  প্রেক্ষিতে সরকারও বিভিন্ন সময় কমিটি গঠনসহ নানা পদেক্ষেপ নেয়। কিন্তু সরকারের নেওয়া সংস্কার পদক্ষেপকে বাধাগ্রস্ত করতে আরইইবি বরাবরই নানা প্রহসনমুল পদক্ষেপ গ্রহন করে আসছে। সংগঠনটির অভিযোগ, সবশেষ গত ১২ই মে তারিখেও পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক ৯০ জন জুনিয়র ইঞ্জিনিয়ার (আইটি) সহ আরও ৩৯৫ জন লাইনক্রুকে হয়রানিমূলক বদলি আদেশ জারি করা হয়েছে। এতে কর্মীদের মধ্যে চরম অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বছরের মাঝামাঝি সময়ে এবং ঝড় বৃষ্টির মৌসুমে বিদ্যুৎ কর্মীদের এমন গণবদলি নজিরবিহীন এবং চরম অমানবিক দাবি করে পল্লী বিদ্যুৎ এসোসিয়েশনের নেতারা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতিতে ব্যাপক জনবলের ঘাটতি রয়েছে, স্বল্প জনবল দিয়ে বর্তমানে কালবৈশাখীর ঝড়-বৃষ্টির মৌসুম ও তীব্র তাপদাহে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা চালু রাখতে হিমশিম খেতে হচ্ছে, সেখানে এই ধরনের গণ-বদলির কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহক সেবা চরমভাবে বিঘ্নিত হওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিচ্ছে। প্রহসনমূলক ও উদ্দেশ্য প্রণোদিত গণবদলীর কারণে নতুন লাইনম্যানদের মৃত্যু ঝুঁকি বৃদ্ধি পেয়েছে।
এমতাবস্থায়, পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫ হাজার কর্মীর যৌক্তিক দাবিকে গুরুত্বের সাথে বিবেচনা করে হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, চাকুরীচ্যুতদের স্বপদে পুনর্বহাল, সংযুক্ত ও সাময়িক বরখাস্তদের স্বপদে বহালসহ বিশেষজ্ঞ কমিটির পল্লী বিদ্যুৎ সংস্কারের রিপোর্ট জনসম্মুখে প্রকাশের দাবি জানান তারা।  একইসাথে সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিতদের নিয়মিতকরণসহ বর্তমান ঝড়-বৃষ্টির মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা অক্ষুণ্ণ রাখার স্বার্থে লাইনক্রুদের বদলী আদেশ বাতিল করে সমিতির সুষ্ঠু ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বাপবিবোর্ডের চেয়ারম্যান, বিদ্যুৎ বিভাগ এবং বিদ্যুৎ উপদেষ্টাসহ সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন- পল্লী বিদ্যুৎ সমিতির ভুক্তভোগী এজিএম মনির হোসেন, ভুক্তভোগী কর্মী গোলাম মোস্তফা (এমআরসিএম), মইনুল ইসলাম (লাইন টেকনিশিয়ান), হাসানুজ্জামান (জুনিয়র ইঞ্জিনিয়ার) প্রমুখ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ