ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

মুস্তাফিজকে নিয়ে চেন্নাইয়ের আক্ষেপ

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৪ ০৯:৫৩:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৪ ০৯:৫৩:০৯ অপরাহ্ন
মুস্তাফিজকে নিয়ে চেন্নাইয়ের আক্ষেপ মুস্তাফিজকে নিয়ে চেন্নাইয়ের আক্ষেপ

স্পোর্টস ডেস্ক
মৌসুমের শুরুটা দারুণ করেছিল চেন্নাই সুপার কিংসনিজেদের প্রথম ছয় ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট টেবিলের ওপরের দিকে ছিল দলটিতবে শেষ দিকে এসে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি চেন্নাইগত রোববার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে শেষ ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন পড়ে ৩৫ রানতবে রান রেটের হিসেবে ১৭ রান তুলতে পারলে প্লে-অফে জায়গা হতো রুতুরাজ গায়কোয়াড়ের দলেরকিন্তু পারেনি তারামার্ক দয়ালের সে ওভার থেকে তোলে মোটে ৭ রান১৪ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্টরান রেটের মারপ্যাঁচে বেঙ্গালুরুর সমান ১৪ পয়েন্ট নিয়েও শেষ হলো চেন্নাইয়ের এবারের আইপিএল যাত্রাম্যাচ হেরে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে পুরো মৌসুম না পাওয়ার আক্ষেপ ঝরল চেন্নাইয়ের অধিনায়কের কণ্ঠেএকই সঙ্গে মাথিশা পাথিরানা এবং ডেভন কনওয়ে থাকলে পরিস্থিতি অন্যরকম হতে পারত বলে মনে করেন তিনিরুতুরাজ বলেন, 'শুরু থেকেই আমাদের অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়েছেপাথিরানার ইনজুরি, তারপর ফিজের না থাকাটা, এরপর পাথিরানা আসলো, দেশে ফিরে গেল, ফিজকেও আমরা হারিয়েছিএরকম চলতে থাকলে স্কোয়াডে ভারসাম্য আনাটা কষ্টম্যাচের জন্য একাদশ বাছাইও কঠিন হয়ে যায়পুরো আসরে যেভাবে চোট, ক্রিকেটারদের না পাওয়ার সঙ্গে আমরা লড়েছি তাতে ১৪ ম্যাচে ৭ জয় খারাপ কিছু নয়' এবারের আসরের শুরু থেকেই কনওয়েকে পায়নি চেন্নাইচোটের কারণে দলের সঙ্গে থাকলেও ম্যাচ খেলতে পারেননি কিউই এই ওপেনারআসরের শুরু থেকে পাথিরানা ছিলেন চোটেএরপর চেনাইয়ের হয়ে ছয়টি ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়ে দেশে ফিরে যান লঙ্কান এই পেসারআসরের শুরু থেকে নিয়মিতই চেন্নাইয়ের হয়ে খেলেছেন মুস্তাফিজযদিও গত ১ মে দেশে ফিরতে হয়েছে বাংলাদেশের এই পেসারকেনয় ম্যাচে ১৪ উইকেট নিয়ে আইপিএল শেষ করেন তিনিমুস্তাফিজ আর পাথিরানাকে চেন্নাইয়ের সম্পদ উল্লেখ করে রুতুরাজ বলেন, 'আমাদের সামনের সারির দুজন বোলার ছিল নাযারা আমাদের জন্য অনেক বড় সম্পদ ছিলকনওয়েকে আমরা শুরুতে পাইনিতিন জন মূল ক্রিকেটারের না থাকাটা বড় ধরনের পার্থক্য গড়ে দিয়েছেচেন্নাইয়ের ম্যানেজমেন্ট, স্টাফরা সবাই পুরো আসর জুড়ে আমাদের অনেক সমর্থন করেছে'
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ