ঢাকা , রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫ , ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ও বৈশ্বয়িক নাগরিক সমাজের উদ্বেগ হাজার কোটি টাকা খরচেও বাড়েনি গ্যাসের মজুদ ওসি-এসআই’র ৬ লাখ টাকা আত্মসাতের অডিও ফাঁস আমরা কি জুলাই আন্দোলনে ললিপপ খাচ্ছিলাম- রিজভী আমরা কি জুলাই আন্দোলনে ললিপপ খাচ্ছিলাম- রিজভী চবির আহত দুই শিক্ষার্থীর চিকিৎসার খোঁজ নিলেন স্বাস্থ্য উপদেষ্টা চবির আহত দুই শিক্ষার্থীর চিকিৎসার খোঁজ নিলেন স্বাস্থ্য উপদেষ্টা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মৃত্যুবার্ষিকী পালিত গণশিক্ষা সচিবের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা জুলাই ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িত যুবলীগ নেতা গ্রেফতার জমজমাট প্রচারণায় উৎসবমুখর ক্যাম্পাস মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে-প্রধান উপদেষ্টা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ন্যায়বিচার-মানবিক মর্যাদা রক্ষায় মুহাম্মদ (সা.) আমাদের জন্য অনন্য আদর্শ-প্রধান বিচারপতি পেশাগত দায়িত্বপালনে মৃত্যু ঝুঁকিতে গণমাধ্যমকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নানা শঙ্কা মৎস্য খাতে দেশের বিজ্ঞানীদের অবদান গর্ব করার মতো- প্রাণিসম্পদ উপদেষ্টা বেশির ভাগ সময়ই বন্ধ রেলের কংক্রিট সিøপার কারখানা টেকনাফে ২ রোহিঙ্গা ডাকাত গ্রেফতার স্কুলে সংগীত শিক্ষক নিয়োগে কঠোর হুঁশিয়ারি হেফাজতের

রাখাইনে করিডোর ও চট্টগ্রাম বন্দর ইস্যুতে খেলাফত মজলিসের উদ্বেগ

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ০৫:৩৮:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ০৫:৩৮:১৪ অপরাহ্ন
রাখাইনে করিডোর ও চট্টগ্রাম বন্দর ইস্যুতে খেলাফত মজলিসের উদ্বেগ
রাখাইন রাজ্যের সঙ্গে তথাকথিত ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠা এবং চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে লিজ দেয়ার সরকারি তৎপরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। গতকাল শুক্রবার দলটির মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে দলটির আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সরকার মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদেশি শক্তির পৃষ্ঠপোষকতায় মানবিক করিডোর স্থাপনের যে পদক্ষেপ নিচ্ছে, তা অত্যন্ত বিপজ্জনক। একইসঙ্গে চট্টগ্রাম বন্দরকে বিদেশি রাষ্ট্র বা বহুজাতিক গোষ্ঠীর কাছে লিজ দেয়ার গোপন ও প্রকাশ্য আলোচনাও গভীরভাবে উদ্বেগজনক। দলটির শীর্ষ নেতারা বলেন, এই ধরনের উদ্যোগ বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং ভূ-রাজনৈতিক স্বার্থের প্রতি মারাত্মক হুমকি তৈরি করতে পারে। রাখাইনে করিডোরের নামে সীমান্তঘেঁষা অঞ্চলে বিদেশি উপস্থিতি বাড়লে বাংলাদেশ-মিয়ানমার উপকূলীয় এলাকায় সংঘাতের ঝুঁকি বাড়বে। বিবৃতিতে আরও বলা হয়, চট্টগ্রাম বন্দর কেবল অর্থনৈতিক নয়, এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি কৌশলগত প্রবেশদ্বার। একে বিদেশিদের হাতে তুলে দেয়ার অর্থ হলো, বাংলাদেশের ওপর নতুন করে ঔপনিবেশিক আগ্রাসনের দ্বার উন্মোচিত হওয়া। খেলাফত মজলিসের নেতারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাখাইন করিডোর ও চট্টগ্রাম বন্দর সংক্রান্ত সব আলোচনা, চুক্তি ও প্রস্তুতি অবিলম্বে বন্ধ করুন। এ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় ঐকমত্যের প্রয়োজন রয়েছে। পাশাপাশি জনসাধারণকে সত্য তথ্য জানাতে হবে এবং জাতীয় স্বার্থে স্বচ্ছ ও জবাবদিহিমূলক অবস্থান নিতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করবে বাংলাদেশ খেলাফত মজলিস।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স