ঢাকা , শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ , ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
চীন-রাশিয়া-ভারতের ভবিষ্যৎ সমৃদ্ধ হোক: ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত ২৬ দেশ ভারত ভাগের ডাক নিরাপদ আশ্রয় মিলছে না গাজার কোথাও হাত নেড়ে বিদায় নিলেন মেসি স্লোভাকিয়ার কাছে হারের স্বাদ পেলো জার্মানি জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করলো স্পেন ব্রাজিলের সামনে খড়কুটোর মতো উড়ে গেল চিলি অবসর ভেঙে আবারও মাঠে নামতে যাচ্ছেন রস টেলর রেকর্ড বইয়ে নাম লেখালেন ব্রিটজকে রসের কোচ প্রশিক্ষণ কর্মশালা থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ নির্বাচনে অংশ না নেয়ার জন্য হুমকি দেওয়া হলো বুলবুলকে! সুষ্ঠু ভোটের পরিবেশ চান সাধারণ শিক্ষার্থীরা তারেক রহমান-বাবর খালাস আস্থার সংকটে প্রশাসন ও অর্থনীতি অন্তর্বর্তী সরকারের দায়হীন কর্মকাণ্ডে বিপন্ন মানবাধিকার ক্ষমতা বদলের জন্য জুলাই বিপ্লব হয়নি- জামায়াত গাইবান্ধায় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ ধূমপান নিয়ে তর্ক, পরিবহন কাউন্টারে হামলা-ভাঙচুর দুদকের মামলায় খালাস মীর নাসির ও মীর হেলাল

গাজীপুরে একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ১২:৩৪:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ১২:৩৪:১৪ অপরাহ্ন
গাজীপুরে একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ
গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। পরে কারখানা কর্তৃপক্ষ শনিবারের জন্য ছুটি ঘোষণা করে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) বাসন থানার ওসি শাহিন খান জানান, নাওজোড় এলাকার ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট নামে ওই কারখানায় শ্রমিকরা কারখানা অভ্যন্তরে সরবরাহ করা লাইন থেকে পানি পান করেন। পরে কয়েকজন শ্রমিক পেটব্যথা ও বমি বমি ভাব অনুভব করায় তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। কিছুক্ষণ পর আরও শ্রমিক একই সমস্যায় অসুস্থ হয়ে পড়েন। তবে আশঙ্কাজনক অবস্থা কারও নেই। অসুস্থ শ্রমিকদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, সিরাজুল হক জেনারেল হাসপাতাল, নাওজোড়ের সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কারখানার শ্রমিকরা জানান, ছয়তলা বিশিষ্ট কারখানায় কমপক্ষে ৪ হাজার শ্রমিক কাজ করেন। সকাল ৮টায় কারখানায় প্রবেশ করে অনেকেই সরবরাহ করা ট্যাপ থেকে পানি পান করেন। এর আধ ঘণ্টা পর একে একে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নিয়ে আসেন সহকর্মীরা। অসুস্থ শ্রমিকরা বলছেন, পানি পান করার পর তারা বমি বমি ভাব, মাথা ঘোরা ও পেটে ব্যথা অনুভব করেন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দেন। সিরাজুল হক জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মোর্শেদ বলেন, অসুস্থ শ্রমিকদের মাথা ঘোরা, বমি ভাব, পেটব্যথার মতো লক্ষণ রয়েছে। তাদের বেশির ভাগই চিকিৎসা দেওয়ার পর অনেকটা সুস্থ হয়েছেন। আক্রান্ত রোগীরা আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন তিনি। অপরদিকে, চিকিৎসকের বরাত দিয়ে নাওজোড়ের সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপক আব্দুল হামিদ জানান, এখন পর্যন্ত ৬০-৭০ জনের মতো অসুস্থ রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে দুই জনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অসুস্থ হওয়াদের মধ্যে পেটের পীড়া, বমি বমি ভাব রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স