ঢাকা , শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ , ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সুষ্ঠু ভোটের পরিবেশ চান সাধারণ শিক্ষার্থীরা তারেক রহমান-বাবর খালাস আস্থার সংকটে প্রশাসন ও অর্থনীতি অন্তর্বর্তী সরকারের দায়হীন কর্মকাণ্ডে বিপন্ন মানবাধিকার ক্ষমতা বদলের জন্য জুলাই বিপ্লব হয়নি- জামায়াত গাইবান্ধায় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ ধূমপান নিয়ে তর্ক, পরিবহন কাউন্টারে হামলা-ভাঙচুর দুদকের মামলায় খালাস মীর নাসির ও মীর হেলাল রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানকে এগিয়ে আসার আহ্বান স্বর্ণ ব্যবসায়ীরাই টার্গেট ডাকাতদের গ্রেফতার ৭ আদাবরে পুলিশের ওপর হামলা কারাগারে ১১ আসামি নির্বাচন না হলে অনাকাক্সিক্ষত পরিস্থিতি তৈরি হবে- সাইফুল হক প্রধান শিক্ষকের ২১৬৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল দাবি ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৭ সিদ্ধান্তহীনতায় আটকে আছে পরিবহন চালকদের বিশ্রামাগার তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার কোনো বিকল্প নেই ভেজাল ওষুধ সেবনে বাড়ছে মৃত্যুর হার পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত পোরশায় বিএনপি'র উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রাজধানীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

আন্দোলন শেষে ক্লাসে ফিরল জবি শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০৫:১৭:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০৫:১৭:০০ অপরাহ্ন
আন্দোলন শেষে ক্লাসে ফিরল জবি শিক্ষার্থীরা
জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা সরকার দাবি মেনে নেয়ায় ক্লাসে ফিরেছে। স্বাভাবিক অবস্থা বিরাজ করছে ক্যাম্পাসে। দাবি মেনে নেয়ার পর একদিন বিরতি দিয়ে গতকাল রোববার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিকভাবে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। এর আগে গত ১৪ মে বেলা সাড়ে ১১টার দিকে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বের হয় শিক্ষার্থীরা। মৎস ভবনের সামনে পুলিশের বাধা অতিক্রম করে তারা কাকরাইল মোড়ের দিকে অগ্রসর হলে অতর্কিতভাবে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ শুরু করে। তবুও হাল ছাড়েনি শিক্ষার্থীরা। তারা রাজপথেই আন্দোলন চালিয়ে যায়। টানা ঝড়, বৃষ্টি, প্রখর রোদ উপেক্ষা করে তারা অবস্থান চালিয়ে যায় কাকরাইল মোড়ে। আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সাবেক শিক্ষার্থীরাও সক্রিয়ভাবে অংশ নেন। সরকার থেকে দাবি মেনে নেয়ায় গত শুক্রবার রাত আটটার দিকে শাটডাউন স্থগিত এবং আন্দোলনের সমাপ্তি ঘোষণা দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা জানান, তারা প্রশাসনের আশ্বাসে আস্থা রেখেই শ্রেণিকক্ষে ফিরেছেন তবে দাবিগুলোর বাস্তবায়ন পর্যবেক্ষণে থাকবে। যদি কোনো ধরনের প্রতিশ্রুতি ভঙ্গ হয়, তবে তারা আবারো রাজপথে নামবেন বলে হুঁশিয়ারি দেন। বাংলা বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী রায়হান বলেন, এই আন্দোলন ছিল আমাদের অস্তিত্বের প্রশ্নে। প্রশাসন ও সরকারের প্রতি আমরা দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি। এদিকে আন্দোলন স্থগিতের পর ক্যাম্পাসে স্বস্তির আবহ বিরাজ করছে। শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে শুরু হয়েছে নিয়মিত ক্লাস ও অন্যান্য একাডেমিক কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, এখন বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। সকাল থেকেই নিয়মিত ক্লাস। অফিস কার্যক্রম ও অন্যান্য একাডেমিক কার্যক্রম যথারীতি শুরু হয়েছে। শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতি আশাব্যঞ্জক। বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা সবাই সচেষ্ট আছি।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য