ঢাকা , শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ , ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সুষ্ঠু ভোটের পরিবেশ চান সাধারণ শিক্ষার্থীরা তারেক রহমান-বাবর খালাস আস্থার সংকটে প্রশাসন ও অর্থনীতি অন্তর্বর্তী সরকারের দায়হীন কর্মকাণ্ডে বিপন্ন মানবাধিকার ক্ষমতা বদলের জন্য জুলাই বিপ্লব হয়নি- জামায়াত গাইবান্ধায় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ ধূমপান নিয়ে তর্ক, পরিবহন কাউন্টারে হামলা-ভাঙচুর দুদকের মামলায় খালাস মীর নাসির ও মীর হেলাল রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানকে এগিয়ে আসার আহ্বান স্বর্ণ ব্যবসায়ীরাই টার্গেট ডাকাতদের গ্রেফতার ৭ আদাবরে পুলিশের ওপর হামলা কারাগারে ১১ আসামি নির্বাচন না হলে অনাকাক্সিক্ষত পরিস্থিতি তৈরি হবে- সাইফুল হক প্রধান শিক্ষকের ২১৬৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল দাবি ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৭ সিদ্ধান্তহীনতায় আটকে আছে পরিবহন চালকদের বিশ্রামাগার তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার কোনো বিকল্প নেই ভেজাল ওষুধ সেবনে বাড়ছে মৃত্যুর হার পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত পোরশায় বিএনপি'র উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রাজধানীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

ভিয়ারিয়ালের কাছে হারের স্বাদ পেলো বার্সা

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ১০:২১:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ১০:২১:০৭ অপরাহ্ন
ভিয়ারিয়ালের কাছে হারের স্বাদ পেলো বার্সা
বার্সেলোনা চলতি মৌসুমের লা লিগা শিরোপা নিশ্চিত করে ফেলেছিল গত বৃহস্পতিবারই। শহর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলের বিপক্ষে ২-০ গোলে জয়ের পর প্রতিযোগিতায় থাকা অন্য দলগুলোর ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছিল কাতালানরা। তবে শিরোপা নিশ্চিতের ম্যাচটি ছিল প্রতিপক্ষ, মানে এস্পানিওলের মাঠে। অর্থাৎ ঘরের মাঠে ভক্তদের সঙ্গে নিয়ে উৎযাপনটা করতে পারেনি বার্সা। গত রোববার ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে উদযাপনের সব প্রস্তুতি ও উপলক্ষ নিয়েই মাঠে নেমেছিল বার্সা। এটি ছিল সমর্থকদের সামনে ট্রফি প্রদর্শনের সুযোগ। কিন্তু ভিয়ারিয়াল বার্সার সেই উৎসবটাই নষ্ট করে দেয়। বার্সাকে ৩-২ গোলে হারিয়ে চমক দেখায় ভিয়ারিয়াল। অথচ ম্যাচটি জিতলে বার্সার আনন্দ আরও কয়েকগুণ বেড়ে যেতো। লা লিগা চ্যাম্পিয়ন বার্সা ডিসেম্বরের পর প্রথমবারের মতো লিগে পরাজয়ের মুখ দেখল। অন্যদিকে কাতালানদের হারিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের জায়গা নিশ্চিত করলো ভিয়ারিয়াল। আরসিডিই স্টেডিয়ামে সাবেক নিউক্যাসল ও লেস্টার ফরোয়ার্ড আয়োজে পেরেজ ৪ মিনিটে কাউন্টার-অ্যাটাক থেকে গোল করে ভিয়ারিয়ালকে এগিয়ে দেন। বার্সার লামিন ইয়ামাল ৩৮ মিনিটে এক অসাধারণ কার্লিং শটে সমতা ফেরান। আর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ফারমিন লোপেজ বক্সের বাইরে থেকে শট নিয়ে বার্সাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই (৫০ মিনিটে) সান্তি কোমেসানা গোল করে ভিয়ারিয়ালকে ২-২ সমতায় ফেরান। এরপর ৮০ মিনিটে কানাডিয়ান তারকা তাজন বুকানান জেরার্ড মরেনোর ক্রস থেকে ভিয়ারিয়ালের জয়সূচক গোলটি করেন। লিগের এক ম্যাচ হাতে রেখে, অর্থাৎ ৩৭ ম্যাচে চ্যাম্পিয়ন বার্সা শীর্ষে রয়েছে ৮৫ পয়েন্ট নিয়ে। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ থেকে চার পয়েন্ট এগিয়ে তারা। অ্যাটলেটিকো মাদ্রিদ রয়েছে তৃতীয় স্থানে ৭৩ পয়েন্ট নিয়ে। অ্যাথলেটিক বিলবাও (৭০ পয়েন্ট) ও ভিয়ারিয়াল (৬৭ পয়েন্ট) রয়েছে টপ ফাইভে। এই পাঁচ দলই আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে স্পেনের প্রতিনিধিত্ব করবে। ম্যাচ শেষে বার্সার ফারমিন লোপেজ বলেন, ‘আমি মনে করি ভিয়ারিয়াল ভালো খেলেছেৃ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা চ্যাম্পিয়ন। আমি একটি গোল করতে পেরে খুশি। যদিও সেটি আমাদের কাক্সিক্ষত জয় এনে দিতে পারেনি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা লিগ জিতেছি, এটাই আসল ব্যাপার, আমরা এটা ডিজার্ভ করি এবং চলুন উদযাপন চালিয়ে যাই।’
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স