ঢাকা , শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ , ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
চীন-রাশিয়া-ভারতের ভবিষ্যৎ সমৃদ্ধ হোক: ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত ২৬ দেশ ভারত ভাগের ডাক নিরাপদ আশ্রয় মিলছে না গাজার কোথাও হাত নেড়ে বিদায় নিলেন মেসি স্লোভাকিয়ার কাছে হারের স্বাদ পেলো জার্মানি জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করলো স্পেন ব্রাজিলের সামনে খড়কুটোর মতো উড়ে গেল চিলি অবসর ভেঙে আবারও মাঠে নামতে যাচ্ছেন রস টেলর রেকর্ড বইয়ে নাম লেখালেন ব্রিটজকে রসের কোচ প্রশিক্ষণ কর্মশালা থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ নির্বাচনে অংশ না নেয়ার জন্য হুমকি দেওয়া হলো বুলবুলকে! সুষ্ঠু ভোটের পরিবেশ চান সাধারণ শিক্ষার্থীরা তারেক রহমান-বাবর খালাস আস্থার সংকটে প্রশাসন ও অর্থনীতি অন্তর্বর্তী সরকারের দায়হীন কর্মকাণ্ডে বিপন্ন মানবাধিকার ক্ষমতা বদলের জন্য জুলাই বিপ্লব হয়নি- জামায়াত গাইবান্ধায় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ ধূমপান নিয়ে তর্ক, পরিবহন কাউন্টারে হামলা-ভাঙচুর দুদকের মামলায় খালাস মীর নাসির ও মীর হেলাল

রিয়াল বেতিসের বিপক্ষে দাপুটে জয় পেলো অ্যাতলেতিকো

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ১০:২১:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ১০:২১:৪৮ অপরাহ্ন
রিয়াল বেতিসের বিপক্ষে দাপুটে জয় পেলো অ্যাতলেতিকো
স্প্যানিশ লা লিগায় হুলিয়ান আলভারেজের জোড়া গোলে রিয়াল বেতিসের বিপক্ষে ৪-১ ব্যবধানের দাপুটে জয় পেয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। গত রোববার রাতের এই সহজ জয়ে দিয়েগো সিমিওনের দল পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান নিশ্চিত করেছে। বার্সেলোনা আগেই লিগ শিরোপা নিশ্চিত করে ফেলায় মেট্রোপলিটানো স্টেডিয়ামে এই ম্যাচে খুব বেশি উত্তেজনার কিছু ছিল না। মৌসুমের এক রাউন্ড হাতে রেখে চ্যাম্পিয়ন বার্সার পয়েন্ট ৮৫। তাদের চেয়ে ৪ পয়েন্ট পেছনে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। অ্যাতলেতিকো মাদ্রিদ ৭৩ পয়েন্ট নিয়ে তৃতীয়, অ্যাথলেটিক বিলবাও (৭০ পয়েন্ট) ও ভিয়ারিয়াল (৬৭ পয়েন্ট) নিয়ে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে। এই পাঁচ দলই আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে স্পেনের প্রতিনিধিত্ব করবে। রিয়াল বেতিস ৫৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে এবং ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। ম্যাচের ১০ মিনিটে আলভারেজ একটি অসাধারণ ফ্রি-কিক থেকে গোল করে অ্যাতলেতিকোকে লিড এনে দেন। ৩০ গজ দূর থেকে শটটি গিয়ে জড়ায় উপরের কোণায়। বিরতির ঠিক আগমুহূর্তে রক্ষণভাগের খেলোয়াড় রবিন লে নর্মান্দ একটি জোরালো হেডে দলের লিড ২-০ করেন। ৬৭ মিনিটে রিয়াল বেতিসের পাবলো ফোরনালস বক্সের ভেতর থেকে এক অসাধারণ ভলিতে ব্যবধান কমিয়ে ২-১ করেন। তবে ৮ মিনিট পরই ফ্রান্সের ফরোয়ার্ড আঁতোয়া গ্রিজমানের পাস থেকে বল জালে পাঠিয়ে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড আলভারেজ নিজের দ্বিতীয় গোল করেন। অতিরিক্ত সময়ে বদলি হিসেবে নামা অ্যাঞ্জেল কোরেয়া আলভারেজের অ্যাসিস্ট থেকে গোল করে অ্যাতলেতিকোর সহজ জয় নিশ্চিত করেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স