ঢাকা , রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫ , ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মনিরামপুর সাংস্কৃতিক সংসদের শিল্পী সমাবেশ অনুষ্ঠিত সভাপতি মেজবাহ ও সম্পাদক মো. রাজিব নগরকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু কুমিল্লায় ঘুষ ছাড়া পুলিশে নিয়োগ পেলেন ৪৭ কনস্টেবল বোচাগঞ্জ উপজেলা পরিষদে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চান তোফায়েল লিটন চৌধুরী কুমিল্লায় র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে ৯০ কেজি গাঁজাসহ আটক ২ সোনারগাঁওয়ে সাড়ে ৭শ বছরের প্রাচীন গ্রন্থাগার সংস্করণের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভাঙনের মুখে ২৫ কিলোমিটার এলাকা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো মরক্কো অ্যান্ডোরার বিপক্ষে হতাশাজনক জয় ইংল্যান্ডের আর্মেনিয়ার জালে পর্তুগালের গোল উৎসব নেপালের সাথে ড্র করতে পেরে খুশি ক্যাবরেরা পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণ, নিহত ১ হারারেতে লংকানদের বিপক্ষে সহজ জয় পেলো জিম্বাবুয়ে বুলবুলকে হুমকির অভিযোগে যা বললেন তামিম এশিয়া কাপের উদ্দেশ্যে দেশ ছাড়লো টাইগাররা ফরিদপুরের বোয়ালমারীতে পাগলা ঘোড়ার কামড়ে ২০ জন আহত পোরশায় নকল ঔষধ কারখানায় অভিযান ভোটিং প্রক্রিয়া নিয়ে চারটি সচেতনতামূলক সভা করবে ডাকসু নির্বাচন কমিশন
ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়ক

ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ১২:৩৮:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ১২:৩৮:০৪ অপরাহ্ন
ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
ঠাকুরগা৭ও প্রতিনিধি ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৫ মাইল এলাকায় ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ঘটনাস্থলে দুই জন এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান। দুর্ঘটনায় আরও চার জন গুরুতর আহত হয়েছেন। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক মানিক হোসেন (৩৪), তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার সদর রোড কলোনিপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে; এবং মাইক্রোবাসের যাত্রী দেলোয়ার হোসেন (৩৫), তিনি একই উপজেলার হাজীপাড়ার মৃত হাফিজুর রহমানের ছেলে। গুরুতর আহতদের মধ্যে মাইক্রোবাসের আরেক যাত্রী ঠাকুরগাঁও জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর জুলফিকার আলী (৪৫) হাসপাতালে নেওয়ার পথে মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইমরুল (৪৫) নামে আরেকজন। তিনি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌরসভার বাসিন্দা এবং ঠাকুরগাঁও জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর হিসেবে কর্মরত ছিলেন বলে পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়। ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে আহতদের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন- ঠাকুরগাঁও মুন্সিহাটের বাসিন্দা মিজানুর রহমান (৪৮), পৌরসভার হাজিপাড়ার বাসিন্দা আল মামুন (৪০), আব্দুল মান্নান (৩৭) ও নাহিদ (৩৭)। এরা প্রত্যেকেই ঠাকুরগাঁও জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর বলে সূত্র জানায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বৃষ্টির মধ্যে ঠাকুরগাঁও থেকে একটি মাইক্রোবাস দিনাজপুরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি ট্রাক ঠাকুরগাঁওয়ের দিকে আসছিল। পথে ২৫ মাইল এলাকায় তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। ঘটনাস্থল থেকেই দুইজনের লাশ উদ্ধার করা হয়। আহত ছয় জনকে হাসপাতালে নেওয়ার সময় আরও একজন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান। বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, দুর্ঘটনার পরও ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য