ঢাকা , শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ , ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সুষ্ঠু ভোটের পরিবেশ চান সাধারণ শিক্ষার্থীরা তারেক রহমান-বাবর খালাস আস্থার সংকটে প্রশাসন ও অর্থনীতি অন্তর্বর্তী সরকারের দায়হীন কর্মকাণ্ডে বিপন্ন মানবাধিকার ক্ষমতা বদলের জন্য জুলাই বিপ্লব হয়নি- জামায়াত গাইবান্ধায় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ ধূমপান নিয়ে তর্ক, পরিবহন কাউন্টারে হামলা-ভাঙচুর দুদকের মামলায় খালাস মীর নাসির ও মীর হেলাল রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানকে এগিয়ে আসার আহ্বান স্বর্ণ ব্যবসায়ীরাই টার্গেট ডাকাতদের গ্রেফতার ৭ আদাবরে পুলিশের ওপর হামলা কারাগারে ১১ আসামি নির্বাচন না হলে অনাকাক্সিক্ষত পরিস্থিতি তৈরি হবে- সাইফুল হক প্রধান শিক্ষকের ২১৬৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল দাবি ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৭ সিদ্ধান্তহীনতায় আটকে আছে পরিবহন চালকদের বিশ্রামাগার তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার কোনো বিকল্প নেই ভেজাল ওষুধ সেবনে বাড়ছে মৃত্যুর হার পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত পোরশায় বিএনপি'র উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রাজধানীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়ক

ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ১২:৩৮:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ১২:৩৮:০৪ অপরাহ্ন
ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
ঠাকুরগা৭ও প্রতিনিধি ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৫ মাইল এলাকায় ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ঘটনাস্থলে দুই জন এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান। দুর্ঘটনায় আরও চার জন গুরুতর আহত হয়েছেন। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক মানিক হোসেন (৩৪), তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার সদর রোড কলোনিপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে; এবং মাইক্রোবাসের যাত্রী দেলোয়ার হোসেন (৩৫), তিনি একই উপজেলার হাজীপাড়ার মৃত হাফিজুর রহমানের ছেলে। গুরুতর আহতদের মধ্যে মাইক্রোবাসের আরেক যাত্রী ঠাকুরগাঁও জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর জুলফিকার আলী (৪৫) হাসপাতালে নেওয়ার পথে মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইমরুল (৪৫) নামে আরেকজন। তিনি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌরসভার বাসিন্দা এবং ঠাকুরগাঁও জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর হিসেবে কর্মরত ছিলেন বলে পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়। ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে আহতদের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন- ঠাকুরগাঁও মুন্সিহাটের বাসিন্দা মিজানুর রহমান (৪৮), পৌরসভার হাজিপাড়ার বাসিন্দা আল মামুন (৪০), আব্দুল মান্নান (৩৭) ও নাহিদ (৩৭)। এরা প্রত্যেকেই ঠাকুরগাঁও জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর বলে সূত্র জানায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বৃষ্টির মধ্যে ঠাকুরগাঁও থেকে একটি মাইক্রোবাস দিনাজপুরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি ট্রাক ঠাকুরগাঁওয়ের দিকে আসছিল। পথে ২৫ মাইল এলাকায় তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। ঘটনাস্থল থেকেই দুইজনের লাশ উদ্ধার করা হয়। আহত ছয় জনকে হাসপাতালে নেওয়ার সময় আরও একজন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান। বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, দুর্ঘটনার পরও ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য