ঢাকা , বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ , ৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
প্রযুক্তি বিকল হওয়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে : বিমান বাহিনী প্রধান বাচ্চাদের কষ্ট দেখে ঘরে থাকতে পারিনি রক্ত দিতে এসেছি বার্ন ইনস্টিটিউটের সামনে গলা কাটছে ফার্মেসি সিন্ডিকেট বিধ্বস্ত ভবনে ছুটির পোড়া চিঠি দেখে কাঁদছেন অভিভাবকরা উত্তরায় মাইলস্টোন ট্র্যাজেডি মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১ জন জনবসতিপূর্ণ শহরে বিমান প্রশিক্ষণ কেন, প্রশ্ন গয়েশ্বরের একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে পারবেন না: আলী রীয়াজ মাইলস্টোনে অনভিপ্রেত ঘটনা নিয়ে তদন্ত শুরু : আইএসপিআর গাড়ির অভাবে কমে গেছে পুলিশি টহল সচিবালয় এলাকায় রণক্ষেত্র এককালীন পাবে ৩০ লাখ, মাসিক ভাতা ২০ হাজার টাকা- মুক্তিযুদ্ধ উপদেষ্টা ২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত ধর্ষণের প্রতিবেদন না দেয়ায় এসপিকে তলব কক্সবাজারে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২ পঞ্চগড়ে ২৮ ভুয়া মামলা নিষ্পত্তি, মুক্তি পেলেন ৩ হাজার আসামি বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ সন্তানকে স্কুল থেকে আনতে গিয়ে প্রাণ হারালো মা বয়লার পরিদর্শকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ডেমরায় জনগণের বাধায় বন্ধ করা হলো ট্রাফিক পুলিশ বক্সের নির্মাণ কাজ আ’লীগের বহিষ্কৃত নেতা মোবারকের আপিলের রায় ৩০ জুলাই

ছেঁড়া জামা বিতর্ক নিয়ে যা বললেন উর্বশী

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০৭:২০:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০৭:২০:১১ অপরাহ্ন
ছেঁড়া জামা বিতর্ক নিয়ে যা বললেন উর্বশী
অভিনেত্রী উর্বশী রৌতেলা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। এবারের ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে অভিনেত্রীর পোশাক নিয়ে ব্যাপক সমালোচনাও হয়েছে। কানের আসরে তার দুইবারের সাজই অনুরাগীদের পছন্দ হয়নি। সোশ্যাল মিডিয়ায় উর্বশীর সাজ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। তবে লাল গালিচায় হাঁটার পরেও অভিনেত্রীর মন ভালো নেই। মায়ের জন্য তার মন খারাপ। উর্বশী এতদিন যেখানেই গেছেন, তার মা সব জায়গাতেই সঙ্গী ছিলেন। কিন্তু এ বছর আর তাকে সঙ্গে করে নিয়ে আসতে পারেননি। তাই বার বার মায়ের কথা মনে পড়ছে উর্বশীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথাই বললেন তিনি। কিছুদিন আগেই একটি বড় দুর্ঘটনা ঘটেছে। হুইলচেয়ার ছাড়া কোথাও যাতায়াত করা খুবই অসুবিধা উর্বশীর মায়ের। সেই কারণেই ফ্রান্সে নিজের সঙ্গে মাকে নিয়ে আসতে পারেননি এ অভিনেত্রী। সেই ক্ষোভও প্রকাশ করেছেন তিনি। এ প্রসঙ্গে উর্বশী বলেন, ‘মা-ই আমার অনুপ্রেরণার উৎস। মর্মান্তিক দুর্ঘটনার জন্য হুইলচেয়ারে আটকে যান তিনি। কিন্তু এই কঠিন সময় মায়ের মনের জোরই আমায় অনেকটা এগিয়ে দেয়।’ উর্বশীর পরিবারের কেউ চলচ্চিত্রজগতের সঙ্গে যুক্ত নন। ফলে এ যাত্রা মোটেই মসৃণ ছিল না। তার এ কঠিন পথে একমাত্র সঙ্গী ছিলেন তার মা। তাই কান চলচ্চিত্র উৎসবে মাকে সঙ্গে না নিয়ে আসতে পারায় উর্বশীর মন ভীষণ খারাপ। কান চলচ্চিত্র উৎসবে দুদিন যে পোশাক পরেছিলেন উর্বশী। তা নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। প্রথমদিন তোতাপাখির মতো রংবেরঙের পোশাক পরেছিলেন তিনি। হাতেও ধরেছিলেন তোতাপাখি। যা দেখে সবাই বিস্মিত হয়ে যান। উৎসবের দ্বিতীয় দিনেও পোশাক-বিপত্তি কিন্তু পিছু ছাড়েনি। গত রোববার উর্বশী পোশাক পরিকল্পক নাজা সাদের তৈরি কালো রঙের একটি গাউন বেছে নিয়েছিলেন। আধা স্বচ্ছ পোশাকটি পরে মঞ্চে এসে উপস্থিত দর্শকের উদ্দেশে হাত নাড়তেই বিপত্তি। বাম দিকের বাহুর নিচের অংশ ছেঁড়া! সেটা আবার স্পষ্ট দেখা যাচ্ছে। দেখতে দেখতে অভিনেত্রীর সেই ছবি, ভিডিও ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় হাসাহাসি শুরু। ‘ডাকু মহারাজ’ সিনেমায় ‘দাবিড়ি দিবিড়ি’ নৃত্য পরিবেশন করে উর্বশী বিতর্কের মুখে পড়েন। আলোচনা-সমালোচনা যেন আর পিছু ছাড়ছে না! নিজের পোশাকে যে বিপত্তি ঘটেছে সেটা তিনিও মুহূর্তে টের পেয়ে যান। যার কারণে হাত না তুলে বিষয়টি সামলানোর চেষ্টা করেন এ অভিনেত্রী।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
উত্তরায় মাইলস্টোন ট্র্যাজেডি মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১ জন

উত্তরায় মাইলস্টোন ট্র্যাজেডি মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১ জন