ঢাকা , মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ , ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
তরবারি হাতে উমা থারম্যানের প্রত্যাবর্তন: ‘দ্য ওল্ড গার্ড ২’-এ নতুন চরিত্রে চমক জোভান-আইশার ‘আবেগ’: পর্দায় বাস্তব জীবনের ছোঁয়া ওয়েব ফিল্মে প্রথমবার সাদিয়া ইসলাম মৌ, ‘গহীন অতল’ নিয়ে নতুন যাত্রা ‘সিরিয়াল কিসার’ ইমরান: ঘনিষ্ঠ দৃশ্যে স্ত্রীর আপত্তি, তবুও মেনে নিয়েছে পরিবার সুস্থ হয়ে বাসায় ফিরলেন লালন শিল্পী ফরিদা পারভীন বিএনপি নেতা শামীম আসার সংবাদ পেয়ে পাথরঘাটা-বামনায় একদিকে উৎসবের আমেজ, অন্যদিকে বইছে হতাশার কালোমেঘ বিকট শব্দের পর আগুন, মুহূর্তেই ঝলসে যায় আমার মুখ নাতনিকে হারিয়ে আহাজারি আমার কলিজারে আজরাইলে নিছে সিএমএইচে মৃত্যুকে আলিঙ্গন করলেন পাইলট শিক্ষক-শিক্ষার্থীদের বর্ণনায় বিভীষিকাময় মুহূর্ত এফ-৭ : কী আছে এই চীনা যুদ্ধবিমানে? বিমানটি ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নিতে চেয়েছিলেন পাইলট বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত ভারত : মোদি আহতদের চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন প্রধান উপদেষ্টা ২০ জনের মৃত্যু আহত দেড় শতাধিক আমতলীতে বিএনপি'র ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন আর্থিক অন্তর্ভুক্তি ও রাজস্ব আহরণে ধস জুলাই আহতরা এখনো হাসপাতালে মানসিকভাবে বিপর্যয়ে ৬৭ শতাংশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪২৯ ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ শনাক্তে ডিসি-ইউএনও অফিসে টাঙানো হচ্ছে তালিকা

কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত নুসরাত ফারিয়া

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০৭:২২:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০৭:২২:১৭ অপরাহ্ন
কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত নুসরাত ফারিয়া
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। অভিনেত্রীর বিরুদ্ধে দায়ের হওয়া এক হত্যাচেষ্টা মামলায় এই জামিন মঞ্জুর হওয়ায় নানা আলোচনা ও চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। দুপুর সাড়ে ১২টার দিকে তার জামিন সংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে তাঁকে স্বজনদের জিম্মায় মুক্তি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালীন নাহার। এর আগে একই দিন সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগের দিন, গত সোমবার দুপুরে নুসরাত ফারিয়াকে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুরে স্থানান্তর করা হয়। জামিন মঞ্জুরের খবরে কারাগারের মূল ফটকে উপস্থিত হন তাঁর বোনসহ পরিবারের সদস্যরা। উল্লেখ্য, নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয় গত রোববার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশন পার হওয়ার সময়। পুলিশ তাঁকে সেখান থেকে আটক করে ঢাকার গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি রাজধানীর ভাটারা থানায় ৩ মে একটি হত্যাচেষ্টা মামলা হিসেবে রেকর্ড করা হয়। মামলার বাদী এনামুল হক (বয়স ৩৫), যিনি গত বছরের ১৯ জুলাই ছাত্র-জনতার একটি গণ-আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন। তাঁর অভিযোগ অনুযায়ী, ঘটনার সাথে জড়িত ২৮৩ জনকে আসামি করা হয়, যাদের মধ্যে ১৭ জন ছিলেন অভিনয় জগতের পরিচিত মুখ। নুসরাত ফারিয়াও ছিলেন তাঁদের একজন। আদালতের নির্দেশে মামলাটি এজাহারভুক্ত হয় এবং ঘটনার প্রায় দুই সপ্তাহ পর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়, তবে আদালত শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। নির্ধারিত শুনানির তারিখ আগামী ২২ মে থাকলেও, তার আগেই জামিন পেলেন এই অভিনেত্রী।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ