ঢাকা , শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ , ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
চীন-রাশিয়া-ভারতের ভবিষ্যৎ সমৃদ্ধ হোক: ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত ২৬ দেশ ভারত ভাগের ডাক নিরাপদ আশ্রয় মিলছে না গাজার কোথাও হাত নেড়ে বিদায় নিলেন মেসি স্লোভাকিয়ার কাছে হারের স্বাদ পেলো জার্মানি জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করলো স্পেন ব্রাজিলের সামনে খড়কুটোর মতো উড়ে গেল চিলি অবসর ভেঙে আবারও মাঠে নামতে যাচ্ছেন রস টেলর রেকর্ড বইয়ে নাম লেখালেন ব্রিটজকে রসের কোচ প্রশিক্ষণ কর্মশালা থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ নির্বাচনে অংশ না নেয়ার জন্য হুমকি দেওয়া হলো বুলবুলকে! সুষ্ঠু ভোটের পরিবেশ চান সাধারণ শিক্ষার্থীরা তারেক রহমান-বাবর খালাস আস্থার সংকটে প্রশাসন ও অর্থনীতি অন্তর্বর্তী সরকারের দায়হীন কর্মকাণ্ডে বিপন্ন মানবাধিকার ক্ষমতা বদলের জন্য জুলাই বিপ্লব হয়নি- জামায়াত গাইবান্ধায় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ ধূমপান নিয়ে তর্ক, পরিবহন কাউন্টারে হামলা-ভাঙচুর দুদকের মামলায় খালাস মীর নাসির ও মীর হেলাল

ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন ক্যাবরেরা

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৭:৪৮:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৭:৪৮:২৪ অপরাহ্ন
ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন ক্যাবরেরা
প্রায চার সপ্তাহের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। গত ২৬ এপ্রিল হঠাৎ করেই তিনি স্পেন গিয়েছিলেন। জানা গেছে, ক্যাবরেরা তার অসুস্থ স্ত্রীকে দেখতে দেশে যান। গত বুধবার ভোরে তিনি ঢাকায় এসেছেন। ক্যাবরেরা ঢাকায় ফিরেছিলেন প্রায় এক মাস ছুটি কাটিয়ে। ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ শেষ করেই তিনি দেশে গিয়েছিলেন। ২২ এপ্রিল সকালে ঢাকায় ফিরে বিকেল ময়মনসিংহে গিয়েছিলেন বসুন্ধরা কিংস ও আবাহনীর মধ্যকার ফেডারেশন কাপ ফুটবলের ফাইনাল দেখতে। তার তিনদিন পর আবার ছুটিতে গিয়েছিলেন তিনি। গত বুধবার জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান বলেন, ‘কোচ ভোরে ঢাকায় ফিরেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হওয়ার কথা ২৯ মে। ৩১ মে ভুটান ও সিঙ্গাপরের বিপক্ষে ম্যাচের জন্য ক্যাম্প শুরু করবেন ক্যাবরেরা।’ অনুশীলনের প্রথমদিন থেকে কি পাওয়া যাবে ইংলিশ লিগের ফুটবলার হামজা চৌধুরীকে? জবাবে আমের খাঁন বলেন,‘হামজা ঠিক করে আসবেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি কবে আসবেন তা জানতে চাওয়া হয়েছে। দিনক্ষণ জানালে সেভাবে তার টিকিটের ব্যবস্থা করা হবে’-বলেছেন আমের খাঁন। কানাডা প্রবাসী শামিত সোমকে অনুশীলনের প্রথম দিন থেকে পাওয়া যাবে না, সেটা আগেই নিশ্চিত করেছে বাফুফে। কারণ, ১ জুন তার কানাডা লিগের ম্যাচ আছে। ইতালি প্রবাসী ফাহমিদুল প্রথম দিন থেকে অনুশীলন করবেন বলেই বাফুফে থেকে জানানো হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স