ঢাকা , শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ , ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
চীন-রাশিয়া-ভারতের ভবিষ্যৎ সমৃদ্ধ হোক: ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত ২৬ দেশ ভারত ভাগের ডাক নিরাপদ আশ্রয় মিলছে না গাজার কোথাও হাত নেড়ে বিদায় নিলেন মেসি স্লোভাকিয়ার কাছে হারের স্বাদ পেলো জার্মানি জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করলো স্পেন ব্রাজিলের সামনে খড়কুটোর মতো উড়ে গেল চিলি অবসর ভেঙে আবারও মাঠে নামতে যাচ্ছেন রস টেলর রেকর্ড বইয়ে নাম লেখালেন ব্রিটজকে রসের কোচ প্রশিক্ষণ কর্মশালা থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ নির্বাচনে অংশ না নেয়ার জন্য হুমকি দেওয়া হলো বুলবুলকে! সুষ্ঠু ভোটের পরিবেশ চান সাধারণ শিক্ষার্থীরা তারেক রহমান-বাবর খালাস আস্থার সংকটে প্রশাসন ও অর্থনীতি অন্তর্বর্তী সরকারের দায়হীন কর্মকাণ্ডে বিপন্ন মানবাধিকার ক্ষমতা বদলের জন্য জুলাই বিপ্লব হয়নি- জামায়াত গাইবান্ধায় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ ধূমপান নিয়ে তর্ক, পরিবহন কাউন্টারে হামলা-ভাঙচুর দুদকের মামলায় খালাস মীর নাসির ও মীর হেলাল

উইন্ডিজের বিপক্ষে ইংলিশ দল থেকে ছিটকে গেলেন আর্চার

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৭:৪৮:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৭:৪৮:৫৩ অপরাহ্ন
উইন্ডিজের বিপক্ষে ইংলিশ দল থেকে ছিটকে গেলেন আর্চার
চোট যেন জোফরা আর্চারের ক্যারিয়ারের বড় সঙ্গী। আরও একবার চোটের কারণে মাঠের বাইরে ইংল্যান্ডের তারকা পেসার। ডান হাতের বুড়ো আঙুলে চোট পেয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। ইংল্যান্ড ২৯ মে থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। সে সিরিজে আর্চারের সার্ভিস পাওয়া হবে না বলে নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আইপিএল ২০২৫-এ রাজস্থান রয়্যালসের হয়ে শেষ দুটি ম্যাচে খেলেননি আর্চার। তার সর্বশেষ ম্যাচ ছিল ৪ মে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। আর্চারের ইনজুরি পরিস্থিতি আগামী দুই সপ্তাহে মূল্যায়ন করবে ইংল্যান্ডের মেডিকেল দল। জুন ২০ থেকে শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে তিনি খেলতে পারবেন কি না, তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে। ইসিবি এক বিবৃতিতে জানায়, ‘ইংল্যান্ড পুরুষ দল এবং সাসেক্সের পেসার জোফরা আর্চার ডান হাতের বুড়ো আঙুলের ইনজুরির কারণে মেট্রো ব্যাংক ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন। আগামী দুই সপ্তাহের মধ্যে মেডিকেল টিম তাকে আবার পর্যবেক্ষণ করবে যাতে তার ফিটনেস এবং ফেরার সময় নির্ধারণ করা যায়। ল্যাঙ্কাশায়ারের লুক উডকে তিন ম্যাচের সিরিজের জন্য ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াডে যুক্ত করা হয়েছে, যা শুরু হবে ২৯ মে এজবাস্টনে।’ ৩০ বছর বয়সি আর্চার সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২১ সালে ভারতের বিপক্ষে। তিনি এখন পর্যন্ত ১৩টি টেস্ট ম্যাচে ৪২ উইকেট নিয়েছেন ৩১.০৪ গড়ে, যার মধ্যে রয়েছে ৩টি পাঁচ উইকেট শিকার।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স