ঢাকা , শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ , ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ব্রাজিলের সামনে খড়কুটোর মতো উড়ে গেল চিলি অবসর ভেঙে আবারও মাঠে নামতে যাচ্ছেন রস টেলর রেকর্ড বইয়ে নাম লেখালেন ব্রিটজকে রসের কোচ প্রশিক্ষণ কর্মশালা থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ নির্বাচনে অংশ না নেয়ার জন্য হুমকি দেওয়া হলো বুলবুলকে! সুষ্ঠু ভোটের পরিবেশ চান সাধারণ শিক্ষার্থীরা তারেক রহমান-বাবর খালাস আস্থার সংকটে প্রশাসন ও অর্থনীতি অন্তর্বর্তী সরকারের দায়হীন কর্মকাণ্ডে বিপন্ন মানবাধিকার ক্ষমতা বদলের জন্য জুলাই বিপ্লব হয়নি- জামায়াত গাইবান্ধায় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ ধূমপান নিয়ে তর্ক, পরিবহন কাউন্টারে হামলা-ভাঙচুর দুদকের মামলায় খালাস মীর নাসির ও মীর হেলাল রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানকে এগিয়ে আসার আহ্বান স্বর্ণ ব্যবসায়ীরাই টার্গেট ডাকাতদের গ্রেফতার ৭ আদাবরে পুলিশের ওপর হামলা কারাগারে ১১ আসামি নির্বাচন না হলে অনাকাক্সিক্ষত পরিস্থিতি তৈরি হবে- সাইফুল হক প্রধান শিক্ষকের ২১৬৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল দাবি ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৭ সিদ্ধান্তহীনতায় আটকে আছে পরিবহন চালকদের বিশ্রামাগার

পল্লী বিদ্যুৎ সমিতির ৭ দফা দাবি মেনে নেয়ার আহ্বান আনু মুহাম্মদের

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ০৫:৫৭:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ০৫:৫৮:৪৩ অপরাহ্ন
পল্লী বিদ্যুৎ সমিতির ৭ দফা দাবি মেনে নেয়ার আহ্বান আনু মুহাম্মদের
সারাদেশে বিদ্যুতের পল্লী বিদ্যুৎ সমিতি ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। এবার এবিষয়ে মুখ খুলেছেন শিক্ষক ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক আনু মুহাম্মদ। পল্লী বিদ্যুতের সংকট সমাধানে অন্তর্বর্তী সরকার স্বৈরাচারের মতো আচরণ করছে বলে মন্তব্য করেন তিনি।
গতকাল শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে সংহতি জানিয়ে  তিনি বলেন, যারা প্রকৃত কাজ করে তাদের দাবি দাওয়া না শোনার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। শুনবে না তারা। তারা যা বলবে সেটাই মানতে হবে। এই যে স্বৈরতন্ত্র, দুর্নীতি, মানুষের উপর জুলুম নিপীড়ন ও চাপিয়ে দেয়ার মানসিকতা এগুলোর বিরুদ্ধেই ২৪-এর গণঅভ্যুত্থান হয়েছিল। কিন্তু এখনো যদি আগের মতোই চলতে থাকে তাহলে পরিবর্তন কোথায়? এই সরকারের চেহারাতো ভিন্ন রকম হতে হবে। গত ৯ মাসে পরিবর্তনের লক্ষণগুলো দেখছি না। পল্লী বিদ্যুতের দাবিগুলো যৌক্তিক মন্তব্য করে তিনি বলেন, এখন দেখা যায় যমুনায় গেলেই দাবি দাওয়াগুলো মানা হচ্ছে। অথচ পল্লী বিদ্যুৎ সমিতি, শ্রমিক, শিক্ষক তারা যখন শান্তিপূর্ণভাবে তাদের দাবি দাওয়াগুলো উপস্থাপন করছে তখন তাদের দাবি-দাওয়াগুলো মানার কোন লক্ষণ দেখছি না। তাদের কথাগুলো শোনার বা বিবেচনা করার কেউ নাই। এটার জন্য গণঅভ্যুত্থান হয় নাই। এটা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। পল্লী বিদ্যুৎ সমিতির ৭ দফা দাবির সঙ্গে সংহতি জানান তিনি। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে দশ দিন ধরে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে সারা দেশের আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। আগামীকাল শনিবার থেকে  গ্রাহকের অভিযোগ গ্রহণ না করাসহ তিন দফা কর্মসূচি দিয়েছে আন্দোলনরতরা।
আন্দোলনরত পল্লী বিদ্যুৎ এসোসিয়েশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের পক্ষ থেকে পল্লী বিদ্যুৎ সংস্কারের ন্যায্য দাবি আদায়ের কোন ইতিবাচক সাড়া না পাওয়ায় আজ (শনিবার) সারাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি নিম্নবর্ণিত কর্মসূচি পালন করবেঃ 
১। শহীদ মিনারে অবস্থান কর্মসূচির পাশাপাশি জরুরী ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা চালু রেখে পূর্বের ন্যায় সারাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি চলমান থাকবে।
২। আজ (শনিবার) সকাল ৯টার মধ্যে সকল অভিযোগ কেন্দ্রের মোবাইল ফোন (উপকেন্দ্র ব্যতীত) নিজ নিজ অফিস প্রধান/সিনিয়র জিএম/জিএম এর নিকট হস্তান্তর করে সকল কর্মকর্তা-কর্মচারী কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে যাত্রা করবেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স