ঢাকা , মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ , ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আমতলীতে বিএনপি'র ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন আর্থিক অন্তর্ভুক্তি ও রাজস্ব আহরণে ধস জুলাই আহতরা এখনো হাসপাতালে মানসিকভাবে বিপর্যয়ে ৬৭ শতাংশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪২৯ ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ শনাক্তে ডিসি-ইউএনও অফিসে টাঙানো হচ্ছে তালিকা তৃতীয় ধাপে এনসিপিসহ ৮২ দলকে চিঠি দিচ্ছে ইসি দেশের ইতিহাসে প্রথমবার ‘নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ -দেবপ্রিয় ভট্টাচার্য উচ্চকক্ষ নিয়ে দুদিনের মধ্যে সিদ্ধান্ত-আলী রীয়াজ দলের প্রধান হলে প্রধানমন্ত্রী হওয়া যাবে না- এটা গণতন্ত্রবিরোধী-সালাহউদ্দিন শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক, মানুষ তাকে ক্ষমা করবে না-মির্জা ফখরুল ১১০৫ কোটি টাকা ভূমি উন্নয়ন কর আদায়-আলী ইমাম মজুমদার পরিস্থিতির কারণে গোপালগঞ্জে গুলি করেছে সেনাবাহিনী-স্বরাষ্ট্র উপদেষ্টা অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার পার্বত্য অঞ্চল নিয়ে দেয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন সারজিস দুর্গাপুরে দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার সৎ মা-মেয়ে হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড চট্টগ্রাম বন্দরের সার্ভিস চার্জের ভাগ চায় চসিক বিএনপি হলো ছ্যাঁচড়া চাঁদাবাজ- ফয়জুল করীম ৪০ বছরের ব্যবসায় এমন সংকট দেখিনি : এ কে আজাদ স্ত্রী-সন্তান-শিক্ষার্থীদের দিয়ে খাতা দেখালে ২ বছর জেল

রোনালদোর সঙ্গে চুক্তি নবায়ন করতে চায় আল নাসর

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ০৬:৪২:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ০৬:৪২:৫৬ অপরাহ্ন
রোনালদোর সঙ্গে চুক্তি নবায়ন করতে চায় আল নাসর
গত সোমবার আল ফাতেহর বিপক্ষে সৌদি প্রো লিগের চলতি মৌসুমের শেষ ম্যাচের পর ক্রিশ্চিয়ানো রোনালদো ইঙ্গিত দিয়েছিলেন, আল নাসরের হয়ে এটিই হতে যাচ্ছে তার শেষ ম্যাচ। তখন থেকেই ‘সিআরসেভেন’ এর ভক্তদের জানার অপেক্ষা- নতুন কোন ক্লাবে যাবেন পর্তুগিজ সুপারস্টার? রোনালদো-ভক্তদের কৌতূহলের মধ্যেই নতুন ঘোষণা দিয়েছেন আল নাসরের স্পোর্টিং ডিরেক্টর ফের্নান্দো হিয়েরো। হঠাৎ তিনি জানান চুক্তির মেয়াদ বাড়াতে পর্তুগিজ তারকার সঙ্গে আলোচনা শুরুর কথা। অর্থাৎ রোনালদোর সঙ্গে চুক্তি নবায়ন করতে চায় আল নাসর। তবে পর্তুগিজ সুপারস্টারকে পেতে এবার আল নাসরকে প্রতিযোগিতায় নামতে হতে পারে। কারণ বেশ কিছু ক্লাব রোনালদোকে চাচ্ছে এবং প্রস্তুাবও দিয়েছে। গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে হিয়েরো বলেন, ‘রোনালদোর সঙ্গে আল নাসরের চুক্তি ৩০ জুন পর্যন্ত। আমরা তার চুক্তি নবায়নের চেষ্টা করবো যেন তিনি আমাদের সঙ্গে থাকতে পারে। অনেক ক্লাব তাকে দলে নিতে আগ্রহী। রোনালদোর সঙ্গে চুক্তি নবায়নের জন্য আলোচনা করছি। ইনশাআল্লাহ, আমরা সমাধানে পৌঁছাতে পারবো।’ টানা দুই মৌসুমে সৌদি প্রো লিগের সর্বোচ্চ গোলদাতা হিসেবে মৌসুম শেষ করেছেন রোনালদো। আল নাসরের হয়ে প্রথম পূর্ণ মৌসুমে লিগে রেকর্ড ৩৫ গোল করেন ৪০ বছর বয়সী ফরোয়ার্ড। সাম্প্রতিক কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, রোনালদো নাম প্রকাশ না করা ব্রাজিলিয়ান ক্লাব থেকে লোভনীয় প্রস্তাব পেয়েছেন, যা তাকে আসন্ন ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ করে দেবে। যে কারণে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে। হিয়েরো বলেন, ‘রোনালদো সৌদি ফুটবলকে বিশ্বের সামনে তুলে ধরেছেন। এখানে আসা, থাকা এবং লিগকে বিশ্বের সামনে উঁচিয়ে ধরার সাহস দেখানো এক অসাধারণ মাইলফলক। তার আগমনের পর অনেক শীর্ষস্থানীয় খেলোয়াড় এখানে এসেছেন। তিনি সব দরজা খুলে দিয়েছেন।’ আল নাসরের হয়ে ১০৫ ম্যাচে ৯৯ গোল করলেও এখনো বড় কোনো শিরোপা জিততে পারেননি রোনালদো। ২০২৩ সালে কেবল আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জিতেছেন তিনি। চলতি মৌসুমে ২৫টি লিগ গোল করেছেন রোনালদো। আল নাসর তৃতীয় স্থানে থেকে শেষ করেছে এবং আগামী মৌসুমের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ হারিয়েছে। রোনালদো আগামী সপ্তাহে পর্তুগাল জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। আগামী ৫ জুন ইউরোপীয় নেশনস লিগের সেমিফাইনালে জার্মানির বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী রোনালদো ২০২২ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ