ঢাকা , মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ , ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আমতলীতে বিএনপি'র ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন আর্থিক অন্তর্ভুক্তি ও রাজস্ব আহরণে ধস জুলাই আহতরা এখনো হাসপাতালে মানসিকভাবে বিপর্যয়ে ৬৭ শতাংশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪২৯ ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ শনাক্তে ডিসি-ইউএনও অফিসে টাঙানো হচ্ছে তালিকা তৃতীয় ধাপে এনসিপিসহ ৮২ দলকে চিঠি দিচ্ছে ইসি দেশের ইতিহাসে প্রথমবার ‘নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ -দেবপ্রিয় ভট্টাচার্য উচ্চকক্ষ নিয়ে দুদিনের মধ্যে সিদ্ধান্ত-আলী রীয়াজ দলের প্রধান হলে প্রধানমন্ত্রী হওয়া যাবে না- এটা গণতন্ত্রবিরোধী-সালাহউদ্দিন শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক, মানুষ তাকে ক্ষমা করবে না-মির্জা ফখরুল ১১০৫ কোটি টাকা ভূমি উন্নয়ন কর আদায়-আলী ইমাম মজুমদার পরিস্থিতির কারণে গোপালগঞ্জে গুলি করেছে সেনাবাহিনী-স্বরাষ্ট্র উপদেষ্টা অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার পার্বত্য অঞ্চল নিয়ে দেয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন সারজিস দুর্গাপুরে দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার সৎ মা-মেয়ে হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড চট্টগ্রাম বন্দরের সার্ভিস চার্জের ভাগ চায় চসিক বিএনপি হলো ছ্যাঁচড়া চাঁদাবাজ- ফয়জুল করীম ৪০ বছরের ব্যবসায় এমন সংকট দেখিনি : এ কে আজাদ স্ত্রী-সন্তান-শিক্ষার্থীদের দিয়ে খাতা দেখালে ২ বছর জেল

বিজিএমইএ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ‘ফোরাম’ প্যানেল

  • আপলোড সময় : ০২-০৬-২০২৫ ০৩:৫২:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৫ ০৩:৫২:৫৭ অপরাহ্ন
বিজিএমইএ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ‘ফোরাম’ প্যানেল
তৈরি পোশাকশিল্পের মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ‘ফোরাম’ প্যানেল। গত শনিবার রাতে ভোট গণনা শেষে এই ফল ঘোষণা করে নির্বাচন বোর্ড। ৩৫ পরিচালক পদের মধ্যে ৩১টি পদে জয়ী হয়েছে ফোরাম, সম্মিলিত পরিষদ পেয়েছে ৪টি পদ, এবং ঐক্য পরিষদ একটি পদেও জয়ী হতে পারেনি। ঢাকা ও চট্টগ্রাম—দুই অঞ্চল মিলিয়ে এবার মোট ৩৫টি পরিচালক পদে নির্বাচন হয়। এতে প্রতিদ্বন্দ্বিতা করে তিনটি জোট: ফোরাম, সম্মিলিত পরিষদ ও ঐক্য পরিষদ। সব মিলিয়ে ৭৬ জন প্রার্থী অংশ নেন। ভোটগ্রহণ হয় ঢাকার র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন ও চট্টগ্রামের র‌্যাডিসন ব্লু বে ভিউ হোটেলে, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে। ভোটার ছিলেন ১ হাজার ৮৬৪ জন, যার মধ্যে ৮৭.৫ শতাংশ ভোট দেন। ঢাকা অঞ্চলে একচেটিয়া জয় ফোরামের: ঢাকা অঞ্চলের ২৬টি পদের মধ্যে ২৫টি পদে জয় পান ফোরামের প্রার্থীরা। শুধু একটি পদে জয়ী হয়েছেন সম্মিলিত পরিষদের প্রার্থী ফারুক হাসান। ফোরামের বিজয়ী প্রার্থীরা হলেন: মাহমুদ হাসান খান, শাহ রাঈদ চৌধুরী, মিজানুর রহমান, এম এ রহিম, ফয়সাল সামাদ, মোহাম্মদ আবদুস সালাম, কাজী মিজানুর রহমান, মো. শিহাব উদ্দোজা চৌধুরী, ইনামুল হক খান, মো. হাসিব উদ্দিন, মোহাম্মদ সোহেল, শেখ এইচ এম মোস্তাফিজ, ভিদিয়া অমৃত খান, জোয়াদ্দার মো. হোসনে কামার আলম, এ বি এম শামছুদ্দিন, নাফিস-উদ-দৌলা, সুমাইয়া ইসলাম, আনোয়ার হোসেন চৌধুরী, মজুমদার আরিফুর রহমান, ফাহিমা আক্তার, আসেফ কামাল পাশা, রশীদ আহমেদ হোসাইনী, রুমানা রশীদ, সামিহা আজিম ও রেজওয়ান সেলিম। চট্টগ্রামেও এগিয়ে ফোরাম: চট্টগ্রামের ৯টি পদের মধ্যে ৬টি জিতেছে ফোরাম এবং ৩টি জয়ী হয়েছে সম্মিলিত পরিষদ। ফোরামের বিজয়ী প্রার্থীরা হলেন: সেলিম রহমান, এম মহিউদ্দিন চৌধুরী, সাকিফ আহমেদ সালাম, মো. শরীফ উল্লাহ, মোহাম্মদ রফিক চৌধুরী ও এনামুল আজিজ চৌধুরী। সম্মিলিত পরিষদের বিজয়ী তিন প্রার্থী হলেন: সৈয়দ মোহাম্মদ তানভীর, এস এম তৈয়ব ও রাকিবুল আলম চৌধুরী। ভোটে সর্বোচ্চ ভোট পেয়েছেন ফোরামের নেতা: ঢাকা অঞ্চলে সর্বোচ্চ ১,১৪৯ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন ফোরামের দলনেতা এবং রাইজিং ফ্যাশনসের এমডি মাহমুদ হাসান খান। চট্টগ্রামে সর্বোচ্চ ভোট পেয়েছেন সেলিম রহমান। নেতৃত্ব ও প্রক্রিয়া: ফোরামের নেতৃত্বে ছিলেন মাহমুদ হাসান খান। সম্মিলিত পরিষদের দলনেতা ছিলেন চৈতি গ্রুপের এমডি মো. আবুল কালাম, আর ঐক্য পরিষদের নেতৃত্বে ছিলেন রোমো ফ্যাশন টুডের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ছিলেন মোহাম্মদ ইকবাল এবং সদস্য ছিলেন সৈয়দ আফজাল হোসেন ও আশরাফ আহমেদ। ভোটগ্রহণ চলাকালে গণমাধ্যম কর্মীরা ভোটকেন্দ্রে প্রবেশ করতে না পারলেও ভোটদানের দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয়। সম্মিলিত পরিষদের আবুল কালাম ভোটের দিন দুপুরে সাংবাদিকদের বলেন, ভোট সুষ্ঠু ও সুন্দরভাবে হচ্ছে। ফলাফল যাই হোক, আমরা তা মেনে নেব। নতুন কমিটি ও পটপরিবর্তন: নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ১১ জুন সভাপতি ও সহসভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে এবং ১৬ জুন নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করবে। উল্লেখ্য, গত বছরের মার্চে হওয়া বিজিএমইএ নির্বাচনে সম্মিলিত পরিষদ জয়ী হলেও নির্বাচন ছিল বিতর্কিত। তখন সভাপতি হন এস এম মান্নান, যিনি পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর দৃশ্যপট থেকে সরে যান। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা দায়ের হয়। এরপর গত ২০ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় বিজিএমইএর বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ করে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ