ঢাকা , মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ , ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আমতলীতে বিএনপি'র ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন আর্থিক অন্তর্ভুক্তি ও রাজস্ব আহরণে ধস জুলাই আহতরা এখনো হাসপাতালে মানসিকভাবে বিপর্যয়ে ৬৭ শতাংশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪২৯ ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ শনাক্তে ডিসি-ইউএনও অফিসে টাঙানো হচ্ছে তালিকা তৃতীয় ধাপে এনসিপিসহ ৮২ দলকে চিঠি দিচ্ছে ইসি দেশের ইতিহাসে প্রথমবার ‘নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ -দেবপ্রিয় ভট্টাচার্য উচ্চকক্ষ নিয়ে দুদিনের মধ্যে সিদ্ধান্ত-আলী রীয়াজ দলের প্রধান হলে প্রধানমন্ত্রী হওয়া যাবে না- এটা গণতন্ত্রবিরোধী-সালাহউদ্দিন শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক, মানুষ তাকে ক্ষমা করবে না-মির্জা ফখরুল ১১০৫ কোটি টাকা ভূমি উন্নয়ন কর আদায়-আলী ইমাম মজুমদার পরিস্থিতির কারণে গোপালগঞ্জে গুলি করেছে সেনাবাহিনী-স্বরাষ্ট্র উপদেষ্টা অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার পার্বত্য অঞ্চল নিয়ে দেয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন সারজিস দুর্গাপুরে দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার সৎ মা-মেয়ে হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড চট্টগ্রাম বন্দরের সার্ভিস চার্জের ভাগ চায় চসিক বিএনপি হলো ছ্যাঁচড়া চাঁদাবাজ- ফয়জুল করীম ৪০ বছরের ব্যবসায় এমন সংকট দেখিনি : এ কে আজাদ স্ত্রী-সন্তান-শিক্ষার্থীদের দিয়ে খাতা দেখালে ২ বছর জেল

এক সিনেমায় দুই ক্লাইম্যাক্স!

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ০৭:৫৮:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ০৭:৫৮:৪১ অপরাহ্ন
এক সিনেমায় দুই ক্লাইম্যাক্স!
শিরোনামটা ঠিক এ মুহূর্তে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে মিলছে না। দেশটিতে যেখানে সংখ্যালগু তথা মুসলিমদের যত্রতত্র নির্যাতন করা হচ্ছে, অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, সেখানে তাদের বড় ধর্মীয় উৎসবের একটি, ঈদুল আজহা কতটা স্বাভাবিকভাবে পালন করতে পারবে সেটাও একটা প্রশ্ন। তবে যেহেতু মাত্র ক’দিন পরই ঈদ, তাই ঈদের সিনেমাও থাকা বাঞ্ছনীয়। তালিকায় দেখা যাচ্ছে ৬ জুন মুক্তি পাবে বলিউডের ব্যবসাসফল ফ্র্যাঞ্চাইজি ‘হাউজফুল’র ৫ম কিস্তি। হাউসফুল’র নাম শুনলেই অক্ষয়ের কথা নিশ্চয়ই দর্শকদের খুব মনে পড়ে। বেচারা!বলিউডের অভাগা নায়ক, যার নামের পাশে গত অর্ধযুগ ধরে ‘টানা ফ্লপ’ শব্দটা জুড়ে আছে। সেই অক্ষয়কে টেনে তুলতে এবার তরুণ মনসুখানি ও সাজিদ নাদিয়াদওয়ালা হাজির হয়েছেন ‘হাউসফুল-৫’ নিয়ে। অক্ষয়কে ‘ফ্লপ নায়ক’র এর অপবাদ থেকে মুক্তি দিতে কে হাজির হননি এ সিনেমায়। রয়েছেন সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকার, চাঙ্কি পান্ডে, রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, জনি লিভার, দিনো মারিয়া, নার্গিস ফখরি, সোনম বাজওয়া, জ্যাকলিন ফার্নান্ডেজ, চিত্রাঙ্গদা সিং ও ফারদিন খান। তাও কী নামের পাশ থেকে ‘ফ্লপ’ শব্দটি মুছতে পারবেন না অক্ষয়? কিছুদিন আগেই ‘হাউসফুল-৫’-এর ট্রেলার প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গেছে, এক বিশাল বড় জাহাজে একটি পার্টির আয়োজন করা হয় ধনকুবের রঞ্জিতের ১০০তম জন্মদিন উপলক্ষ্যে। জন্মদিনে ঘোষণা করা হয় কয়েক কোটি টাকার সম্পত্তি পাবে রঞ্জিতের আসল সন্তান জলি। কিন্তু কে সেই জলি? সম্পত্তির কথা ঘোষণা করতেই শুধু একজন নয়, তিনজন জলি সম্পত্তির অধিকার নিতে চলে আসে। এরপর জলিরূপী অক্ষয়, রীতেশ, অভিষেকের মধ্যে চলতে থাকে খুনসুটি। এ খুনসুটি চলাকালীন জাহাজের মধ্যেই ঘটে যায় একটি খুনের ঘটনা। একটি খুন, সন্দেহের তালিকায় ১৪ জন। কে আসল খুনি? আদৌ সত্যি কি খুন হয়েছে? হাসির মোড়কে তৈরি হয়েছে এ টানটান রোমাঞ্চকর সিনেমাটি। তবে ‘হাউসফুল’ ভক্তদের জন্য একটি দুঃসংবাদও রয়েছে। মুক্তির আগেই সেন্সর বোর্ডের কাঁচি পড়েছে সিনেমার দৃশ্যে। ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন সিনেমায় থাকা ‘আইটেম’ ও ‘হারাম’ শব্দ দুটি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, ‘নিকাল দুঙ্গি’ সংলাপটিও পরিবর্তন করতে বলা হয়েছে নির্মাতাদের। এমনকি, সিনেমার ১ ঘণ্টা ৫৩ মিনিট সময়কালের পরের একটি সংলাপও বাদ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ভারতীয় গণমাধ্যমের মতে, সিনেমার কিছু ভিজ্যুয়াল কাটও করার নির্দেশ দিয়েছে বোর্ড। এক দৃশ্যে শ্যাম্পেন বোতল খোলার মুহূর্তটি ছোট করা হয়েছে, পাশাপাশি হাতের ভঙ্গিমাও বদলাতে হয়েছে। এছাড়া সেন্স্যুয়াল একটি দৃশ্যের দৈর্ঘ্য ২ সেকেন্ড কমানো হয়েছে। এতসব কাটছাঁটের পর ‘হাউসফুল-৫’ পেয়েছে ইউ/এ ১৬+ সার্টিফিকেট। নির্মাতা জানিয়েছেন, সিনেমায় একটি ব্যতিক্রমী চমক থাকছে। এই প্রথম কোনো বলিউড সিনেমায় দুটি আলাদা ক্লাইম্যাক্স মুক্তি পাচ্ছে। বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শক দেখতে পাবেন বিভিন্ন রকম ক্লাইম্যাক্স। প্রযোজক সাজিদ জানিয়েছেন, ‘হাউসফুল-৫’র দুটি ভিন্ন এন্ডিং-সহ ভার্সনের নাম রাখা হয়েছে ‘হাউসফুল-৫এ’ ও ‘হাউসফুল-৫বি’। একাধিক মাল্টিপ্লেক্সে একসঙ্গে দুটি ভার্সন স্ক্রিনে দেখানো হবে অথবা এক স্ক্রিনে বিভিন্ন সময়ে আলাদা আলাদা ভার্সন চলবে। নতুন এন্ডিং কনসেপ্টে সিনেমাহলে গিয়ে দর্শকরা পাবেন একেবারে আলাদা অভিজ্ঞতা। প্রত্যেকের দেখার এন্ডিং অন্যদেরটা থেকে একদম আলাদা!
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ