ঢাকা , সোমবার, ২৮ জুলাই ২০২৫ , ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ভারতের মন্দিরে পদদলিত হয়ে নিহত ৬ জাপানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তিনটি ড্রোন শনাক্ত জাপানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তিনটি ড্রোন শনাক্ত প্রায় ২০ শতাংশ কর্মী ছাঁটাই করবে নাসা মালয়েশিয়ায় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ খেলোয়াড়কে বিক্রির সিদ্ধান্ত নিচ্ছে রিয়াল গ্যালারিতে মেসি, জয়হীন রইলো মায়ামি জাভির আবেদনপত্রটি ছিলো ভুয়া! চতুর্থ টি-টোয়েন্টিতেও জয় পেলো অজিরা ইতিহাসের পাতায় নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেন পাওয়েল ভারতীয় ক্রিকেটারদের দিকে সমালোচনার তির ছুঁড়লেন দানিশ রেফারিদের প্রশিক্ষণে আমন্ত্রণ পেয়েও যোগ দিলেন না মাহমুদউল্লাহ প্রকাশিত হলো এশিয়া কাপের চূড়ান্ত সূচি শিক্ষার্থীদের দিয়ে উত্তরপত্র মূল্যায়ন ৮ পরীক্ষককে আজীবন অব্যাহতি শিশু ও তরুণরা হয়ে উঠুক আগামী দিনের দেশপ্রেমিক-আইজিপি অন্তর্বর্তী সরকার মেরুদণ্ডহীন ও দুর্বল : নুর দগ্ধ আরও দুজনের মৃত্যু বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেল দগ্ধ দুই শিক্ষার্থী শ্রীপুরে শ্রমিকদের ১০ দফা দাবিতে ২ ঘন্টা মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মানসিক আঘাতগ্রস্তদের চিকিৎসার তদারকির জন্য কমিটি গঠন

ইংলিশদের কাছে ধবলধোলাই হলো উইন্ডিজ

  • আপলোড সময় : ১১-০৬-২০২৫ ০৭:৪৩:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৫ ০৭:৪৩:৩৭ অপরাহ্ন
ইংলিশদের কাছে ধবলধোলাই হলো উইন্ডিজ
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ৩৭ রানের জয় পেয়েছে ইংল্যান্ড। আগে ব্যাট করে ইংলিশরা গড়ে রানের পাহাড়, ২৪৮ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ থামে ২১১ রানে। সাউদাম্পটনের দ্য রোজ বোলে টস জিতে আগে ফিল্ডিং করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতেই ওয়েস্ট ইন্ডিজকে ব্যাকফুটে পাঠিয়ে দেন জেমি স্মিথ ও বেন ডাকেট। মাত্র ৫৩ বলে টর্নেডো গতিতে ১২০ রানের জুটি গড়েন তারা দুই জন। জেমিকে শিকার করে এই জুটি ভাঙেন গুডাকেশ মোটি। ২৬ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলেন জেমি। তার প্রায় ২৩১ স্ট্রাইকরেটের ইনিংসে ছিল চারটি চার ও পাঁচটি ছক্কা। দ্বিতীয় উইকেটে ১৯ বলে ৩৪ রানের জুটি গড়েন ডাকেট ও জস বাটলার। বাটলার ১০ বলে ২২ রান করে শেরফান রাদারফোর্ডের বলে আউট হন। তারপর হ্যারি ব্রুক ও ডাকেটের জুটিও বড় হয়নি। ১৭ বলে আসে ২৪ রান। সেঞ্চুরির পথে এগোতে থাকা ডাকেট আউট হলে ভেঙে যায় এই জুটি। ডাকেটের ব্যাট থেকে আসে ইনিংসে সর্বোচ্চ ৮৪ রান। ৪৬ বলের এই ঝলমলে ইনিংসে ডাকেট হাঁকান ১০টি চার ও দুইটি ছক্কা। স্ট্রাইকরেট ছিল প্রায় ১৮৩। তারপর আর কোনো উইকেট হারায়নি ইংল্যান্ড। ৩১ বলে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ব্রুক ও জ্যাকব বেথেল। ফলে নির্ধারিত ২০ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে ২৪৮ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ব্রুক ২২ বলে ৩৫ রান করেন। তার ব্যাট থেকে আসে দুইটি করে চার ও ছক্কা। বেথেল ২২৫ স্ট্রাইকরেটে ১৬ বলে করেন ৩৬ রান। তার ইনিংসে ছিল একটি চার ও চারটি ছক্কা। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিদায় নেন এভিন লুইস ও জনসন চার্লস। দুই ওপেনারই ৯ রান করে আউট হন। তারপর শিমরন হেটমায়ার ৮ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস খেলেন। একটি চার ও তিনটি ছক্কা আসে ব্যাট থেকে। হোপ ও হেটমায়ারের জুটিতে আসে ১৩ বলে ৩২ রান। তারপর ২৮ বলে ৪৯ রানের জুটি আসে হোপ ও রোভম্যান পাওয়েলের ব্যাট থেকে। হোপকে শিকার করে জুটি ভাঙেন ব্রাইডন কার্স। ২৭ বলে ৪৫ রান করে ক্যারিবীয় অধিনায়ক। তার ব্যাট থেকে আসে তিনটি করে চার ও ছক্কা। জেসন হোল্ডারকে নিয়েও ঝড়ো জুটি গড়েন পাওয়েল। তাদের জুটিতে আসে ২৬ বলে ৫২ রান। হোল্ডার করেন ১২ বলে ২৫ রান। হাঁকান তিনটি ছক্কা। তারপর একাই লড়াই করে পাওয়েল। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ৩৭ রানের জয় পায় ইংল্যান্ড। পাওয়েল খেলেন ৪৫ বলে হার না মানা ৭৯ রানের ইনিংস। প্রায় ১৭৬ স্ট্রাইকরেটের ইনিংসে নয়টি চার ও চারটি ছক্কা হাঁকান পাওয়েল। ইংল্যান্ডের পক্ষে তিনটি উইকেট শিকার করেন লুক উড। আদিল রশিদ নেন দুইটি উইকেট। ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন বেন ডাকেট। সিরিজ সেরা হয়েছেন ১৬৫ রান করা জস বাটলার।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রকাশিত হলো এশিয়া কাপের চূড়ান্ত সূচি

প্রকাশিত হলো এশিয়া কাপের চূড়ান্ত সূচি