ঢাকা , বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ , ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সীমান্ত সুরক্ষা ও অবৈধ অভিবাসন রোধে ইইউর সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন দলের নিবন্ধনে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে জেন-জি আন্দোলনে উত্তাল দক্ষিণ এশিয়া আমেরিকাই কি ব্রিকসকে এগিয়ে দিচ্ছে? কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু রাজধানীতে অবৈধ ওয়াকিটকি ব্যবসায় জড়িত দু’জন গ্রেফতার চাটমোহরে ওএমএসের আটা না পেয়ে ফিরে যাচ্ছে মানুষ এস আলমের দুই ছেলেসহ ১০ জনের নামে মামলা ফরিদপুর-৪ আসনে ভাঙ্গার দু’ইউনিয়ন নিয়ে হাইকোর্টে রিট বাগেরহাটের ৪ আসন বহালের দাবিতে মিছিল দু’দিন হরতাল পুলিশের মিথ্যা তদন্ত প্রতিবেদনে ব্যবসায়ী মৃত্যুশয্যায় বেবিচকের কর্মকর্তার বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ বাজারে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া মা-নবজাতকের যত্নে পরিবর্তন আনছে স্বাস্থ্যশিক্ষা ১৩ ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের মৃত্যু পাট পণ্যের উপযোগিতাকে প্রাধান্য দিতে হবেÑ বাণিজ্য উপদেষ্টা গুণতে হবে বিপুল টাকা নির্বাচন বর্জনের ঘোষণা ভিপি প্রার্থী তাহমিনার ঢাবির কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন-নাছির

অবসর নেওয়ার পর যুক্তরাষ্ট্রে অধিনায়কত্ব পেলেন পুরান ও ম্যাক্সওয়েল

  • আপলোড সময় : ১১-০৬-২০২৫ ০৭:৪৫:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৫ ০৭:৪৫:২৪ অপরাহ্ন
অবসর নেওয়ার পর যুক্তরাষ্ট্রে অধিনায়কত্ব পেলেন পুরান ও ম্যাক্সওয়েল
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) ২০২৫ আসরে নতুন দায়িত্ব পেলেন দুই অভিজ্ঞ আন্তর্জাতিক তারকা নিকোলাস পুরান ও গ্লেন ম্যাক্সওয়েল। এমআই নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ফ্রিডম দলের অধিনায়কত্ব পেয়েছেন যথাক্রমে এই ক্যারিবীয় ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া উইন্ডিজ তারকা নিকোলাস পুরান এমআই নিউ ইয়র্কের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি কাইরন পোলার্ডের স্থলাভিষিক্ত হয়েছেন। প্রথম আসর থেকেই দলটির সাথে যুক্ত আছেন পুরান। ২০২৩ সালের ফাইনালে ৫৫ বলে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে শিরোপা এনে দেন। ওই আসরে তিনি সর্বোচ্চ ৩৮৮ রান করে ছিলেন ব্যাট হাতে অনবদ্য। এদিকে সদ্য ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়া গ্লেন ম্যাক্সওয়েল ওয়াশিংটন ফ্রিডমের নতুন অধিনায়ক হয়েছেন। তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলার পাশাপাশি এবার ফোকাস করছেন কেবল টি-টোয়েন্টি ফরম্যাটে। ম্যাক্সওয়েল অধিনায়ক হিসেবে স্টিভেন স্মিথের জায়গায় এসেছেন। এছাড়া সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের নেতৃত্বে থাকছেন কোরি অ্যান্ডারসন, যিনি নিউজিল্যান্ডের হয়ে খেলার পর বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে খেলছেন। তিনি এমএলসির একমাত্র ‘স্থানীয়’ অধিনায়ক। সিয়াটল ওর্কাস দলের অধিনায়ক হিসেবে থাকছেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার হেইনরিখ ক্লাসেন। তবে বাকি দুটি দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ও টেক্সাস সুপার কিংস এখনো অধিনায়কত্ব নিয়ে কোনো ঘোষণা দেয়নি। গত আসরে এই দুই দলের নেতৃত্বে ছিলেন যথাক্রমে সুনীল নারাইন ও ফাফ ডু প্লেসিস। উল্লেখ্য, চলতি বছরের এমএলসি শুরু হচ্ছে ১৩ জুন ওকল্যান্ডে, ফ্রিডম ও ইউনিকর্নসের মধ্যকার ম্যাচ দিয়ে। আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ জুলাই। গতবারের আসরে ওয়াশিংটন ফ্রিডম চ্যাম্পিয়ন হয়েছিল, তারা ফাইনালে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসকে পরাজিত করে ট্রফি জিতে নেয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স