ঢাকা , সোমবার, ২৮ জুলাই ২০২৫ , ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ভারতের মন্দিরে পদদলিত হয়ে নিহত ৬ জাপানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তিনটি ড্রোন শনাক্ত জাপানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তিনটি ড্রোন শনাক্ত প্রায় ২০ শতাংশ কর্মী ছাঁটাই করবে নাসা মালয়েশিয়ায় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ খেলোয়াড়কে বিক্রির সিদ্ধান্ত নিচ্ছে রিয়াল গ্যালারিতে মেসি, জয়হীন রইলো মায়ামি জাভির আবেদনপত্রটি ছিলো ভুয়া! চতুর্থ টি-টোয়েন্টিতেও জয় পেলো অজিরা ইতিহাসের পাতায় নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেন পাওয়েল ভারতীয় ক্রিকেটারদের দিকে সমালোচনার তির ছুঁড়লেন দানিশ রেফারিদের প্রশিক্ষণে আমন্ত্রণ পেয়েও যোগ দিলেন না মাহমুদউল্লাহ প্রকাশিত হলো এশিয়া কাপের চূড়ান্ত সূচি শিক্ষার্থীদের দিয়ে উত্তরপত্র মূল্যায়ন ৮ পরীক্ষককে আজীবন অব্যাহতি শিশু ও তরুণরা হয়ে উঠুক আগামী দিনের দেশপ্রেমিক-আইজিপি অন্তর্বর্তী সরকার মেরুদণ্ডহীন ও দুর্বল : নুর দগ্ধ আরও দুজনের মৃত্যু বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেল দগ্ধ দুই শিক্ষার্থী শ্রীপুরে শ্রমিকদের ১০ দফা দাবিতে ২ ঘন্টা মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মানসিক আঘাতগ্রস্তদের চিকিৎসার তদারকির জন্য কমিটি গঠন

কলাপাড়ায় নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান

  • আপলোড সময় : ১১-০৬-২০২৫ ০৯:৫৫:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৫ ০৯:৫৫:১৩ অপরাহ্ন
কলাপাড়ায় নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান
কলাপাড়া প্রতিনিধি
কলাপাড়ায় দিনভর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেছেন নৌবাহিনী। গত মঙ্গলবার উপজেলার লালুয়া ইউনিয়নের উত্তর লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি বানৌজা শের-ই-বাংলা আয়োজিত এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধসহ প্রায় তিন শতাধিক মানুষ নানা ধরনের শারীরিক সমস্যার চিকিৎসা গ্রহণ করেন। নেভি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (এনটিডিসি)-এর তত্ত্বাবধানে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে নৌবাহিনীর অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দল এ সেবা প্রদান করেন।
চিকিৎসা নিতে আসা স্থানীয় রেজিনা বেগম, রেজাউলসহ অনেকে বলেন, আমরা সাধারণ মানুষ, টাকার অভাবে ডাক্তার দেখানো সম্ভব হয় না। নৌবাহিনীর এই উদ্যোগ খুবই ভালো। ঘরের কাছে ডাক্তার পেয়ে অনেক উপকার হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোজাম্মেল হক জানান, এই মেডিকেল ক্যাম্প মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে। নৌবাহিনীর এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আমরা চাই অন্তত তিনমাস পরপর এমন ক্যাম্পের আয়োজন করা হোক। বাংলাদেশ নৌবাহিনী জানায়, ক্যাম্পে আগতরা পেটের সমস্যা, চোখ ও ত্বকের রোগ, উচ্চ রক্তচাপ, বাতজ্বরসহ নানা স্বাস্থ্য জটিলতার চিকিৎসা সেবা গ্রহণ করেন। দেশের দুর্গম ও প্রত্যন্ত এলাকায় অসহায় ও দরিদ্র জনগণের জন্য তারা নিয়মিতভাবে এ ধরনের চিকিৎসা ক্যাম্প আয়োজন করে থাকেন। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। বাংলাদেশ নৌবাহিনী শুধু দেশের সমুদ্রসীমা রক্ষাতেই নয়, বরং দেশের সাধারণ মানুষের কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

প্রকাশিত হলো এশিয়া কাপের চূড়ান্ত সূচি

প্রকাশিত হলো এশিয়া কাপের চূড়ান্ত সূচি