ঢাকা , বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ , ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সীমান্ত সুরক্ষা ও অবৈধ অভিবাসন রোধে ইইউর সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন দলের নিবন্ধনে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে জেন-জি আন্দোলনে উত্তাল দক্ষিণ এশিয়া আমেরিকাই কি ব্রিকসকে এগিয়ে দিচ্ছে? কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু রাজধানীতে অবৈধ ওয়াকিটকি ব্যবসায় জড়িত দু’জন গ্রেফতার চাটমোহরে ওএমএসের আটা না পেয়ে ফিরে যাচ্ছে মানুষ এস আলমের দুই ছেলেসহ ১০ জনের নামে মামলা ফরিদপুর-৪ আসনে ভাঙ্গার দু’ইউনিয়ন নিয়ে হাইকোর্টে রিট বাগেরহাটের ৪ আসন বহালের দাবিতে মিছিল দু’দিন হরতাল পুলিশের মিথ্যা তদন্ত প্রতিবেদনে ব্যবসায়ী মৃত্যুশয্যায় বেবিচকের কর্মকর্তার বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ বাজারে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া মা-নবজাতকের যত্নে পরিবর্তন আনছে স্বাস্থ্যশিক্ষা ১৩ ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের মৃত্যু পাট পণ্যের উপযোগিতাকে প্রাধান্য দিতে হবেÑ বাণিজ্য উপদেষ্টা গুণতে হবে বিপুল টাকা নির্বাচন বর্জনের ঘোষণা ভিপি প্রার্থী তাহমিনার ঢাবির কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন-নাছির

কলাপাড়ায় নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান

  • আপলোড সময় : ১১-০৬-২০২৫ ০৯:৫৫:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৫ ০৯:৫৫:১৩ অপরাহ্ন
কলাপাড়ায় নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান
কলাপাড়া প্রতিনিধি
কলাপাড়ায় দিনভর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেছেন নৌবাহিনী। গত মঙ্গলবার উপজেলার লালুয়া ইউনিয়নের উত্তর লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি বানৌজা শের-ই-বাংলা আয়োজিত এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধসহ প্রায় তিন শতাধিক মানুষ নানা ধরনের শারীরিক সমস্যার চিকিৎসা গ্রহণ করেন। নেভি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (এনটিডিসি)-এর তত্ত্বাবধানে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে নৌবাহিনীর অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দল এ সেবা প্রদান করেন।
চিকিৎসা নিতে আসা স্থানীয় রেজিনা বেগম, রেজাউলসহ অনেকে বলেন, আমরা সাধারণ মানুষ, টাকার অভাবে ডাক্তার দেখানো সম্ভব হয় না। নৌবাহিনীর এই উদ্যোগ খুবই ভালো। ঘরের কাছে ডাক্তার পেয়ে অনেক উপকার হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোজাম্মেল হক জানান, এই মেডিকেল ক্যাম্প মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে। নৌবাহিনীর এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আমরা চাই অন্তত তিনমাস পরপর এমন ক্যাম্পের আয়োজন করা হোক। বাংলাদেশ নৌবাহিনী জানায়, ক্যাম্পে আগতরা পেটের সমস্যা, চোখ ও ত্বকের রোগ, উচ্চ রক্তচাপ, বাতজ্বরসহ নানা স্বাস্থ্য জটিলতার চিকিৎসা সেবা গ্রহণ করেন। দেশের দুর্গম ও প্রত্যন্ত এলাকায় অসহায় ও দরিদ্র জনগণের জন্য তারা নিয়মিতভাবে এ ধরনের চিকিৎসা ক্যাম্প আয়োজন করে থাকেন। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। বাংলাদেশ নৌবাহিনী শুধু দেশের সমুদ্রসীমা রক্ষাতেই নয়, বরং দেশের সাধারণ মানুষের কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য