ঢাকা , শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ , ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
প্রশাসনের সংস্কার না হলে প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন : ফয়জুল করিম ৭ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে বদলি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ বিচারপতি মানিক ও সাবেক অর্থমন্ত্রীর স্ত্রীসহ সাতজনের বিরুদ্ধে দুদকের ২ মামলা মেয়াদোত্তীর্ণ কনটেইনারে ঝুঁকিতে চট্টগ্রাম বন্দর সুষ্ঠু নির্বাচন নিয়েই জাতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ-সালাহউদ্দিন গাজীপুরে ভাগ্নের হাতে মামা খুন নেপথ্যে মাদক বরিশালে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১৫ আনসার ও ভিডিপি সদস্যদের জন্য সারা দেশে ল্যাবএইডের স্বাস্থ্যসেবা পিআইবি’র উদ্যোগে ৩ দিনব্যাপী ডিজিটাল সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন ধনী ব্যক্তিদের টার্গেট করতো সূচনা ফাউন্ডেশন হাজারীবাগে যুবকের মরদেহ উদ্ধার প্রতিদিন আসছে ১৩৮১ কোটি টাকার প্রবাসী আয় পিটার হাসের কোম্পানি থেকে ১ লাখ কোটি টাকার এলএনজি কিনবে সরকার লোকসানে পঙ্গু হয়ে পড়ছে আলু চাষীরা শেরপুরে বিশ্বখ্যাত হারল্যান ব্র্যান্ড শো-রুম উদ্বোধন ফুলবাড়ীতে ইয়ামিন অনুমোদনহীন মরিচ ও হলুদের গুড়ার ছড়াছড়ি চাঁদপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক শরীয়তপুর জেলা পরিষদের অভ্যন্তরীণ পুকুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত পঞ্চগড়ে সারজিস আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঝিটকা বাজারে অগ্নিকাণ্ডে হয়েছে কোটি টাকার ক্ষয়ক্ষতি

  • আপলোড সময় : ১১-০৬-২০২৫ ১০:১৭:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৫ ১০:১৭:১৫ অপরাহ্ন
ঝিটকা বাজারে অগ্নিকাণ্ডে হয়েছে কোটি টাকার ক্ষয়ক্ষতি
মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরের ঐতিহ্যবাহী ঝিটকা বাজারের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে ছয়টি দোকানঘর পুড়ে গেছে। এতে প্রায় ব্যবসায়ীদের কোটি টাকার ক্ষতি হয়েছে।
বুধবার সকাল নয়টার দিকে হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের ঐতিহ্যবাহী ঝিটকা বাজারের এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ব্যবসায়ীদের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় একঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুড়ে যাওয়া দোকানগুলো হচ্ছে, বাবুল হালদারের কণিকা ফার্মেসি, আব্দুল হকের ওষুধের দোকান মা ফার্মেসি, মহসিন আলমের মহসিন টেলিকম, নির্মল শীলের সেলুনের দোকান, আব্দুল সত্তারের সিয়াম সুজর দোকান ও দিলীপ সাহার সাতরং ফ্যাশনের দোকান।
ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীরা জানান, গতকাল বুধবার সকাল নয়টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকান্ডের সূত্রপাতের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে এবং ফামেসি, জুতা, পোশাক, সেলুন ও মোবাইলের দোকান পুড়ে যায়। এছাড়া পুড়ে যাওয়া দোকানের আশপাশের বেশ কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত মা ফার্সেসির মালিক আব্দুল হক বেপারী জানান,সকালে হঠাৎ করে সাত্তারের জুতার দোকান ও মহসিন আলমের দোকানের উপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের তারে আগুন দেখা যায়। এরপর মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের তীব্রতা বেড়ে গেলে ও ছড়িয়ে গেলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। সাংবাদিক আব্দুল হক বোপারী জানান, তিনি পাইকারী ও খুচরা  ওষুধ বিক্রি করেন। আজ সকাল পৌনে নয়টার দিকে তার পাশের সাত্তার ও মোহসিনের দোকানে আগুন লাগে। আগুনে সাতটির মতো দোকান পুড়ে গেছে।  তিনিসহ ব্যবসয়ীরা নিঃস্ব  হয়ে গেছেন।
ঝিটকা বাজার বণিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছে এবং ক্ষতির সম্মুখে পড়েছে। বিশেষ করে ছয় থেকে সাতটি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। সব মিলে ব্যবসায়ীদের প্রায় দেড় কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য প্রশাসনের কাছে সহায়তা কামনা করছি। হরিরামপুর উপজেলা ফায়ার সার্ভিসের লিডার সোলায়মান জানান, খবর পেয়ে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের সহযোগীতায় প্রায় এক ঘন্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে ফায়ার সার্ভিস তদন্ত করছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষতির পরিমাণ জানানো যাবে।
এ বিষয়ে মানিকগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার গেছেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও বাজার পরিচালনা কমিটির লোকজনের সাথে আলাপ-আলোচনা করেছেন। সরকারীভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা করা হবে। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হবে বলেও ডক্টর মানোয়ার হোসেন মোল্লা জানান।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ