ঢাকা , সোমবার, ২৮ জুলাই ২০২৫ , ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
অবিলম্বে সংস্কার গণহত্যার বিচার ও নতুন সংবিধান প্রণয়ন করতে হবে-নাহিদ রাতারাতি শত কোটি টাকার মালিক কাজল মোল্লা রাজধানীর মোহাম্মদপুর থানায় ১০ লাখ টাকার মাদক গায়েব ২৬ দিনে ১৯৩ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে দেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৯ জনস্বাস্থ্যের প্রকল্পে নজিরবিহীন অনিয়ম চাঁদাবাজিকালে আটক বৈষম্যবিরোধীর ৩ ও ছাত্রসংসদের ১ নেতা রিমান্ডে দেহাবশেষগুলো ছিল পরিচয় না পাওয়া ২ শিক্ষার্থীর পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গীকার জরুরি-ফখরুল ফ্যাসিস্ট সরকারের কাজগুলো আন্তর্জাতিকভাবে ডকুমেন্টারি হয়ে আছে-উপদেষ্টা ফরিদা আমরা বিকৃত ইতিহাস থেকে সত্যকে উদ্ধার করতে চাই-উপদেষ্টা আদিলুর ড. ইউনূসের মালয়েশিয়া সফর ঘিরে কূটনৈতিক তৎপরতা জোরদার দুই তরুণের স্বপ্ন, সারা বিশ্বের বাংলাদেশীদের সহজ জীবন ইমেজ সংকটে এনসিপি পাল্টে যাচ্ছে ঢাবির চেহারা গত বছর বিএনপির আয় প্রায় ১৬ কোটি, ব্যয় প্রায় ৪ কোটি টাকা টাকা ছাড়া মামলার নথি শুনানির জন্য যায় না আদালতে যশোর-খুলনা মহাসড়কের মুড়লীতে আরসিসি রিজিট ঢালাইয়ে ব্যাপক অনিয়ম তিন মডেলের ওয়ালটন মনিটর এখন আরো সাশ্রয়ী মূল্যে বগুড়ায় কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

ঝিটকা বাজারে অগ্নিকাণ্ডে হয়েছে কোটি টাকার ক্ষয়ক্ষতি

  • আপলোড সময় : ১১-০৬-২০২৫ ১০:১৭:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৫ ১০:১৭:১৫ অপরাহ্ন
ঝিটকা বাজারে অগ্নিকাণ্ডে হয়েছে কোটি টাকার ক্ষয়ক্ষতি
মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরের ঐতিহ্যবাহী ঝিটকা বাজারের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে ছয়টি দোকানঘর পুড়ে গেছে। এতে প্রায় ব্যবসায়ীদের কোটি টাকার ক্ষতি হয়েছে।
বুধবার সকাল নয়টার দিকে হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের ঐতিহ্যবাহী ঝিটকা বাজারের এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ব্যবসায়ীদের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় একঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুড়ে যাওয়া দোকানগুলো হচ্ছে, বাবুল হালদারের কণিকা ফার্মেসি, আব্দুল হকের ওষুধের দোকান মা ফার্মেসি, মহসিন আলমের মহসিন টেলিকম, নির্মল শীলের সেলুনের দোকান, আব্দুল সত্তারের সিয়াম সুজর দোকান ও দিলীপ সাহার সাতরং ফ্যাশনের দোকান।
ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীরা জানান, গতকাল বুধবার সকাল নয়টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকান্ডের সূত্রপাতের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে এবং ফামেসি, জুতা, পোশাক, সেলুন ও মোবাইলের দোকান পুড়ে যায়। এছাড়া পুড়ে যাওয়া দোকানের আশপাশের বেশ কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত মা ফার্সেসির মালিক আব্দুল হক বেপারী জানান,সকালে হঠাৎ করে সাত্তারের জুতার দোকান ও মহসিন আলমের দোকানের উপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের তারে আগুন দেখা যায়। এরপর মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের তীব্রতা বেড়ে গেলে ও ছড়িয়ে গেলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। সাংবাদিক আব্দুল হক বোপারী জানান, তিনি পাইকারী ও খুচরা  ওষুধ বিক্রি করেন। আজ সকাল পৌনে নয়টার দিকে তার পাশের সাত্তার ও মোহসিনের দোকানে আগুন লাগে। আগুনে সাতটির মতো দোকান পুড়ে গেছে।  তিনিসহ ব্যবসয়ীরা নিঃস্ব  হয়ে গেছেন।
ঝিটকা বাজার বণিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছে এবং ক্ষতির সম্মুখে পড়েছে। বিশেষ করে ছয় থেকে সাতটি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। সব মিলে ব্যবসায়ীদের প্রায় দেড় কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য প্রশাসনের কাছে সহায়তা কামনা করছি। হরিরামপুর উপজেলা ফায়ার সার্ভিসের লিডার সোলায়মান জানান, খবর পেয়ে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের সহযোগীতায় প্রায় এক ঘন্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে ফায়ার সার্ভিস তদন্ত করছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষতির পরিমাণ জানানো যাবে।
এ বিষয়ে মানিকগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার গেছেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও বাজার পরিচালনা কমিটির লোকজনের সাথে আলাপ-আলোচনা করেছেন। সরকারীভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা করা হবে। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হবে বলেও ডক্টর মানোয়ার হোসেন মোল্লা জানান।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ