ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
টাঙ্গাইলে এনসিপির পদযাত্রা, নিরাপত্তায় ৯ শতাধিক পুলিশ সদস্য সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মডেল মেঘনার জব্ধকৃত মালামাল ফরেনসিক রিপোর্ট তৈরির আদেশ সারাদেশে নীরবে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী মেলিওডোসিস ওয়ারড্রব ম্যালফাংশনের শিকার হলেন জেনিফার লোপেজ এবার প্রাক্তন স্বামীর ৩০ হাজার কোটির সম্পত্তিতে ‘চোখ’ কারিশমার অক্ষয় কুমারের ফিটনেস রহস্য ফাঁস! বিপাকে রাজকুমার! জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে জয়ার নতুন সিনেমা সবাইকে কেন সতর্ক করলেন অভিনেত্রী সাদিয়া আয়মান? আবারও রায়হান রাফী ও তমা মির্জার প্রেমে ভাঙন বিএনপির ভরসার কেন্দ্রবিন্দুতে আপসহীন খালেদা জিয়া ডেঙ্গু আতঙ্কে নগরবাসী জুলাই সনদ ও ঘোষণাপত্র ৫ আগস্টের মধ্যে জারি করতে হবে : নাহিদ ইসলাম বিয়ামে এসি বিস্ফোরণ নয়, নথি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে ২ জন নিহত ডিএসসিসির পরিবহন ব্যবস্থাপনায় ২ কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রানওয়েতে স্কুলের পারমিশন যারা দিয়েছে তাদের ধরতে হবে-স্বাস্থ্য উপদেষ্টা একই দিনে শহীদ মিনারে সমাবেশ করতে চায় এনসিপি ও ছাত্রদল দেশকে পুনরায় গড়ে তোলার চেষ্টা করছেন তারেক রহমান-ফখরুল রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির

বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, কিছু এলাকায় তাপপ্রবাহ অব্যাহত

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০১:০৮:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০১:০৮:৪৮ অপরাহ্ন
বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, কিছু এলাকায় তাপপ্রবাহ অব্যাহত
রাজধানীতে গত মঙ্গলবার রাতের স্বস্তির বৃষ্টির পর সকালে আবার উত্তপ্ত হয়ে ওঠে আবহাওয়া। তাপপ্রবাহ বইতে শুরু করে। বর্তমানে ঢাকাসহ বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বইছে। কিছু এলাকায় বৃষ্টি হয়ে এটি কমে আসতে পারে। তবে অনেক এলাকায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। গতকাল বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশালের দুই-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। নীলফামারীতে মাঝারি তাপপ্রবাহ চলছে। ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেটের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু কিছু জায়গায় কমে যেতে পারে। বৃহস্পতিবার ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহীর কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। গত মঙ্গলবার রাতেই রাজধানীর কাজীপাড়া, শেওরাপাড়া, আগারগাঁও, শান্তিনগর, মতিঝিল, কাকরাইল, মালিবাগ, রামপুরা, বনশ্রী, পান্থপথ, গ্রীনরোড, কলাবাগান ও ধানমন্ডিতে বৃষ্টি হয়েছে, যা গরমের মধ্যে কিছুটা স্বস্তি এনেছে। আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমি বায়ু ধীরে ধীরে সক্রিয় হচ্ছে। এর প্রভাবে বৃষ্টি বাড়বে এবং তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে পশ্চিমাঞ্চলে গরম পরিস্থিতি এখনই পুরোপুরি কমছে না। পাশাপাশি বঙ্গোপসাগরে একটি সক্রিয় নিম্নচাপ সৃষ্টি হলে আগামী কয়েকদিনে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলেও তারা জানিয়েছেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স