ঢাকা , সোমবার, ২৮ জুলাই ২০২৫ , ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
অবিলম্বে সংস্কার গণহত্যার বিচার ও নতুন সংবিধান প্রণয়ন করতে হবে-নাহিদ রাতারাতি শত কোটি টাকার মালিক কাজল মোল্লা রাজধানীর মোহাম্মদপুর থানায় ১০ লাখ টাকার মাদক গায়েব ২৬ দিনে ১৯৩ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে দেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৯ জনস্বাস্থ্যের প্রকল্পে নজিরবিহীন অনিয়ম চাঁদাবাজিকালে আটক বৈষম্যবিরোধীর ৩ ও ছাত্রসংসদের ১ নেতা রিমান্ডে দেহাবশেষগুলো ছিল পরিচয় না পাওয়া ২ শিক্ষার্থীর পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গীকার জরুরি-ফখরুল ফ্যাসিস্ট সরকারের কাজগুলো আন্তর্জাতিকভাবে ডকুমেন্টারি হয়ে আছে-উপদেষ্টা ফরিদা আমরা বিকৃত ইতিহাস থেকে সত্যকে উদ্ধার করতে চাই-উপদেষ্টা আদিলুর ড. ইউনূসের মালয়েশিয়া সফর ঘিরে কূটনৈতিক তৎপরতা জোরদার দুই তরুণের স্বপ্ন, সারা বিশ্বের বাংলাদেশীদের সহজ জীবন ইমেজ সংকটে এনসিপি পাল্টে যাচ্ছে ঢাবির চেহারা গত বছর বিএনপির আয় প্রায় ১৬ কোটি, ব্যয় প্রায় ৪ কোটি টাকা টাকা ছাড়া মামলার নথি শুনানির জন্য যায় না আদালতে যশোর-খুলনা মহাসড়কের মুড়লীতে আরসিসি রিজিট ঢালাইয়ে ব্যাপক অনিয়ম তিন মডেলের ওয়ালটন মনিটর এখন আরো সাশ্রয়ী মূল্যে বগুড়ায় কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

রবীন্দ্র কাছারিবাড়িতে দর্শনার্থী প্রবেশে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০১:১২:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০১:১২:৫২ অপরাহ্ন
রবীন্দ্র কাছারিবাড়িতে দর্শনার্থী প্রবেশে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারিবাড়িতে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কাছারিবাড়ির অডিটোরিয়ামে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করে রবীন্দ্র কাছারিবাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান জানান, অনিবার্য কারণবশত দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই প্রত্নতাত্ত্বিক স্থাপনাটি সরাসরি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এদিকে কাছারিবাড়িতে ভাঙচুরের ঘটনায় সারাদেশে নিন্দার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ক্ষোভ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। উল্লেখ্য, গত ৮ জুন শাহনেওয়াজ নামে এক দর্শনার্থী পরিবারসহ কাছারিবাড়ি পরিদর্শনে গেলে মোটরসাইকেল পার্কিং নিয়ে এক কর্মচারীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। শাহনেওয়াজ অভিযোগ করেন, তাকে অডিটোরিয়ামের ভেতরে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে গত মঙ্গলবার ‘শাহজাদপুরের সর্বস্তরের জনসাধারণ’ ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে উত্তেজিত জনতা কাছারিবাড়ির ভেতরে ঢুকে অডিটোরিয়ামের দরজা ও জানালায় ভাঙচুর চালায়। এরই পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ কাছারিবাড়ি অডিটোরিয়ামে দর্শনার্থীদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান জানান, অডিটোরিয়ামে ভাঙচুরের ঘটনায় কাস্টোডিয়ান হাবিবুর রহমান সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। একই সঙ্গে বিষয়টি তদন্তে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) শেখ কামাল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার তদন্ত কমিটির প্রধান শেখ কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ