ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
টাঙ্গাইলে এনসিপির পদযাত্রা, নিরাপত্তায় ৯ শতাধিক পুলিশ সদস্য সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মডেল মেঘনার জব্ধকৃত মালামাল ফরেনসিক রিপোর্ট তৈরির আদেশ সারাদেশে নীরবে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী মেলিওডোসিস ওয়ারড্রব ম্যালফাংশনের শিকার হলেন জেনিফার লোপেজ এবার প্রাক্তন স্বামীর ৩০ হাজার কোটির সম্পত্তিতে ‘চোখ’ কারিশমার অক্ষয় কুমারের ফিটনেস রহস্য ফাঁস! বিপাকে রাজকুমার! জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে জয়ার নতুন সিনেমা সবাইকে কেন সতর্ক করলেন অভিনেত্রী সাদিয়া আয়মান? আবারও রায়হান রাফী ও তমা মির্জার প্রেমে ভাঙন বিএনপির ভরসার কেন্দ্রবিন্দুতে আপসহীন খালেদা জিয়া ডেঙ্গু আতঙ্কে নগরবাসী জুলাই সনদ ও ঘোষণাপত্র ৫ আগস্টের মধ্যে জারি করতে হবে : নাহিদ ইসলাম বিয়ামে এসি বিস্ফোরণ নয়, নথি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে ২ জন নিহত ডিএসসিসির পরিবহন ব্যবস্থাপনায় ২ কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রানওয়েতে স্কুলের পারমিশন যারা দিয়েছে তাদের ধরতে হবে-স্বাস্থ্য উপদেষ্টা একই দিনে শহীদ মিনারে সমাবেশ করতে চায় এনসিপি ও ছাত্রদল দেশকে পুনরায় গড়ে তোলার চেষ্টা করছেন তারেক রহমান-ফখরুল রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির

বিআরটিসি’র ২৯৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২১-০৫-২০২৪ ১০:১৪:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৪ ১০:১৪:৩৯ পূর্বাহ্ন
বিআরটিসি’র ২৯৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত বিআরটিসি’র ২৯৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিআরটিসির প্রধান কার্যালয়ের সভাকক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)র পরিচালনা পর্ষদের ২৯৮তম (পুনর্গঠিত পরিচালনা পর্ষদের প্রথম) সভা গতকাল সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছেপর্ষদ সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মো. তাজুল ইসলাম, চেয়ারম্যান, বিআরটিসিপর্ষদ সভার সভাপতির উপস্থিতিতে পুর্নগঠিত পর্ষদ সভার সদস্যগণ নিজ নিজ পরিচয় তুলে ধরেনসদস্য সচিব এস এম কামরুজ্জামান, পরিচালক (প্রশাসন) বিগত পর্ষদ সভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ যেমন-প্রশিক্ষণ বিভাগ স্বতন্ত্রকরণ, গাড়ি মেরামত ব্যয় কিলোমিটার প্রতি প্রাপ্যতার পরিবর্তে প্রয়োজন অনুযায়ী বরাদ্দ প্রদান প্রথা চালুকরণ, আইসিডব্লিউএস এর টায়ার রিট্রেডিং প্লান্ট চালুকরণ, কক্সবাজার, কুয়াকাটা, ঢাকা (দোহার/নাবাবগঞ্জ), ব্রাহ্মণবাড়িয়ায় বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন পাবলিক স্কুল এর সংস্কার বাবদ অর্থ বরাদ্দ, ইত্যাদি বাস্তবায়ন প্রতিবেদন উপস্থাপন করেন
এছাড়াও সদস্য সচিব পুনর্গঠিত পর্ষদ সভার প্রথম সভায় গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি যেমন-প্রশিক্ষণ প্রদানের নিমিত্ত বিআরটিসির প্রত্যেকটি প্রশিক্ষণ ইনস্টিটিউট/কেন্দ্রের জন্য স্কুটি/মোটর সাইকেল ক্রয় ও প্রশিক্ষণ সংক্রান্ত, বিশ্বব্যাংক এর রোডসেফটি প্রকল্প বাস্তবায়নের নিমিত্ত বিআরটিসির প্রশিক্ষণ ইনস্টিটিউট/কেন্দ্র সংস্কার ও আধুনিকায়ন, বিআরটিসির নিজস্ব অর্থায়নে পরীক্ষামূলকভাবে ১০টি বাস তৈরির লক্ষ্যে চেসিস ও ইঞ্জিন ক্রয়, বিভিন্ন ডিপো/ইউনিটের মসজিদ নির্মাণ/সংস্কারের জন্য অনুদান প্রদান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন পাবলিক স্কুলে খন্ডকালীন শিক্ষকদের বেতন বাবদ অর্থ প্রদান সংক্রান্ত, “শিক্ষা সহায়তা তহবিলথেকে সংস্কার বাবদ অর্থ বরাদ্দ প্রসঙ্গে, দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী নিয়োগ প্রসঙ্গে, দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকা বিআরটিসি স্পোর্টস ক্লাব-চালুকরণসহ আরো কয়েকটি বিষয়ের উপর প্রস্তাব উত্থাপন করেনআলোচ্য বিষয়গুলো পর্ষদ সভার সভাপতি এবং সদস্যগণের সম্মতিতে বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়
উন্মুক্ত আলোচনায় জনাব আবুল কালাম আজাদ (সভাপতি, মেট্রোপলিটন প্রেস ক্লাব, বরিশাল), নানা ঘাত প্রতিঘাতের মাধ্যমে বিআরটিসিকে অনন্য উচ্চতায় নিয়ে আসার জন্য চেয়ারম্যান, বিআরটিসিকে আন্তরিক ধন্যবাদ জানানজনাব সাফকাত মঞ্জুর (সাধারণ সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, রাজশাহী) চেয়ারম্যান বিআরটিসিকে উদ্দেশ্য করে বলেন, বিআরটিসি আপনার হাতে প্রাণ ফিরে পেয়েছেপর্ষদ সভার অন্যান্য সদস্যগণও বিআরটিসির উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন
উক্ত সভায় সভাপতি নতুন পরিচালনা পর্ষদ সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানানতিনি পর্ষদ সভার সদস্য ফরিদা ইয়াসমিন (সভাপতি, জাতীয় প্রেসক্লাব, ঢাক) কে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে এমপি হওয়ায় অভিনন্দন জানানবর্তমানে বিআরটিসিতে প্রায় ৩৫০ জন দক্ষ কারিগর রয়েছে, যারা নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে গাড়ি তৈরি করতে সক্ষমএছাড়াও বিআরটিসির ২৬ প্রশিক্ষণ ইনস্টিটিউট/কেন্দ্রগুলোর মাধ্যমে একদিনে ৫-৬ হাজার প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেয়ার সক্ষমতা রয়েছে২০২১ এর পূর্বে নতুন গাড়ি আসা সত্ত্বেও ৬.৩০ কোটি টাকা বেতন দেয়া সম্ভব হয়নি, এখন পুরাতন গাড়ি দিয়ে প্রতি মাসে প্রায় ১২ কোটি টাকা বেতন দেয়া হচ্ছেবিআরটিসির এই উন্নয়ন ও অর্জনকে টেকসই করতে হবেপরিশেষে সভাপতি সাবইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স