ঢাকা , শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ , ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
প্রশাসনের সংস্কার না হলে প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন : ফয়জুল করিম ৭ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে বদলি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ বিচারপতি মানিক ও সাবেক অর্থমন্ত্রীর স্ত্রীসহ সাতজনের বিরুদ্ধে দুদকের ২ মামলা মেয়াদোত্তীর্ণ কনটেইনারে ঝুঁকিতে চট্টগ্রাম বন্দর সুষ্ঠু নির্বাচন নিয়েই জাতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ-সালাহউদ্দিন গাজীপুরে ভাগ্নের হাতে মামা খুন নেপথ্যে মাদক বরিশালে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১৫ আনসার ও ভিডিপি সদস্যদের জন্য সারা দেশে ল্যাবএইডের স্বাস্থ্যসেবা পিআইবি’র উদ্যোগে ৩ দিনব্যাপী ডিজিটাল সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন ধনী ব্যক্তিদের টার্গেট করতো সূচনা ফাউন্ডেশন হাজারীবাগে যুবকের মরদেহ উদ্ধার প্রতিদিন আসছে ১৩৮১ কোটি টাকার প্রবাসী আয় পিটার হাসের কোম্পানি থেকে ১ লাখ কোটি টাকার এলএনজি কিনবে সরকার লোকসানে পঙ্গু হয়ে পড়ছে আলু চাষীরা শেরপুরে বিশ্বখ্যাত হারল্যান ব্র্যান্ড শো-রুম উদ্বোধন ফুলবাড়ীতে ইয়ামিন অনুমোদনহীন মরিচ ও হলুদের গুড়ার ছড়াছড়ি চাঁদপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক শরীয়তপুর জেলা পরিষদের অভ্যন্তরীণ পুকুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত পঞ্চগড়ে সারজিস আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

যুদ্ধে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এক দশকে সর্বোচ্চ-ইউএনএইচসিআর

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৫ ১২:৩৬:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৫ ১২:৩৬:৪৫ পূর্বাহ্ন
যুদ্ধে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এক দশকে সর্বোচ্চ-ইউএনএইচসিআর
বিশ্বজুড়ে যুদ্ধ, সহিংসতা ও নিপীড়নের কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ভয়াবহ রূপ নিয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, ২০২৫ সালের এপ্রিল শেষে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ১০ লাখে, যা এক দশকে সর্বোচ্চ।
গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ইউএনএইচসিআর-এর বার্ষিক ‘গ্লোবাল ট্রেন্ডস রিপোর্ট’-এ বলা হয়েছে, গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ১২ কোটি। এ প্রবণতা গত দশকে প্রতি বছরই বৃদ্ধি পেয়েছে। প্রধান কারণ হিসেবে উঠে এসেছে সুদান, মিয়ানমার ও ইউক্রেনের মতো দেশগুলোর দীর্ঘস্থায়ী যুদ্ধ ও সংঘাত এবং তা থামাতে বৈশ্বিক ব্যর্থতা।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বলেন, আমরা এখন আন্তর্জাতিক সম্পর্কের এক অস্থির সময়ে বাস করছি, যেখানে আধুনিক যুদ্ধ এক ভঙ্গুর ও মর্মান্তিক মানবিক সংকট তৈরি করেছে। শরণার্থী ও বাস্তুচ্যুত মানুষের জন্য শান্তিপূর্ণ ও টেকসই সমাধানের লক্ষ্যে আমাদের আরও বেশি প্রচেষ্টা দরকার।
রিপোর্টে বলা হয়, ২০২৪ সালের শেষে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৬৩ লাখ বেড়ে দাঁড়ায় সাত কোটি ৩৫ লাখে। অন্যদিকে নিজ দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শরণার্থীর সংখ্যা চার কোটি ২৭ লাখ।
বিশ্বজুড়ে এখন সবচেয়ে বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষ রয়েছে সুদানে, যেখানে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ও শরণার্থীর সংখ্যা এক কোটি ৪৩ লাখ। এর পরেই রয়েছে সিরিয়া (এক কোটি ৩৫ লাখ), আফগানিস্তান (এক কোটি ৩ লাখ) ও ইউক্রেন (৮৮ লাখ)।
রিপোর্টে আরও বলা হয়েছে, অধিকাংশ শরণার্থী ধনী দেশগুলোর পরিবর্তে প্রতিবেশী বা নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতেই আশ্রয় নিচ্ছেন। বর্তমানে ৬৭ শতাংশ শরণার্থী প্রতিবেশী দেশগুলোতে এবং ৭৩ শতাংশ নিম্ন ও মধ্যম আয়ের দেশে অবস্থান করছেন। বাস্তুচ্যুতদের মধ্যে ৬০ শতাংশ তাদের দেশের অভ্যন্তরেই রয়ে গেছেন।
ইউএনএইচসিআর জানায়, গত এক দশকে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দ্বিগুণ হয়েছে। অথচ সংস্থাটির মানবিক তহবিল এখনো ২০১৫ সালের মতোই রয়ে গেছে। ফলে চলমান ব্যয় সংকোচন শরণার্থী ও বাস্তুচ্যুতদের আরও ঝুঁকির মুখে ফেলছে।
তবে কিছু ইতিবাচক পরিবর্তনও দেখা যাচ্ছে। গ্রান্ডি বলেন, সংকোচনের মধ্যেও আমরা গত ছয় মাসে আশার কিছু আলো দেখেছি। এক দশকেরও বেশি সময় পরে প্রায় ২০ লাখ সিরীয় তাদের দেশে ফিরতে পেরেছেন। যদিও দেশটি এখনও ভঙ্গুর, তাদের জীবন পুনর্গঠনে আমাদের সহায়তা প্রয়োজন।
২০২৪ সালে মোট ৯৮ লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষ নিজ দেশে ফিরে গেছেন, যার মধ্যে ১৬ লাখ শরণার্থী (গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ) এবং ৮২ লাখ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত (এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ)।
তবে অনেক প্রত্যাবর্তনই হয়েছে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে। যেমন, বিপুল সংখ্যক আফগান নাগরিককে ২০২৪ সালে দুর্দশাগ্রস্ত অবস্থায় আফগানিস্তানে ফিরতে বাধ্য করা হয়। একইভাবে কঙ্গো, মিয়ানমার ও দক্ষিণ সুদানে যেমন নতুন করে বাস্তুচ্যুতি ঘটেছে, তেমনই অনেকে ফিরে গেছেন নিজ দেশে।
রিপোর্টে ইউএনএইচসিআরের জীবন রক্ষাকারী কর্মসূচিগুলোর জন্য নিয়মিত অর্থায়নের আহ্বান জানানো হয়েছে। এসব কর্মসূচি দেশে ফিরে আসা শরণার্থী ও অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদের সহায়তা করে, পাশাপাশি আশ্রয়দাতা সম্প্রদায়ের মৌলিক অবকাঠামো ও সামাজিক সেবা শক্তিশালী করে। যা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য এক গুরুত্বপূর্ণ বিনিয়োগ বলে উল্লেখ করা হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ