ঢাকা , শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ , ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
প্রশাসনের সংস্কার না হলে প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন : ফয়জুল করিম ৭ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে বদলি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ বিচারপতি মানিক ও সাবেক অর্থমন্ত্রীর স্ত্রীসহ সাতজনের বিরুদ্ধে দুদকের ২ মামলা মেয়াদোত্তীর্ণ কনটেইনারে ঝুঁকিতে চট্টগ্রাম বন্দর সুষ্ঠু নির্বাচন নিয়েই জাতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ-সালাহউদ্দিন গাজীপুরে ভাগ্নের হাতে মামা খুন নেপথ্যে মাদক বরিশালে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১৫ আনসার ও ভিডিপি সদস্যদের জন্য সারা দেশে ল্যাবএইডের স্বাস্থ্যসেবা পিআইবি’র উদ্যোগে ৩ দিনব্যাপী ডিজিটাল সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন ধনী ব্যক্তিদের টার্গেট করতো সূচনা ফাউন্ডেশন হাজারীবাগে যুবকের মরদেহ উদ্ধার প্রতিদিন আসছে ১৩৮১ কোটি টাকার প্রবাসী আয় পিটার হাসের কোম্পানি থেকে ১ লাখ কোটি টাকার এলএনজি কিনবে সরকার লোকসানে পঙ্গু হয়ে পড়ছে আলু চাষীরা শেরপুরে বিশ্বখ্যাত হারল্যান ব্র্যান্ড শো-রুম উদ্বোধন ফুলবাড়ীতে ইয়ামিন অনুমোদনহীন মরিচ ও হলুদের গুড়ার ছড়াছড়ি চাঁদপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক শরীয়তপুর জেলা পরিষদের অভ্যন্তরীণ পুকুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত পঞ্চগড়ে সারজিস আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

২৫ জুলাইয়ের মধ্যে প্রকাশ হতে পারে এসএসসির ফল

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৫ ১২:৪৬:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৫ ১২:৪৬:২৬ পূর্বাহ্ন
২৫ জুলাইয়ের মধ্যে প্রকাশ হতে পারে এসএসসির ফল
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী জুলাই মাসের তৃতীয় সপ্তাহ, অর্থাৎ ২৫ জুলাইয়ের মধ্যে প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে দেশের সব শিক্ষা বোর্ড। পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফল প্রকাশের প্রচলিত রেওয়াজ বজায় রাখতেই এই প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির বলেন, “এসএসসির ব্যবহারিক পরীক্ষা শেষ হয়েছে ২৫ মে। সেই হিসেবে আমরা ২৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করতে পারব বলে কাজ এগিয়ে নিচ্ছি।” ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, ফল তৈরির প্রক্রিয়ায় ইতোমধ্যেই বেশ অগ্রগতি হয়েছে। তার ভাষায়, “প্রধান পরীক্ষক-পরীক্ষকদের কেউ কেউ শুরুতে খাতা নিতে অনাগ্রহ দেখালেও একটি চিঠি ইস্যু করার পর বেশিরভাগই খাতা নিয়ে গেছেন। বর্তমানে ওএমআর শিট জমা দেওয়া হচ্ছে এবং ১৫ জুন তারিখের মধ্যে সব ওএমআর শিট জমা হয়ে যাবে।” তিনি আরও জানান, এখন চলছে স্ক্যানিং ও নম্বর ইনপুটের কাজ। এ বছর এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শুরু হয় ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। এর পর ২৫ মে শেষ হয় ব্যবহারিক পরীক্ষা। এবার মোট ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী ফরম পূরণ করলেও, ৩০ হাজারের বেশি পরীক্ষার্থী অন্তত একটি পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। পরীক্ষার প্রথম দিন (১০ এপ্রিল) মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার বলেন, “যদি রেওয়াজ থাকে, নিশ্চয়ই আছে; আমরা আপ্রাণ চেষ্টা করব সেভাবে ফল দেওয়ার।” এর মাধ্যমে বোর্ডগুলো ফল প্রকাশে ৬০ দিনের সময়সীমা মেনে চলার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ