ঢাকা , শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ বিশ্বকাপের টিকিটের জন্য ২৪ ঘণ্টায় জমা পড়লো দেড় মিলিয়ন আবেদন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে যা বললেন শান্ত

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৫ ০৫:৫৬:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৫ ০৫:৫৬:০০ অপরাহ্ন
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে যা বললেন শান্ত
সব কিছু ঠিক থাকলে আজ শুক্রবার শ্রীলঙ্কার উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ টেস্ট দল। এরপর আগামী ১৭ জুন গলে শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এবারের যাত্রার আগে বেশি সময় ধরে অনুশীলনের সুযোগ ছিল না বাংলাদেশের। এই তো ১১ দিন আগে (১ জুন) লাহোরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে। ওই সিরিজ শেষ করে দেশে ফিরতে ফিরতেই কোরবানির ঈদ চলে আসে। তাই লম্বা সময় ধরে অনুশীলন করার সুযোগ হয়নি। যে কারণে অল্প কদিনের প্রস্তুতিতেই শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে হবে বাংলাদেশকে। যাওয়ার আগে ঘরের মাঠে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছেন নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, মুশফিকুর রহিম, খালেদ আহমেদরা। গতকাল বৃহস্পতিবার সেই প্রস্তুতি ম্যাচ শেষে শ্রীলঙ্কা সফরের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এদিন দুপুরে শেরে বাংলার কনফারেন্স হলে হওয়া সংবাদ সম্মেলনে অনেক প্রশ্নের ভীড়ে উঠেছে এই প্রশ্নও; টেস্ট চ্যাম্পিয়নশিপে শিরোপা বিজয়ের স্বপ্ন দেখা যায় কিনা? জবাব দিতে গিয়ে শান্তর ব্যাখ্যা, আসলে টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন না দেখে একটু একটু করে আগানোর চিন্তা করা যুক্তিযুক্ত। তাই শান্তর মুখে এমন কথা, ‘এটা তো অনেক বড় স্বপ্ন। এত দূরে বসে যদি আমি এখনই চিন্তা করি, তাহলে বোকামী হবে। আমার কাছে মনে হয়, ছোট ছোট করে যদি আমরা এগোতে পারি তাহলে ভালো।’ টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের অতীত পারফরম্যান্স ও পরিসংখ্যান টেনে বাংলাদেশ ক্যাপ্টেন মনে করেন, একটা সময় হয়তো ফাইনাল খেলবে বাংলাদেশ। তবে কথা-বার্তায় পরিষ্কার, এ মুহূর্তের লক্ষ্য হলো আগামী দুই বছরের মধ্যে কতটা ভালো খেলা যায়। শান্ত বলেন, ‘আমরা যখন শুরু করেছিলাম, এর আগের চক্রে ১টি ম্যাচ জিতেছিলাম। পরের চক্রে আমরা ৪টা জিতেছি। তার মানে একটু উন্নতি হয়েছে। এই চক্রে লক্ষ্য থাকবে কীভাবে আমরা ২-৩টা ম্যাচ বেশি জিততে পারি। যদি এভাবে আমরা ছোট ছোট চিন্তা করে এগোতে পারি, একটা সময় হয়তো বাংলাদেশ ফাইনাল খেলবে। এই দুই বছরের মধ্যে আমরা কীভাবে আরও ভালো ফল পেতে পারি, সেটি খুব গুরুত্বপূর্ণ।’ বাংলাদেশ গত চক্রে (২০২৩-২০২৫) দেশের মাটিতেও টেস্টে ভালো করেনি। তা নিয়ে প্রশ্ন করা হলে উত্তর দিতে গিয়ে শান্ত স্বীকার করেন, বাংলাদেশ সর্বশেষ চক্রে ঘরের মাঠে ভাল খেলতে পারেনি একদমই। শান্ত বলেন, ‘আমার মনে হয়, ঘরের মাঠের ম্যাচগুলো জিততে হবে। সবশেষ চক্রে ঘরে আমরা খুবই বাজে খেলেছি। ঘরের মাঠে যদি জিততে পারতাম, তাহলে (ওই চক্রে) হয়তো আরও ২-৩টা ম্যাচ বেশি জেতা থাকতো। চিন্তা তো সেটাই, ঘরে কীভাবে আমরা জিততে পারি। দেশে খেলা হলে আরও ভালোভাবে পরিকল্পনা করে খেলবো ইনশাল্লাহ। ঘরের বাইরে ভালো হয়েছে, এই আত্মবিশ্বাস কাজে দেবে। এই বছর যদি আমরা বাইরের মাঠেও ফল পেতে পারি, তাহলে এই চক্রে আমাদের ফল আরেকটু ভালো হবে।’
এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের লক্ষ্য কী?
এ প্রশ্নের জবাবে বাংলাদেশ অধিনায়ক শান্ত শীর্ষ ৪ থেকে ৬টি দলের মধ্যে থাকার আশা ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা গত বছর (চক্রে) ৭ নম্বরে শেষ করেছি। এই বছর তো অবশ্যই লক্ষ্য থাকবে যেন ৪-৫-৬ নম্বরের মধ্যে আসতে পারি। তাহলে খুব ভালো হয়। গত বছর (চক্রে) জয়ের হার সম্ভবত ৪৫ শতাংশ ছিল। এখান থেকে যদি বাড়তে পারি, ৫০-৫৫ বা ৬০ শতাংশ হলে একজন অধিনায়ক হিসেবে আমার মনে হয়, ভালো একটা ফল হবে আমাদের।’
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স