ঢাকা , শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ , ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ বিশ্বকাপের টিকিটের জন্য ২৪ ঘণ্টায় জমা পড়লো দেড় মিলিয়ন আবেদন মানসিকভাবে ভেঙে পড়েছেন জামাল ভূঁইয়ারা হিজাব পরায় হেনস্থার শিকার হয়েছিলেন উসমান খাজার মা! প্রত্যাশা অনুযায়ী বিক্রি হচ্ছেনা ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট অর্ধশত উইকেটের ক্লাবে পা রাখলেন রিশাদ জয় দিয়ে এশিয়া কাপ শুরু করলো টাইগাররা আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে লংকানদের মুখোমুখি হচ্ছে টাইগাররা সচিব পদের ১২ কর্মকর্তাকে দুদকে তলব নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন বিএনপিপন্থি তিন শিক্ষক মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে শেষ হলো ভোটগ্রহণ ইয়াকুবের পেটে গুলি লেগে বেরিয়ে যায় ভুঁড়ি প্রাণ হারান ইসমামুলও সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়লো অন্তর্বর্তী সরকারপ্রধান নিয়ে ঐকমত্য হয়নি প্রেসিডেন্টের আশ্বাস ট্রাম্প-মোদীর সম্পর্কের বরফ গলছে ঢাকায় ১৯ মি.মি বৃষ্টি জলাবদ্ধতায় ভোগান্তি শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা টেকনাফের জলসীমায় হঠাৎ বেপরোয়া আরাকান আর্মি বেকারত্বের শীর্ষে ঢাকা ২য় স্থানে চট্টগ্রাম পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

একদিনেই ১৪ উইকেটের পতন

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৫ ০৫:৫৬:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৫ ০৫:৫৬:৪৭ অপরাহ্ন
একদিনেই ১৪ উইকেটের পতন
গত বুধবার থেকে ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে শুরু হয়েছে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। প্রথম দিনেই ১৪টি উইকেটের পতন দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। অস্ট্রেলিয়া টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫৬.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১২ রানে অলআউট হয়ে যায়। জবাব দিতে নেমে প্রোটিয়ারাও পড়ে বিপাকে। ৩০ রান তুলতেই তারা হারায় ৪টি উইকেট এবং দিন শেষ করে ১৬৯ রানে পিছিয়ে থেকে। দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শূন্য রানে উইকেট হারায়, প্রথম ওভারের শেষ বলে। এইডেন মার্করাম মিচেল স্টার্কের বলে বোল্ড হয়ে যান শূন্য রানে। ১৯ রানের মাথায় তারা দ্বিতীয় উইকেট হারায়। এবার রায়ান রিকেলটনকে উসমান খাজার হাতে ক্যাচ বানিয়ে ফেরান স্টার্ক। ৩টি চারে ১৬ রান আসে তার ব্যাট থেকে। ২৫ রানে গিয়ে তৃতীয় উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এবার প্যাট কামিন্স বোল্ড করেন উইয়ান মুল্ডারকে। ৩ রানের বেশি করতে পারেননি তিনি। ৩০ রানের মাথায় জস হ্যাজলউড চতুর্থ আঘাত করেন প্রোটিয়া শিবিরে। তিনি বোল্ড করেন ট্রিস্টান স্টাবসকে। ২ রানের বেশি করতে পারেননি তিনি। সেখান থেকে টেম্বা বাভুমা ও ডেভিড বেডিংহ্যাম ১৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে প্রথম দিন শেষ করে আসেন। বাভুমা ৬ এবং বেডিংহ্যাম ৮ রানে অপরাজিত আছেন। আজ বৃহস্পতিবার বিকেলে তারা দুজন দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন। তার আগে কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনের বোলিং তোপে ২১২ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। রাবাদা ৫টি উইকেট নেন ৫১ রানে। আর ইয়ানসেন ৪৯ রান দিয়ে নেন ৩টি উইকেট। ব্যাট হাতে অস্ট্রেলিয়ার বিউ ওয়েবস্টার ১১টি চারে সর্বোচ্চ ৭২ রান করেন। আর স্টিভেন স্মিথ ১০টি চারে করেন ৬৬ রান। এছাড়া অ্যালেক্স ক্যারি ২৩, মার্নাস লাবুশেন ১৭ ও ট্র্যাভিস হেড ১১ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স