ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বগুড়ায় কার্গো সার্ভিস প্রতিষ্ঠানের অফিসে ডাকাতি সাড়ে ১৭ লাখ টাকা লুট ৩৯৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি মৃত্যু একজনের ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতনস্কেল দশম গ্রেডে উন্নীত প্রাথমিকে প্রধান শিক্ষকের ২৩৮২ পদে দ্রুত নিয়োগে পিএসসিতে চিঠি ভুয়া র‌্যাবকে ধরল আসল র‌্যাব, উদ্ধার ২ ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় আরও এক আসামি গ্রেফতার টাঙ্গাইলে এনসিপির পদযাত্রা, নিরাপত্তায় ৯ শতাধিক পুলিশ সদস্য সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মডেল মেঘনার জব্ধকৃত মালামাল ফরেনসিক রিপোর্ট তৈরির আদেশ সারাদেশে নীরবে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী মেলিওডোসিস ওয়ারড্রব ম্যালফাংশনের শিকার হলেন জেনিফার লোপেজ এবার প্রাক্তন স্বামীর ৩০ হাজার কোটির সম্পত্তিতে ‘চোখ’ কারিশমার অক্ষয় কুমারের ফিটনেস রহস্য ফাঁস! বিপাকে রাজকুমার! জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে জয়ার নতুন সিনেমা সবাইকে কেন সতর্ক করলেন অভিনেত্রী সাদিয়া আয়মান? আবারও রায়হান রাফী ও তমা মির্জার প্রেমে ভাঙন বিএনপির ভরসার কেন্দ্রবিন্দুতে আপসহীন খালেদা জিয়া ডেঙ্গু আতঙ্কে নগরবাসী

কোহলি-রোহিতকে বিদায়ী সংবর্ধনা দেবে অস্ট্রেলিয়া

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৫ ০৫:৫৭:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৫ ০৫:৫৭:২০ অপরাহ্ন
কোহলি-রোহিতকে বিদায়ী সংবর্ধনা দেবে অস্ট্রেলিয়া
২০২৫ আইপিএল মৌসুম চলাকালে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তারা এমন এক সময় অবসর ঘোষণা করেন, যখন ভারতের কোনো টেস্ট ম্যাচের শিডিউল নেই। এমনকি ভারতও দুই কিংবদন্তির জন্য কোনো বিদায়ী টেস্টের আয়োজন করেনি। এবার যেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাজ করে দেওয়ার উদ্যোগ নিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তারা কোহলি-রোহিতের জন্য একটি জাঁকজমকপূর্ণ বিদায় অনুষ্ঠানের পরিকল্পনা করছে। যদিও সবকিছু এখনো প্রাথমিক পর্যায়ে এবং মুখে মুখে রয়েছে। চলতি বছরের শেষদিকে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। ওই সফরে অসিদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলতে পারে ভারতীয়রা। এই সফরই হতে পারে অস্ট্রেলিয়ার মাটিতে কোহলি ও রোহিতের শেষ ম্যাচ। কেননা, অস্ট্রেলিয়া একটি দীর্ঘ ক্রিকেট মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে। সেইা পরিকল্পনায় ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের পরই শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক অ্যাশেজ সিরিজ। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী (সিইও) টড গ্রিনবার্গ ইঙ্গিত দিয়েছেন, এই সময়ের মধ্যে ক্রিকেটের প্রতি আগ্রহ আরও বাড়াতে বিশেষ কিছু প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর মধ্যে একটি হতে পারে কোহলি-রোহিতের জন্য সাজানো বিদায় অনুষ্ঠান। সাংবাদিকদের গ্রিনবার্গ বলেন, ‘প্রায় দুই দশকে এই প্রথম অস্ট্রেলিয়ার প্রতিটি রাজধানী শহর ও অঞ্চল আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে যাচ্ছে। প্রতিটি শহরের জন্য আলাদা মার্কেটিং পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি।’ রোহিত-কোহলিদের সংবর্ধনা নিয়ে গ্রিনবার্গ বলেন, ‘ভারত থেকে যেসব মানসম্পন্ন খেলোয়াড় আসছেন, তাদের কথা ভাবলে এটাই হতে পারে শেষ সুযোগ, যখন আমরা বিরাট কোহলি বা রোহিত শর্মাকে আমাদের দেশে খেলতে দেখতে পারি। এটা নিশ্চিত নয়। তবে যদি সত্যি হয়, আমরা অবশ্যই তাদের অসাধারণ আন্তর্জাতিক অবদানের স্বীকৃতি দিয়ে দারুণভাবে বিদায় জানাতে চাই।’ টেস্টের পাশাপাশি টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন কোহলি ও রোহিত। এখন শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটেই সক্রিয় রয়েছেন দুই কিংবদন্তি। ২০২৭ বিশ্বকাপ খেলেই হয়তো ৫০ ওভারের ফরম্যাটকেও বিদায় জানাবেন তারা। আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সাদা বলের সিরিজ। এই সফরেই হয়তো শেষবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে ভারতীয় দুই কিংবদন্তি কোহলি-রোহিতকে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স