ঢাকা , শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ , ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ বিশ্বকাপের টিকিটের জন্য ২৪ ঘণ্টায় জমা পড়লো দেড় মিলিয়ন আবেদন মানসিকভাবে ভেঙে পড়েছেন জামাল ভূঁইয়ারা হিজাব পরায় হেনস্থার শিকার হয়েছিলেন উসমান খাজার মা! প্রত্যাশা অনুযায়ী বিক্রি হচ্ছেনা ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট অর্ধশত উইকেটের ক্লাবে পা রাখলেন রিশাদ জয় দিয়ে এশিয়া কাপ শুরু করলো টাইগাররা আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে লংকানদের মুখোমুখি হচ্ছে টাইগাররা সচিব পদের ১২ কর্মকর্তাকে দুদকে তলব নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন বিএনপিপন্থি তিন শিক্ষক মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে শেষ হলো ভোটগ্রহণ ইয়াকুবের পেটে গুলি লেগে বেরিয়ে যায় ভুঁড়ি প্রাণ হারান ইসমামুলও সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়লো অন্তর্বর্তী সরকারপ্রধান নিয়ে ঐকমত্য হয়নি প্রেসিডেন্টের আশ্বাস ট্রাম্প-মোদীর সম্পর্কের বরফ গলছে ঢাকায় ১৯ মি.মি বৃষ্টি জলাবদ্ধতায় ভোগান্তি শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা টেকনাফের জলসীমায় হঠাৎ বেপরোয়া আরাকান আর্মি বেকারত্বের শীর্ষে ঢাকা ২য় স্থানে চট্টগ্রাম পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা

ক্লাব বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা দিলো ম্যানসিটি

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৫ ০৫:৫৮:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৫ ০৫:৫৮:৪৭ অপরাহ্ন
ক্লাব বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা দিলো ম্যানসিটি
জ্যাক গ্রিলিশকে বাইরে রেখেই ক্লাব বিশ্বকাপ খেলতে যাবে ম্যানচেস্টার সিটি, এমন গুঞ্জন শোনা যাচ্ছিলো গত কয়েকদিন ধরেই। তখন থেকেই ইংলিশ উইঙ্গারের ভবিষ্যৎ নিয়ে শুরু হয় জল্পনা-কল্পনা। সেই জল্পনা আরও তীব্র হলো বুধবারের ঘোষণায়। গ্রিলিশকে স্কোয়াড থেকে বাদ দিয়েই এদিন ক্লাব বিশ্বকাপের দল ঘোষণা করে ম্যানসিটি। পেপ গার্দিওলার ঘোষিত ২৭ সদস্যের স্কোয়াডে এক সময়ের প্রায় ১৩৫.৪ মিলিয়ন মার্কিন ডলারের গ্রিলিশ না থাকলেও নতুন চুক্তি করা রায়ান আইত-নুরি, রায়ান চেরকি এবং তিজ্জানি রেইজেন্ডার্স আছেন। ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনের সূত্র অনুযায়ী, দ্রুতই ম্যানসিটি ছাড়তে পারেন গ্রিলিশ। তার প্রতি বেশ ইংলিশ প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাবের (যেমন এভারটন) পাশাপাশি বিদেশি ক্লাবগুলোরও আগ্রহ রয়েছে। তবে আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। গার্দিওলা এর আগে প্রিমিয়ার লিগ মৌসুমের শেষ দিনে ফুলহ্যামের বিপক্ষে জয়ের পর ইঙ্গিত দিয়েছিলেন যে, নিয়মিত প্রথম একাদশে খেলার সুযোগ পেতে হলে ইতিহাদ ছাড়তে হতে পারে গ্রিলিশকে। গ্রিলিশের মতো ডিফেন্ডার কাইল ওয়াকারেরও দলে স্থান হয়নি। ইংল্যান্ডের এই ডিফেন্ডার ২০২৬ সাল পর্যন্ত চুক্তিবদ্ধও থাকলেও গেল জানুয়ারিতে ধারে এসি মিলানে যোগ দিয়েছেন মৌসুমের বাকি সময়ের জন্য। এছাড়াও মিডফিল্ডার জেমস ম্যাকআটিও স্কোয়াডে নেই। কারণ তিনি ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অধিনায়কত্ব করছেন, ফলে যুক্তরাষ্ট্রে যাওয়া হয়নি। যুক্তরাষ্ট্রের আয়োজনে আগামী ১৪ জুন থেকে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ। ম্যানসিটির প্রথম ম্যাচ ১৮ জুন। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ফিলাডেলফিয়ায় মরক্কোর ক্লাব উইদাদ এসির মুখোমুখি হবে গার্দিওলার দল।
ম্যানচেস্টার সিটির ক্লাব ওয়ার্ল্ড কাপ স্কোয়াড-
গোলরক্ষক: মার্কাস বেটিনেলি, স্টেফান ওর্তেগা, এডারসন
ডিফেন্ডার: রুবেন দিয়াজ, জন স্টোন্স, নাথান আকে, রায়ান আইত-নুরি, ভিতোর রেইস, জোশকো গভার্দিওল, ম্যানুয়েল আকাঞ্জি, আবদুকদির খুসানোভ, রিকো লুইস
মিডফিল্ডার: নিকো গঞ্জালেজ, রদ্রি, তিজ্জানি রেইজেন্ডার্স, ইলকায় গুন্দোয়ান, বার্নার্দো সিলভা, ম্যাথিউস নুনেস, রায়ান চেরকি, ক্লদিও এচেভেরি, ফিল ফোডেন, অস্কার বব, নিকো ও’রেইলি
ফরোয়ার্ড: ওমর মারমুশ, আরলিং হালান্ড, সাভিনহো, জেরেমি ডকু
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স