ঢাকা , সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
খালিয়াজুরীতে স্পিডবোট ডুবি নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার প্রতিবছর টাইফয়েডে আক্রান্ত লাখো মানুষ, অধিকাংশই শিশু আমতলীতে সাবেক স্বামীকে শায়েস্তা করতে কিশোর গ্যাং ভাড়া আমতলীতে অবৈধভাবে মজুদ করা সার আটক শ্রীপুরের মাওনা চৌরাস্তা বৃষ্টি হলেই জলাবদ্ধতা জনদুর্ভোগ চরমে হিমাগারে পড়ে আছে ৭৮ হাজার মেট্রিক টন আলু পাচারকৃত অর্থ অনুসন্ধানের চেষ্টা করছে সরকার-অ্যাটর্নি জেনারেল দুর্নীতি মামলায় স্ত্রীসহ মতিউরের একদিনের রিমান্ড ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের রাজধানীসহ কয়েক স্থানে ভারী বৃষ্টি নির্বাচনের মহোৎসব ফেব্রুয়ারিতেই ফরিদপুরের ভাঙ্গায় সড়ক-রেলপথ অবরোধ: ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন, ইউপি চেয়ারম্যান আটক ফরিদপুরের ভাঙ্গায় সড়ক-রেলপথ অবরোধ: ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন, ইউপি চেয়ারম্যান আটক সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজেপির ডেমরা থানার কমিটিতে সেলিম মিয়া আহবায়ক ও মাহবুবুর রহমানকে সদস্য সচিব কমিটি ঘোষণা এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু

বাড়ছে করোনা সংক্রমণ মানা হচ্ছে না নির্দেশনা

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৫ ০১:২৪:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৫ ০১:২৪:৩৫ অপরাহ্ন
বাড়ছে করোনা সংক্রমণ মানা হচ্ছে না নির্দেশনা
দেশে হঠাৎ করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে ১১ দফা নির্দেশনা দেওয়া হয়। কিন্তু সেসব নির্দেশনা মানা হচ্ছে না। অধিকাংশ মানুষ জানেনই না দেশে আবারও করোনা শুরু হয়েছে। গতকাল শনিবার রাজধানীর যাত্রাবাড়ী, ওয়ারী ও সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়। সরেজমিন দেখা যায়, ঈদুল আজহার ছুটি শেষে দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। কিন্তু সবাই উদাসীন। নেই ন্যূনতম সতর্কতা। দু-একজন মাস্ক পরেছে ধুলোবালি থেকে বাঁচার জন্য। তবে মাস্ক পরাদের অন্য নির্দেশনা মানতে দেখা যায়নি। শরীয়তপুর থেকে বাসে এসেছেন হেমায়েত উদ্দিন। অন্য যাত্রীদের মতো তিনিও বাস থেকে যাত্রাবাড়ীতে নামেন। ভিড় ঠেলে এগিয়ে যাওয়ার পথে প্রতিবেদকের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, করোনার বিষয়টা ফেসবুকে দেখেছি। কিন্তু এখন আর এটাকে কঠিন কিছু মনে হচ্ছে না। সরকার কী কী নির্দেশনা দিয়েছে দেখিনি। বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন মারিয়া খাতুন। চাঁদপুর থেকে সায়েদাবাদ এসেছেন। যাবেন মিরপুর। তিনি বলেন, করোনার বিষয়ে কোথাও কোনোকিছু চোখে পড়েনি। মাস্ক পরার কথাও কেউ বলেনি। সরকার সতর্কতা বাড়ালে আমরাও সতর্ক হবো। যাত্রাবাড়ী এলাকার অটোরিকশা চালক আক্তার হোসেন বলেন, করোনা শুরু হওয়ার বিষয়ে আমরা কিছুই জানি না। সরকারের পক্ষ থেকে কোনও নির্দেশনা দেখিনি। এ এলাকায় (যাত্রাবাড়ী) কোনও মাইকিং হয়নি। সায়েদাবাদ এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন আবুল কালাম। তিনি মাস্ক পরেছেন। করোনার বিষয়ে তিনি বলেন, সারা দিন রাস্তায় পড়ে থাকি। ধুলোবালি থেকে বাঁচার জন্য নিয়মিত কয়েকটা মাস্ক ব্যবহার করি। সরকারের পক্ষ থেকে মাস্ক দেওয়া হয়েছে। করোনার বিষয়ে সেভাবে কোনও নির্দেশনা পাইনি। মাস্ক পরা অবস্থায় ভিড়ের মধ্যেই গন্তব্য হেঁটে যাচ্ছিলেন রায়হান হোসেন। কথা হলে তিনি জানান, বাইরে বের হলে মাস্ক পরা তার নিত্যদিনের অভ্যাস। করোনার বিষয়ে শুনেছেন। কিন্তু অন্যান্য সতর্কতা মানা শুরু করেননি। গত ৪ জুন করোনায় আক্রান্ত হয়ে রাজধানীতে একজনের মৃত্যু হয়। ১৩ জুন মারা যান আরও দুজন। এ সময় নতুন করে ১৫ জনের করোনা শনাক্ত হয়। প্রতিদিন করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এ জন্য ১১ জুন দুপুরে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এক সংবাদ সম্মেলনে ১১ দফা নির্দেশনা তুলে ধরেন। সেখানে দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরের আইএইচআর ডেস্কগুলোতে নজরদারি ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলো জোরদার করার বিষয়ে এরইমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। জনসাধারণের জন্য করণীয় ১. জনসমাগম এড়িয়ে চলা এবং বাধ্যতামূলক মাস্ক ব্যবহার। ২. শ্বাসতন্ত্রের সংক্রমণ প্রতিরোধে নিয়মিত মাস্ক পরা। ৩. হাঁচি-কাশির সময় মুখ ঢেকে রাখা। ৪. ব্যবহৃত টিস্যু নিরাপদভাবে ফেলা। ৫. নিয়মিত ২০ সেকেন্ড ধরে সাবান-পানি বা স্যানিটাইজারে হাত ধোয়া। ৬. অপরিষ্কার হাতে চোখ-নাক-মুখ স্পর্শ না করা। ৭. আক্রান্তদের থেকে কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখা। সন্দেহভাজন রোগীদের জন্য পরামর্শ ১. উপসর্গ থাকলে বাড়িতে বিশ্রামে থাকা। ২. রোগীকে মাস্ক পরতে উৎসাহ দেওয়া। ৩. সেবাদানকারীদের মাস্ক ব্যবহার নিশ্চিত করা। ৪. প্রয়োজনে আইইডিসিআর (০১৪০১-১৯৬২৯৩) বা স্বাস্থ্য বাতায়নে (১৬২৬৩) যোগাযোগ।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স