ঢাকা , শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫ , ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পোরশায় ধর্ষণ মামলার আসামি আবুল হাসান গ্রেফতার কোনো দলের প্রতি সেনাবাহিনীর আলাদা নজর নেই : সেনা সদর সর্দি-জ্বরে জর্জরিত দেশ আগামী নির্বাচন প্রতিটি নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ: তারেক রহমান দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের সিদ্ধান্ত কিশোরগঞ্জ ভেঙে বাজিতপুরকে জেলায় রূপান্তরের দাবি প্রতিবন্ধী বিদ্যালয় অনুমোদনে চরম অনিয়ম আউটসোর্সিং খাতের নীতিমালা সংশোধনের দাবি চট্টগ্রাম-কক্সবাজার রুটে বদলে যাচ্ছে ট্রেনের সময় কার্যকর ১০ আগস্ট ফেনীতে হাসিনা-নিজাম হাজারীসহ ২২১ জনকে অভিযুক্ত করে চার্জশিট মৌলভীবাজারে সেপটিক ট্যাংকে নেমে যুবকের মৃত্যু ঢামেকে ভুয়া চিকিৎসক সেজে রোগীর সঙ্গে প্রতারণায় আটক ২ ১০ দিনে বাসার দখল নিতে হবে সরকারি চাকরিজীবীদের থানায় ঢুকে ‘মব’ সৃষ্টি : তিনজন কারাগারে গণতন্ত্র চর্চা করলে সমাজের বৈষম্য হ্রাস পায়-উপদেষ্টা নওগাঁয় হত্যা মামলায় দু’জনের মৃত্যুদণ্ড ও ধর্ষণ মামলায় দু’জনের যাবজ্জীবন নওগাঁ সীমান্ত দিয়ে ১০ জনকে বিএসএফের পুশ ইন সংঘবদ্ধ চক্রের হাতে জিম্মি ডেসটিনি সংকোচনমূলক মুদ্রানীতি বাণিজ্য-বিনিয়োগ প্রবৃদ্ধি বাধাগ্রস্ত করবে : ঢাকা চেম্বার সার কারখানা চালু রাখতে বন্ধ করতে হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র
চলতি বছরজুড়ে মিলবে এই সুবিধা

শ্রমিকদের জন্য আরও চার রুটে বিমানের বিশেষ ভাড়া

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ১২:০১:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ১২:০১:৩২ পূর্বাহ্ন
শ্রমিকদের জন্য আরও চার রুটে বিমানের বিশেষ ভাড়া
উত্তরা থেকে মঞ্জুর মোল্লা
মালয়েশিয়া ও সৌদি আরবের পর এবার মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত ও কাতার রুটে শ্রমিকদের জন্য রেয়াতি ভাড়া চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই ছয় দেশে কেবল প্রথমবার যাওয়ার ক্ষেত্রে এই সুবিধা মিলবে। রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি বলেছে, রেমিটেন্স যোদ্ধারা একমুখী যাত্রার এই সুবিধা পাবেন চলতি বছরজুড়ে।
এর আগে মালয়েশিয়া ও সৌদি আরবের জন্য এই সুবিধার মেয়াদ ১০ ফেব্রুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ঠিক করা হয়েছিল। তবে বিমান বাংলাদেশ এখন বলছে, এই দুই দেশে যাওয়ার ক্ষেত্রেও ৩১ ডিসেম্বর পর্যন্ত রেয়াতি ভাড়া সুবিধা মিলবে।
ওয়ার্কার ফেয়ার নামের এ উদ্যোগের আওতায় ঢাকা থেকে সৌদি আরবের ভিত্তি ভাড়া (ট্যাক্স বাদে) ধরা হয়েছে ৩৬০ মার্কিন ডলার। আর মালয়েশিয়ার ক্ষেত্রে এই পরিমাণ ১৫০ ডলার। আর ঢাকার বাইরে থেকে কুয়ালালামপুরের ভিত্তি ভাড়া হবে ১৭৫ ডলার। সাধারণভাবে ট্রাভেল এজেন্টদের কাছে এখন ঢাকা থেকে সৌদি আরবের টিকেট কিনতে বর্তমানে ৪০০ থেকে ৪৮০ ডলার ভাড়া গুনতে হয়। আর মালয়েশিয়ার ক্ষেত্রে খরচ পড়ে ৩০০ থেকে ৩৫০ ডলার। বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর জানান, মালয়েশিয়া ও সৌদি আরব রুটে এই সুবিধা চালুর সময় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কার্ড বা বিএমইটি’র সত্যায়নের বাধ্যবাধকতা ছিল। তবে এখন সেটি সহজ করা হয়েছে। তিনি বলেন, প্রবাসী শ্রমিক হিসেবে যাচ্ছে, সেটি প্রমাণ করতে পারলেই এখন এই সুবিধা মিলবে। বিএমইটি সত্যায়নের বাধ্যবাধকতা নেই। তবে আগের মতোই ওমরাহ ভিসা, ফ্যামিলি ভিজিট বা রেসিডেন্স ভিসাধারী যাত্রীরা এই বিশেষ ভাড়া সুবিধা পাবেন না।
নতুন চার রুটের ভাড়ার বিষয়ে জানতে চাইলে রওশন বলেন, আরবিডি ‘টি’ লেয়ারের ভাড়া ধরা হবে। অর্থাৎ, সর্বনিম্ন যে ভাড়া, সে হারে ভাড়া নির্ধারণ করা হবে। তবে এক ফ্লাইটে একসঙ্গে সবাইকে এ সুবিধা দেয়া সম্ভব হবে না। হয়তো একটি নির্দিষ্ট সংখ্যক আসনের জন্য প্রবাসী শ্রমিকরা এই সুবিধা পাবেন। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এই সুবিধা মিলবে। কেউ যদি একটি ফ্লাইটে এই সুবিধা না পান, সেক্ষেত্রে পরের ফ্লাইটে তিনি এ সুবিধা নিতে পারবেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য