ঢাকা , শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫ , ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পোরশায় ধর্ষণ মামলার আসামি আবুল হাসান গ্রেফতার কোনো দলের প্রতি সেনাবাহিনীর আলাদা নজর নেই : সেনা সদর সর্দি-জ্বরে জর্জরিত দেশ আগামী নির্বাচন প্রতিটি নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ: তারেক রহমান দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের সিদ্ধান্ত কিশোরগঞ্জ ভেঙে বাজিতপুরকে জেলায় রূপান্তরের দাবি প্রতিবন্ধী বিদ্যালয় অনুমোদনে চরম অনিয়ম আউটসোর্সিং খাতের নীতিমালা সংশোধনের দাবি চট্টগ্রাম-কক্সবাজার রুটে বদলে যাচ্ছে ট্রেনের সময় কার্যকর ১০ আগস্ট ফেনীতে হাসিনা-নিজাম হাজারীসহ ২২১ জনকে অভিযুক্ত করে চার্জশিট মৌলভীবাজারে সেপটিক ট্যাংকে নেমে যুবকের মৃত্যু ঢামেকে ভুয়া চিকিৎসক সেজে রোগীর সঙ্গে প্রতারণায় আটক ২ ১০ দিনে বাসার দখল নিতে হবে সরকারি চাকরিজীবীদের থানায় ঢুকে ‘মব’ সৃষ্টি : তিনজন কারাগারে গণতন্ত্র চর্চা করলে সমাজের বৈষম্য হ্রাস পায়-উপদেষ্টা নওগাঁয় হত্যা মামলায় দু’জনের মৃত্যুদণ্ড ও ধর্ষণ মামলায় দু’জনের যাবজ্জীবন নওগাঁ সীমান্ত দিয়ে ১০ জনকে বিএসএফের পুশ ইন সংঘবদ্ধ চক্রের হাতে জিম্মি ডেসটিনি সংকোচনমূলক মুদ্রানীতি বাণিজ্য-বিনিয়োগ প্রবৃদ্ধি বাধাগ্রস্ত করবে : ঢাকা চেম্বার সার কারখানা চালু রাখতে বন্ধ করতে হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র

এটিএম বুথের ভেতর শ্রমিককে ধর্ষণ, নিরাপত্তাকর্মী পলাতক

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ১২:০৬:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ১২:০৬:২২ পূর্বাহ্ন
এটিএম বুথের ভেতর শ্রমিককে ধর্ষণ, নিরাপত্তাকর্মী পলাতক
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে চাকরির প্রলোভনে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের ভেতর কারখানা শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে বুথের নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে। পুলিশ ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। গতকাল সোমবার ভুক্তভোগীর পিতা বাদী হয়ে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগীর বাড়ি নেত্রকোনা জেলায়।
অভিযোগে জানা যায়, গত রোববার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় তালহা স্পিনিং মিল সংলগ্ন ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের ভেতরের ছোট কক্ষে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মো. লিটন ময়মনসিংহ জেলার পাগলা থানার ডুবাইল গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে। লিটন মুলাইদ গ্রামের আতাব উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে ফাস্ট সলিউশন লিমিটেড নামের একটি নিরাপত্তা প্রহরী নিয়োগকারী প্রতিষ্ঠানের কর্মী হিসেবে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে দায়িত্বরত আছেন।
থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানা গেছে, এটিএম বুথ থেকে টাকা উঠানোর সূত্র ধরে ভুক্তভোগী কারখানা শ্রমিকের সঙ্গে পরিচয় হয় শ্রীপুরের এমসি বাজার এলাকার তালহা স্পিনিং মিলের সামনে অবস্থিত ডাচ বাংলা ব্যাংকের বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা লিটনের। ভুক্তভোগী স্থানীয় একটি কারখান চাকরি করতেন। তালহা স্পিনিং মিল নামের কারখানায় ১২ হাজার টাকা বেতনের চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে লিটন ওই নারী শ্রমিককে তার বাবার মোবাইল ফোনে যোগাযোগ করে গত রোববার সকাল ৬টায় দেখা করতে বলেন। বুথে যাওয়ার পর কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তা আসবেন বলে লিটন বুথের ভেতরে থাকা ছোট্ট একটি কক্ষে ওই নারীকে নিয়ে বসান। এ সময় ভুক্তভোগী ওই নারীর বাবা দুইবার মেয়ের চাকরির বিষয়ে জিজ্ঞেস করলে অভিযুক্ত লিটন তাকে নিশ্চিন্তে থাকতে বলেন। পরে সকাল ৯টার দিকে এটিএম বুথে ভেতরে বসে থাকা ওই নারী শ্রমিককে লিটন ধর্ষণ করে। এরপর বাড়ি গিয়ে ভুক্তভোগী তার বাবাকে ঘটনাটি জানান।
ফাস্ট সলিউশন লিমিটেডের বক্তব্য জানতে প্রতিষ্ঠানের সুপারভাইজার মো. হানিফের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি তা রিসিভি না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মহম্মদ আবদুল বারিক বলেন, ঘটনার পরপরই ভুক্তভোগী নারীর বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়। ঘটনার পরপরই আসামি পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি। তবে তাকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য