ঢাকা , মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫ , ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আদমদীঘিতে পুকুরে বিষ প্রয়োগ ৭০ হাজার টাকার মাছ বিনষ্ট ঈশ্বরগঞ্জে মামলা দায়েরের ৪৮ দিন পর ধর্ষক গ্রেফতার কলাপাড়ায় বিএনপির সাংগঠনিক সভা সুসংগঠিত হচ্ছে লোহাগড়ায় এইচএসসি পরীক্ষায় জালিয়াতি বিএনপি সভাপতিসহ তিন নেতার পরীক্ষা বাতিল কুমিল্লা গোমতী নদীর সকল অবৈধ স্থাপনা ৬ মাসের মধ্যে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের মীরসরাইয়ে খানাখন্দে ভরা জোরারগঞ্জ মুহুরী প্রজেক্ট সড়ক যেন মৃত্যুফাঁদ কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আটক ৫ ছাতক থানার ওসিকে প্রাণনাশের হুমকি মেহেরপুরে সেচযন্ত্রে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু সিরাজদিখানে আ’লীগ নেতা সুমন গ্রেফতার বরগুনায় ডেঙ্গু আক্রান্ত ৬৮ তহশিলদার রাশেদুল এর সীমাহীন দুর্নীতিতে হয়রান সেবা গ্রহীতারা ফরিদপুরে মাদক কে সয়লাব গাজায় প্রবেশ করা ৩৬ ত্রাণবাহী ট্রাকের বেশিরভাগই লুট বাড়ছে পরমাণু যুদ্ধের আশঙ্কা বর্ষণ-বন্যা-ভূমিধসে বিপর্যস্ত হিমাচল ট্রাম্পের শুল্কে হুমকির মুখে ভারতের রপ্তানি তালতলীতে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আ.লীগের সভাপতিসহ ১৮১ জনের বিরুদ্ধে মামলা দায়ের ওভালে রুদ্ধশ্বাস নাটকীয়তা, সিরিজে সমতা আনল ভারত মুকিমের আঁটসাঁট বোলিংয়েই ওয়েস্ট ইন্ডিজকে ফের হটিয়ে সিরিজ পাকিস্তানের

গলে চতুর্থ দিন শেষে বড় লিডের পথে টাইগাররা

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ০৭:১৭:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ০৭:১৭:৪২ অপরাহ্ন
গলে চতুর্থ দিন শেষে বড় লিডের পথে টাইগাররা
ড্রয়ের পথেই যেন এগোচ্ছে গল টেস্ট। চতুর্থ দিন শেষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে তুলেছে ৩ উইকেটে ১৭৭ রান। লিড দাঁড়িয়েছে ১৮৭ রানের। নাজমুল হোসেন শান্ত ৫৬ আর মুশফিকুর রহিম ২২ রানে অপরাজিত আছেন। হাতে আর মাত্র একদিন। পিচ এখন পর্যন্ত পুরোপুরি ব্যাটিং সহায়ক। তাই নাটকীয় কিছু না ঘটলে এই টেস্ট ড্র হওয়ার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে। গল টেস্টের প্রথম ইনিংসে ডাক (১০ বলে ০) মেরেছিলেন এনামুল হক বিজয়। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ডানহাতি এই ওপেনার। এবার ২০ বল খেলে বিজয় আউট হন ৪ রানেই। বাংলাদেশের প্রথম ইনিংসে ৪৯৫ রানের জবাবে ৪৮৫ করে অলআউট হয় শ্রীলঙ্কা। ফলে ১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে বাংলাদেশ। ইনিংসের অষ্টম ওভারে লঙ্কান অর্থোডক্স স্পিনার প্রভাত জয়সুরিয়ার বলে উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে ক্যাচ হন বিজয়। প্রথম ইনিংসে পেসার আসিথা ফার্নান্ডোর বলে উইকেট বিলিয়ে দিয়েছিলেন তিনি। এরপর মুমিনুল হককে বেশ আত্মবিশ্বাসী দেখালেও ইনিংস বড় করতে পারেননি। ৪০ বল খেলে ১৪ রানে থামেন মুমিনুল। থারিন্ডু রত্নায়েকেকে সুইপ করতে গেলে বল ব্যাটের পর হেলমেটে লেগে ওপরে উঠে যায়, দুর্ভাগ্যজনকভাবে সাজঘরে ফেরেন অভিজ্ঞ এই ব্যাটার। ২ উইকেটে ৬৫ রান নিয়ে চতুর্থ দিনের চা-বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পরই টেস্ট ক্যারিয়ারের সপ্তম ফিফটি তুলে নেন সাদমান। সবশেষ ৭ ইনিংসে এটি তার তৃতীয় পঞ্চাশোর্ধ্ব ইনিংস। এর মধ্যে আছে একটি সেঞ্চুরিও। এবারও সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন সাদমান। কিন্তু ব্যক্তিগত ৭৬ রানে থারিন্ডু রথনায়েকের বলে এলবিডব্লিউ হয়ে ফিরতে হয়েছে তাকে। ১২৬ বলের ইনিংসে ৭টি বাউন্ডারি হাঁকান এই ওপেনার। এর আগে গতকাল শুক্রবার ৪ উইকেটে ৩৬৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। উইকেটে আসেন অপরাজিত দুই ব্যাটার কামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভা। দিনের শুরুতেই শ্রীলঙ্কার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভাকে আউট করেন নাঈম হাসান। দিনের তৃতীয় ওভারের শেষ বলে ধনাঞ্জয়াকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান ডানহাতি টাইগার স্পিনার। ৩৬ বলে ১৯ রান করে সাজঘরে ফেরেন ধনাঞ্জয়া। ডাউন লেগের বল লঙ্কান অধিনায়কের ব্যাট হালকাভাবে ছুঁয়ে লিটনের গ্লাভসে জমা হয়। দলীয় ৩৭৭ রানে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। স্বাগতিকদের স্কোরবোর্ডে ৯ রান যোগ হতেই আবার আঘাত হানেন হাসান মাহমুদ। দিনের অষ্টম ওভারের শেষ বলে কুশল মেন্ডিসকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান টাইগার পেসার। ১৭ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন লঙ্কান উইকেটরক্ষক ব্যাটার। দলীয় ৩৮৬ রানে ষষ্ঠ উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর সপ্তম উইকেটে ৮৪ রানের জুটি করে দলকে বাংলাদেশের কাছাকাছি নিয়ে আসেন মিলান রত্মায়েকে ও কামিন্দু মেন্ডিস। মিলানকে ব্যক্তিগত ৩৯ রানের মাথায় বোল্ড করে জু্টি ভাঙেন হাসান। এরপর উইকেটে আঠার মতো লেগে থাকা কামিন্দুকে (১৪৮ বলে ৮৭) লিটনের ক্যাচ বানান নাঈম। পরবর্তী দুই ব্যাটার থারিন্দু রত্নায়েকে ও আসিথা ফার্নান্ডোকে বোল্ড করে ৪৮৫ রানে লঙ্কানদের প্রথম ইনিংসের ইতি টেনে দেন ডানহাতি টাইগার স্পিনার। ১২১ রানে ৫ উইকেট শিকার করেন অফস্পিনার নাঈম হাসান। ৩ উইকেট নেন পেসার হাসান মাহমুদ। একটি করে উইকেট তাইজুল ইসলাম ও মুমিনুল হকের।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ