ঢাকা , মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫ , ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আদমদীঘিতে পুকুরে বিষ প্রয়োগ ৭০ হাজার টাকার মাছ বিনষ্ট ঈশ্বরগঞ্জে মামলা দায়েরের ৪৮ দিন পর ধর্ষক গ্রেফতার কলাপাড়ায় বিএনপির সাংগঠনিক সভা সুসংগঠিত হচ্ছে লোহাগড়ায় এইচএসসি পরীক্ষায় জালিয়াতি বিএনপি সভাপতিসহ তিন নেতার পরীক্ষা বাতিল কুমিল্লা গোমতী নদীর সকল অবৈধ স্থাপনা ৬ মাসের মধ্যে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের মীরসরাইয়ে খানাখন্দে ভরা জোরারগঞ্জ মুহুরী প্রজেক্ট সড়ক যেন মৃত্যুফাঁদ কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আটক ৫ ছাতক থানার ওসিকে প্রাণনাশের হুমকি মেহেরপুরে সেচযন্ত্রে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু সিরাজদিখানে আ’লীগ নেতা সুমন গ্রেফতার বরগুনায় ডেঙ্গু আক্রান্ত ৬৮ তহশিলদার রাশেদুল এর সীমাহীন দুর্নীতিতে হয়রান সেবা গ্রহীতারা ফরিদপুরে মাদক কে সয়লাব গাজায় প্রবেশ করা ৩৬ ত্রাণবাহী ট্রাকের বেশিরভাগই লুট বাড়ছে পরমাণু যুদ্ধের আশঙ্কা বর্ষণ-বন্যা-ভূমিধসে বিপর্যস্ত হিমাচল ট্রাম্পের শুল্কে হুমকির মুখে ভারতের রপ্তানি তালতলীতে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আ.লীগের সভাপতিসহ ১৮১ জনের বিরুদ্ধে মামলা দায়ের ওভালে রুদ্ধশ্বাস নাটকীয়তা, সিরিজে সমতা আনল ভারত মুকিমের আঁটসাঁট বোলিংয়েই ওয়েস্ট ইন্ডিজকে ফের হটিয়ে সিরিজ পাকিস্তানের

উইন্ডিজের বিপক্ষে অজি দল থেকে বাদ পড়লেন লাবুশেন

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ০৭:২০:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ০৭:২০:২৪ অপরাহ্ন
উইন্ডিজের বিপক্ষে অজি দল থেকে বাদ পড়লেন লাবুশেন
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মোটেও ভালো ব্যাটিং করতে পারেননি টপঅর্ডার ব্যাটার মারনাস লাবুশেন। যে কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য তাকে বিবেচনায় রাখেনি অস্ট্রেলিয়া। অন্যদিকে চোটের কারণে ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন স্টিভেন স্মিথও। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন স্যাম কনস্টাস ও জশ ইংলিস। ২০১৯ সালের পর এই প্রথমবারের মতো লাবুশেনকে টেস্ট দল থেকে বাদ দেওয়া হলো। বার্বাডোসে আগামী ২৫ জুন শুরু হতে প্রথম টেস্ট। তার পাঁচ দিন আগেই দলে দুটি পরিবর্তন নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। বোঝাই যাচ্ছে, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের তুলনায় এবার ব্যাটিং লাইন-আপ অনেকটাই আলাদা হবে। কনস্টাস ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে যাচ্ছেন। সর্বশেষ ভারতের বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফিতে দুটি ম্যাচ খেলেছিলেন তিনি। এরমধ্যে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অভিষেকেই করেছিলেন ৬৫ বলে ৬০ রান। অন্যদিকে ইংলিস শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন। লাবুশেনকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওপেনার হিসেবে খেলানো হয়েছিল, যেটি ছিল নির্বাচকদের শেষ ভরসা। কিন্তু ওপেনিংয়ে মাত্র ১৭ ও ২২ রান করেন, যা লাবুশেনের গত দুই বছরের টেস্ট ফর্মহীনতার ধারাকেই উপস্থাপন করে। নির্বাচক প্যানেলের প্রধান জর্জ বেইলি বলেন, ‘মারনাস সেরা ফর্মে দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে নিজেও জানে, সাম্প্রতিক পারফরম্যান্স আমাদের প্রত্যাশার মতো নয়। আমরা তার সঙ্গে কাজ চালিয়ে যাবো এবং যেসব দিক নিয়ে কাজ করতে হবে, সেগুলো পুনরায় খুঁজে বের করার চেষ্টা করবো। আমরা তার দক্ষতাকে এখনও মূল্য দিচ্ছি এবং আশা করছি, সে এই চ্যালেঞ্জটা ইতিবাচকভাবে মোকাবিলা করবে।’ অন্যদিকে লর্ডসে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমার ক্যাচ নিতে গিয়ে ডান হাতের কনিষ্ঠ আঙুলে মারাত্মক চোট পান স্মিথ। অস্ত্রোপচার প্রয়োজন না হলেও তাকে আট সপ্তাহের জন্য স্প্লিন্ট পরতে হবে। তবে সিরিজের পরের ম্যাচগুলোতে খেলার সম্ভাবনা এখনও রয়েছে স্মিথের। বেইলি বলেন, ‘স্টিভের ক্ষত পুরোপুরি সারতে আরও সময় দরকার। তাই আমরা তাকে আরও এক সপ্তাহ বিশ্রাম দেব এবং এরপর অবস্থা পর্যালোচনা করবো। আমরা সিদ্ধান্ত নিয়েছি জশ এবং স্যামকে সুযোগ দেওয়ার। যাতে তারা স্টিভ এবং মারনাসের স্থলাভিষিক্ত হতে পারে। তাদের টেস্ট ক্যারিয়ার শুরুর এই পর্যায়ে আমরা তাদের দেখতে উচ্ছ্বসিত।’ চূড়ান্ত একাদশ এবং ব্যাটিংঅর্ডার ম্যাচ শুরুর আগ মুহূর্তে ঘোষণা করা হবে। ধারণা করা হচ্ছে, উসমান খাজার সঙ্গে ইনিংস ওপেন করবেন কনস্টাস।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ