ঢাকা , মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫ , ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আদমদীঘিতে পুকুরে বিষ প্রয়োগ ৭০ হাজার টাকার মাছ বিনষ্ট ঈশ্বরগঞ্জে মামলা দায়েরের ৪৮ দিন পর ধর্ষক গ্রেফতার কলাপাড়ায় বিএনপির সাংগঠনিক সভা সুসংগঠিত হচ্ছে লোহাগড়ায় এইচএসসি পরীক্ষায় জালিয়াতি বিএনপি সভাপতিসহ তিন নেতার পরীক্ষা বাতিল কুমিল্লা গোমতী নদীর সকল অবৈধ স্থাপনা ৬ মাসের মধ্যে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের মীরসরাইয়ে খানাখন্দে ভরা জোরারগঞ্জ মুহুরী প্রজেক্ট সড়ক যেন মৃত্যুফাঁদ কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আটক ৫ ছাতক থানার ওসিকে প্রাণনাশের হুমকি মেহেরপুরে সেচযন্ত্রে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু সিরাজদিখানে আ’লীগ নেতা সুমন গ্রেফতার বরগুনায় ডেঙ্গু আক্রান্ত ৬৮ তহশিলদার রাশেদুল এর সীমাহীন দুর্নীতিতে হয়রান সেবা গ্রহীতারা ফরিদপুরে মাদক কে সয়লাব গাজায় প্রবেশ করা ৩৬ ত্রাণবাহী ট্রাকের বেশিরভাগই লুট বাড়ছে পরমাণু যুদ্ধের আশঙ্কা বর্ষণ-বন্যা-ভূমিধসে বিপর্যস্ত হিমাচল ট্রাম্পের শুল্কে হুমকির মুখে ভারতের রপ্তানি তালতলীতে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আ.লীগের সভাপতিসহ ১৮১ জনের বিরুদ্ধে মামলা দায়ের ওভালে রুদ্ধশ্বাস নাটকীয়তা, সিরিজে সমতা আনল ভারত মুকিমের আঁটসাঁট বোলিংয়েই ওয়েস্ট ইন্ডিজকে ফের হটিয়ে সিরিজ পাকিস্তানের

টাকা ধার নিতে গিয়ে ধর্ষণের শিকার নারী

  • আপলোড সময় : ২১-০৬-২০২৫ ১২:০৬:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৫ ১২:০৬:৪৮ পূর্বাহ্ন
টাকা ধার নিতে গিয়ে ধর্ষণের শিকার নারী
এক হাজার টাকা ধার নিতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়া এক নারীর করা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো. আক্কাছ আলী (৪৪) ও আমানুল্লাহ ভূইয়া (৪৫)। গত বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, গত ১৪ জুন সন্ধ্যা সোয়া ৭টার দিকে ভিকটিম তার প্রতিবেশী আক্কাছ আলীর কাছে এক হাজার টাকা ধার নিতে যান। আক্কাছ আলী টাকা দেয়ার কথা বলে তাকে আমান উল্লাহ ভূইয়ার বাড়িতে নিয়ে যান। সেখানে গিয়ে কিছু টাকা কম আছে বিধায় তা সংগ্রহ করার কথা বলে রুমে বসে অপেক্ষা করতে বলেন। ভিকটিম রুমে প্রবেশ করলে কৌশলে দরজা বন্ধ করে পালাক্রমে আক্কাছ ও আমানুল্লাহ তাকে ধর্ষণ করেন।
একপর্যায়ে ভিকটিম আনুমানিক রাত সাড়ে ৮টায় জোর করে দরজা খুলে তার নিজ বাড়িতে চলে যান এবং অসুস্থ হয়ে পড়েন। পরে গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে খিলক্ষেত থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়। ডিসি তালেবুর আরও জানান, মামলা রুজুর পর তথ্য ও প্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযুক্তদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় খিলক্ষেত থানা পুলিশ। এরপর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে গত  বৃহস্পতিবার ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে খিলক্ষেত থানার বরুয়া পারুলিয়া এলাকা থেকে আসামি দুজনকে গ্রেফতার করে।পরে জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের কথা স্বীকার করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ